Advertisment

Shreyas Iyer: যাও রঞ্জিতে গিয়ে রান করে এসো! টিম ইন্ডিয়া থেকে 'ঘাড়ধাক্কা' খাওয়ার মুখে সুপারস্টার

Ind vs Eng test series: ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। শিগগিরই সেই টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করবে বিসিসিআইয়ের নির্বাচনী কমিটি। কোহলি আর রাহুল, দুই সিনিয়র ক্রিকেটারের প্রত্যাবর্তন কার বদলে হবে, সেই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

IE Bangla Web Desk এবং IE Bangla Sports Desk
New Update
india vs england, indian cricket team, team india

Ind vs eng: বিশাখাপত্তনম টেস্টে জয়ের পথে ভারত (টুইটার)

India vs England Test Series: ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং কেএল রাহুল ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটি টেস্ট ম্যাচে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। সোমবারই বিশাখাপত্তনমে সিরিজ ১-১ করেছে ভারত। ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। শিগগিরই সেই টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করবে বিসিসিআইয়ের নির্বাচনী কমিটি।

Advertisment

কোহলি আর রাহুল, দুই সিনিয়র ক্রিকেটারের প্রত্যাবর্তন কার বদলে হবে, সেই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তার মধ্যেই মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রজ্ঞান ওঝা। তিনি মনে করছেন, শ্রেয়স আইয়ারকে বসিয়ে সেই জায়গায় কোহলিকে ঢোকানো উচিত। কারণ, আইয়ারের ফর্ম এখন বেশ খারাপ। তাই তাঁকে ঘরোয়া ক্রিকেটে ফিরে আসার পরামর্শ দিয়েছেন ওঝা।

ওঝার কথায় রীতিমতো যুক্তি আছে। কারণ, আইয়ার টানা ১৩ ইনিংসে একটিও অর্ধশতক করতে পারেননি। তাঁর শেষ হাফ সেঞ্চুরি ছিল ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে। এই সময়ের মধ্যে তার গড় মাত্র ১৭। মিডল অর্ডারের এই ব্যাটার ২০২১ সালের নভেম্বর থেকে গত ২৩ ইনিংসে একটিও সেঞ্চুরি পাননি। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে আইয়ার চার ইনিংসে মাত্র ১১৪ রান করেছেন। কেভিন পিটারসেনের মত পেসার এবং স্পিনারদের, উভয়ের বিরুদ্ধেই তাঁর টেকনিক ব্যবহার সমালোচনার ঝড় বইয়ে দিয়েছে।

আরও পড়ুন- ভয়ংকর ঘটনা! বন্দুকের মুখে ডাকাতি, সর্বস্বান্ত মুম্বই ইন্ডিয়ান্স তারকা

এসব দেখেই এক অনুষ্ঠানে ওঝা বলেছেন যে কোহলি এবং রাহুল যদি সিরিজের বাকি অংশের জন্য স্কোয়াডে ফিরে আসেন, তাহলে তাঁদের স্বাভাবিকভাবেই বেছে নেওয়া উচিত। সেক্ষেত্রে শ্রেয়স আইয়ার এবং রজত পতিদারকে বাইরে বসতে হবে। ভারতীয় তারকা বিরাট কোহলি ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুই টেস্ট ম্যাচে ছুটি নিয়েছিলেন। কোহলির স্থলাভিষিক্ত হয়েছিলেন পতিদার। কিন্তু, তিনি বিশেষ কিছুই করতে পারেননি। উভয় ইনিংসেই স্পিন খেলতে না-পেরে প্যাভিলিয়নে ফিরেছেন। ভারতের হয়ে মাত্র ৪১ রান করেছেন।

আর, এই পরিস্থিতিতেই আইয়ারের প্রসঙ্গ তুলেছেন ওঝা। তিনি বলেছেন, "আপনি যখন বিরাট কোহলির মতো দুর্দান্ত ব্যাটারের সম্পর্কে ভাববেন, যে রান করছে, সেই কেএল রাহুলের ব্যাপারে ভাববেন, তখন তো তাঁদের স্বাভাবিকভাবেই ফেরানো উচিত। তাই সম্ভবত শ্রেয়স আইয়ার আর রজত পতিদারকে বাদ দিতে হবে। এমন নয় যে আপনি সুযোগ দিতে চান না। কিন্তু, যখন দুর্দান্ত ব্যাটাররা ফিরছেন, তখন আপনার কাছে এত জায়গা নেই যে, ওঁদেরও (শ্রেয়স, রজত) জায়গা দেবেন। ওঁরা বরং ঘরোয়া ক্রিকেটে ফিরে যাক আর রান করুক।"

রবিবার, কোহলির ঘনিষ্ঠ বন্ধু এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে ভারতীয় ব্যাটারের অনুপস্থিতির কারণ সামনে আনেন। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ডি ভিলিয়ার্স জানিয়েছেন, কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা ফের সন্তানসম্ভবা। তবে, ডি ভিলিয়ার্স একথা বললেও টিম ইন্ডিয়ার হেড কোচ, রাহুল দ্রাবিড় কোনওভাবেই কোহলির ব্যাপারে আলোকপাত করতে পারেননি। এমনকী, ইংল্যান্ড সিরিজের বাকি ম্যাচে কোহলিকে পাওয়া যাবে কি না, তা-ও জানাতে পারেননি।

আরও পড়ুন- দল থেকে বাতিল হওয়ার পর যোগাযোগ রাখেনি কেউ! অভিমানে বিস্ফোরণ টিম ইন্ডিয়ার সুপারস্টারের

এই প্রসঙ্গে দ্রাবিড় বলেছেন, "আমি মনে করি যে, এই ব্যাপারটা নির্বাচকদের জিজ্ঞাসা করাই সবচেয়ে ভাল। আমি নিশ্চিত যে তাঁরাই পরবর্তী তিন টেস্টের জন্য দল বাছাইয়ের আগে উত্তর দেওয়ার জন্য সেরা ব্যক্তি। আমরা কোহলির সঙ্গে যোগাযোগ করব এবং তাঁকে খুঁজে বের করব।" কেএল রাহুল আবার দ্বিতীয় টেস্টের আগে কোয়াড্রিসেপ ব্যথার অভিযোগ করেছিলেন। তিনিও শেষ তিন ম্যাচে ভারতীয় দলে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

Test cricket Shreyas Iyer Virat Kohli Indian Team Indian Cricket Team
Advertisment