Advertisment

Shubman Gill: বাঁধ ভাঙল সংযম, আউট হয়ে মাঠেই কুলদীপকে ধমক-চমক গিলের! বিস্ফোরক ভিডিও ভাইরাল

Shubman Gill against England: ছন্দে ব্যাটিং করছিলেন। ভাবা হয়েছিল তিন অঙ্কের রানে পৌঁছনো স্রেফ সময়ের অপেক্ষা। তবে সামান্য একটা ভুলের মাশুল গুনতে হল তাঁকে। ৬১তম ওভারে টম হার্টলের বল মিড উইকেটে হাঁকিয়ে রানের জন্য কল করেছিলেন কুলদীপ যাদব।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill, Shubman Gill run out, Shubman Gill century, india vs england

Shubman Gill 91: আউট হয়ে হতাশায় ভেঙে পড়লেন শুভমান (টুইটার)

IND vs ENG Rajkot Test: রান আউট নিয়ে সম্প্রতি বেশ কয়েকবার ভারতীয় ইনিংসে অযাচিত বিতর্ক হাজির হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির শিকার হয়ে আউট হয়ে যান রোহিত শর্মা। চলতি রাজকোট টেস্টের প্ৰথম ইনিংসেই জাদেজার ডাকে সাড়া দিয়ে উইকেট খোয়াতে হয় সরফরাজকে।

Advertisment

সেই তালিকায় রবিবার যোগ হল শুভমান গিলের নাম। নিশ্চিত শতরানের দিকে এগোচ্ছিলেন তারকা। ছন্দে ব্যাটিং করছিলেন। ভাবা হয়েছিল তিন অঙ্কের রানে পৌঁছনো স্রেফ সময়ের অপেক্ষা। তবে সামান্য একটা ভুলের মাশুল গুনতে হল তাঁকে। ৬১তম ওভারে টম হার্টলের বল মিড উইকেটে হাঁকিয়ে রানের জন্য কল করেছিলেন কুলদীপ যাদব।

তবে বেন স্টোকসের হাতে বল চলে যেতেই মত বদলান কুলদীপ। গিলকে ফিরে যাওয়ার জন্য কল করেন। তবে স্টোকসের নিখুঁত থ্রো হার্টলে স্ট্যাম্প ভেঙে দেওয়ার আগে ক্রিজে ফেরত যেতে পারেননি গিল।

এরপরই গজরাতে থাকেন তারকা। চলতি সিরিজে তাঁকে বাদ দেওয়ার দাবি বারবার জোরালো হয়েছে। এমন আবহেই গিল ভাইজ্যাগ টেস্টে শতরান হাঁকিয়েছিলেন। রাজকোটেও নিশ্চিত ছিল সেঞ্চুরি। এমন সুযোগ হাতছাড়া হওয়ায় প্রকাশ্যেই ফেটে পড়েন তারকা।

আরও পড়ুন: মাথা থেঁতলে দিল সপাটে বল! রক্তাক্ত মুস্তাফিজ হাসপাতালে, বুকে হাত গোটা বাংলাদেশের

সাজঘরে ফেরত যাওয়ার সময় কুলদীপকে আচ্ছা করে দু-চার কথা শুনিয়ে দিতে দ্বিধা করেননি তারকা। ব্যাট আছড়ে ফেলে তাঁর রাগত সেই প্রতিক্রিয়া মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

আউট হওয়ার আগে গিল অবশ্য কাজের কাজ করে যান। তৃতীয় উইকেটে নাইটওয়াচম্যান হিসাবে নামা কুলদীপের সঙ্গে ৫৫ রানের পার্টনারশিপ গড়েন। আর গিল-কুলদীপের পার্টনারশিপের জন্যই ভারতের ৩৫০ প্লাস লিড নিশ্চিত হয়ে যায়। লাঞ্চের সময় ৩১৪/৪। গতকাল রিটায়ার্ড হার্ট হওয়া যশস্বী ব্যাট করতে নেমে লাঞ্চের পরেই দেড়শ রান করে ফেলেছেন। ভারত ৪৪৭ রানের লিড নিয়ে জয়ের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে।

Kuldeep Yadav Indian Cricket Team Indian Team Shubman Gill
Advertisment