Advertisment

Sarfaraz Khan: বারবার বঞ্চনার পর অবশেষে টিম ইন্ডিয়ায় অভিষেক চূড়ান্ত! সরফরাজকে নিয়ে বিরাট আপডেট

Sarfaraz Khan test debut against England: গত কয়েক বছর ধরেই সরফরাজ জাতীয় দলে সুযোগের জন্য মাথা কুঁড়ে চলেছেন। এমনকি টেস্ট সিরিজের শুরুতেই জাতীয় দলের স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি তাঁকে। বরং রজত পাতিদারকে সরফরাজের আগে অভিষেকের সুযোগ দেওয়া হয়েছিল।

IE Bangla Web Desk এবং IE Bangla Sports Desk
New Update
Sarafaraz Khan, Sarfaraz Khan test debut, Sarafaraz Khan Team India, india vs england

Sarafaraz Khan in Rajkot test: অভিষেক ঘটবে সরফরাজের (টুইটার)

India vs England test series: তিনটে ঘরোয়া সিজনে টানা ৬০-এর ওপর গড়। সরফরাজ খান (Sarfaraz Khan) অবশেষে ব্রাত্যদের তালিকা ছেড়ে টিম ইন্ডিয়া প্ৰথম একদশে সুযোগ পেতে চলেছেন রাজকোট টেস্টে। কেএল রাহুল ফিটনেস ইস্যুতে খেলতে পারবেন না। তাঁর জায়গাতেই মুম্বইয়ের তারকা ব্যাটার সুযোগ পাবেন তৃতীয় টেস্টে।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেসকে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, "সরফরাজ খান টেস্ট অভিষেক ঘটাবে রাজকোটে।" গত কয়েক বছর ধরেই সরফরাজ জাতীয় দলে সুযোগের জন্য মাথা কুঁড়ে চলেছেন। এমনকি টেস্ট সিরিজের শুরুতেই জাতীয় দলের স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি তাঁকে। বরং রজত পাতিদারকে সরফরাজের আগে অভিষেকের সুযোগ দেওয়া হয়েছিল। তবে আশা হারাননি তারকা। নির্বাচনে ব্রাত্য থাকার পরের দিনই সরফরাজ ইংল্যান্ড লায়ন্স-এর বিপক্ষে শতরান হাঁকিয়ে দেন।

আরও পড়ুন: রাজকোটেই অভিষেক IPL কাঁপানো তারকার! টিম ইন্ডিয়ায় কুৎসিত পারফরম্যান্সের শাস্তিও পাচ্ছেন সুপারস্টার

তারপর টেস্টে ডাক পাওয়ার পর সরফরাজ বিসিসিআই.টিভিকে বলে দিয়েছি, "পুরোটাই ধৈর্য্যের পরীক্ষা। টেস্ট ক্রিকেট খেলতে হলে আমাদের ধৈর্য্য ধরতে হবে। জীবনে কিছু কিছু ক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করি। তবে জাতীয় দলের জায়গা পাওয়ার জন্য অপেক্ষা তারপর সুযোগ পাওয়া- আমি আবেগি হয়ে পড়বই। বাবা সবসময় আমাকে বলতেন, পরিশ্রম করে যাও, ফলাফল মিলবেই। নিজের ওপর বিশ্বাস আর ধৈর্য্য ভীষণ গুরুত্বপূর্ণ।"

"আমার থেকেও বেশি বাবার জন্য আনন্দ হচ্ছে। এত বিশাল একটা দেশ থেকে জাতীয় দলে সুযোগ পাওয়াটা গর্বের বিষয়।"

জাতীয় দলে প্ৰথমবার ডাক পাওয়ার অনুভূতিও ব্যক্ত করেছেন সরফরাজ। বলে দিয়েছিলেন, "রঞ্জি ট্রফি খেলতে তৈরি হচ্ছিলাম। ব্যাগে ইন্ডিয়া-এ জার্সি রেখেছিলাম তার আগে। সেই সময় হঠাৎ একটা ফোন পাই যেখানে বলা হয় আমি টিম ইন্ডিয়া স্কোয়াডে ডাক পেয়েছি। প্ৰথমে বিশ্বাস হয়নি। তারপর বাড়ির সকলকে জানাই। বাবা বাড়িতে ছিলেন না। পৈতৃক বাড়িতে বাবাকে ফোন করি। শুনে উনিও আবেগে ভেসে যান। আমার স্ত্রী, মা, বাবা সকলকেই আবেগ গ্রাস করে। আমার একটাই লক্ষ্য ছিল আমাকে জাতীয় দলের জার্সিতে দেখতে চাওয়া বাবার স্বপ্ন পূরণ করা। সেই ফোন পাওয়ার পর মনে হয়েছিল, আমার সমস্ত কঠোর পরিশ্রম সার্থক এবং আমি ভীষণ খুশি হই।"

সরফরাজের সঙ্গেই রাজকোটে অভিষেক ঘটবে উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেলের। তিনি কেএস ভরতের জায়গায় কিপিং করবেন। বারবার ব্যর্থ হওয়া ভরতকে অবশেষে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে টিম ইন্ডিয়া।

Test cricket Indian Cricket Team Indian Team Sarfaraz Khan
Advertisment