India vs England test series: গত বছর ওয়ার্ল্ড কাপের ফাইনালে রোহিত শর্মার ক্যাচ নিয়ে ম্যাচের রং-ই বদলে দিয়েছিলেন ট্র্যাভিস হেড। অবিশ্বাস্য সেই ক্যাচ ছিল ওয়ার্ল্ড কাপের ইতিহাসের অন্যতম সেরা। আর সেই ক্যাচের স্মৃতি ফিরিয়ে আনলেন শুভমান গিল। ধর্মশালা টেস্টের প্ৰথম দিনে বেন ডাকেট অসম্ভব এক ক্যাচের শিকার হলেন। যে ক্যাচ দেখে সুনীল গাভাসকার সরাসরি গিলের ক্যাচের সঙ্গে ট্র্যাভিস হেডের ক্যাচের তুলনা টেনে দিয়েছেন।
কিংবদন্তি ভারতীয় ধারাভাষ্য দেওয়ার সময়েই বলে দেন, "এই ক্যাচ ট্র্যাভিস হেডের ক্যাচের কথা মনে পড়িয়ে দিচ্ছে।" রোহিত শর্মাকে দুরন্ত সেই ক্যাচে ফিরিয়ে ভারতের থেকে ম্যাচের আলো অনেকটাই কেড়ে নেন হেড। তারপর ব্যাট হাতে তো হেডের দুরন্ত ব্যাট বিশ্বকাপ-ই জিতিয়ে দেয় অস্ট্রেলিয়াকে।
আরও পড়ুন- পাকিস্তান ক্রিকেটে এবার ঢুকে গেল পাক সেনা! বিতর্কিত ফতোয়া দিল পিসিবি
কুলদীপ যাদবের ফুল লেংথের বল অফস্ট্যাম্পের কিছুটা বাইরে পড়েছিল। হাঁটু গেড়ে ডাকেট সোজাসুজি হাঁকাতে চেয়েছিলেন। তবে কানায় লেগে উঠে যাওয়া বল অবিশ্বাস্য ক্ষিপ্রতায় তালুবন্দি করেন শুভমান গিল।
ক্যাচের গন্ধ পেয়েই গিল পিছন ফিরে দৌড় শুরু করেন। ২৫ গজ দৌড়ে বলের ফ্লাইট নিখুঁত বিশ্লেষণ করে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নেন। আর এই ক্যাচের মাধ্যমেই বেন ডাকেট- জ্যাক ক্রলির ৬৪ রানের ওপেনিং জুটি সমাপ্ত হয়। কুলদীপের প্ৰথম ওভারে জোড়া বাউন্ডারি হাঁকানো ডাকেট তৃতীয় র সন্ধানে গিয়েই উইকেট ছুড়ে দিয়ে আসেন। নিজের চরিত্রের বিরুদ্ধে গিয়ে তাঁর রান এদিন ৫৮ বলে ২৭।
শুধু গাভাসকার নন, গিলের ক্যাচের প্রশংসা করেছেন রবি শাস্ত্রীও, "অসাধারণ ক্যাচ। ২০-২৫ গজ দৌঁড়তে হল। তারপর দুহাতে ক্যাচ নিল। ভারত-ও ব্রেকথ্রু পেল।" লাঞ্চের সময় ইংল্যান্ড ১০০/২ ছিল। কুলদীপের পকেটেই গিয়েছে দুই উইকেট। লাঞ্চের ঠিক আগেই আউট হয়েছেন অলি পোপ।
পোপকে তুখোড় প্ল্যানিংয়ে আউট করেন কুলদীপ এবং ধ্রুব জুরেল। সেই ডেলিভারির আগেই ধ্রুব জুরেল পিছন থেকে কুলদীপকে বলে দেন, "এখন কিন্তু স্টেপ আউট করবে।" ঠিক সেটাই করলেন পোপ। কুলদীপের বুদ্ধিদীপ্ত বল ব্যাটের নাগাল এড়িয়ে জুরেলের কাছে পৌঁছতেই প্যাভিলিয়নে ফিরতে হয় পোপকে। চলতি সিরিজে চতুর্থ হাফসেঞ্চুরি করা জ্যাক ক্রলি ৬১ রানে লাঞ্চের সময় অপরাজিত রয়েছেন।