India vs England 2nd test: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঘরের মাঠে টেস্ট সিরিজ যেন যন্ত্রণার হয়ে দাঁড়িয়েছে। একের পর এক তারকা চোট আঘাতে ভুগছেন। তাঁরা ফিট হওয়ার আগেই নতুন ভাবে চোটের শিকার হচ্ছেন অন্যরা। ফলে দলের কম্বিনেশনে যেমন ভাঙাচোরা চলছে, তেমন অর্ধেক শক্তির ভারতীয় দলকে নামতে হচ্ছে ইংরেজদের মোকাবিলা করার জন্য।
মহম্মদ শামি সিরিজের আগেই চোটের কবলে পড়েছিলেন। সিরিজ শুরু হওয়ার পর সেই তালিকায় নাম লিখিয়েছেন রবীন্দ্র জাদেজা, কেএল রাহুল। বিরাট কোহলি পারিবারিক কারণে ছুটিতে রয়েছেন। সিরাজকেও বিশ্রাম দেওয়া হয়েছে দ্বিতীয় টেস্ট থেকে। এবার অনুপস্থিতদের তালিকায় সম্ভবত নাম লেখাতে চলেছেন শুভমান গিল। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই আঙুলে চোট পেয়েছেন শুভমান গিল। মধ্যমায় হঠাৎ ইনজুরির শিকার হয়েছেন তারকা।
আরও পড়ুন: ‘দাদা’ পাকিস্তানের কাছে হেরে মুখ পুড়ল ‘ভাই’ বাংলাদেশের! থ্রিলারে হেরে বিশ্বকাপ থেকেই ছুটি টাইগারদের
রবিবার-ই কেরিয়ার বাঁচানো শতরান পেয়েছেন। না হলে হয়ত বাতিলের খাতায় ফেলে দেওয়া হত তাঁকে। তবে শতরান করেও দুঃসংবাদ এড়াতে পারলেন না তারকা। চতুর্থ দিন খেলা শুরু হওয়ার আগেই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, তৃতীয় দিন ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়েছেন তারকা। তাই চতুর্থদিন মাঠে নামবেন না গিল।
তাঁর চোটের অবস্থা কতটা গুরুতর, তা প্রকাশ করা হয়নি। তবে গোটা দিন ফিল্ডিংয়ে না নামায় অনেকেই আশঙ্কা করছেন হয়ত চোট বেশ সিরিয়াস। তৃতীয় টেস্ট হবে রাজকোটে। সেই টেস্টে খেলতে না পারলে ভারতের সমস্যা আরও বাড়বে। বিরাট কোহলি সন্তান জন্মের কারণে ছুটি নিয়েছেন। তিনি দলে যোগ দেবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
গিল-কোহলি না খেললে সরফরাজ এবং রজত পাতিদারদের মত অনভিজ্ঞদের দিয়েই দল সাজাতে হবে ভারতকে। গিল খেলবেন নাকি পারবেন না, তা স্পষ্ট হয়ে যাবে আগামী কয়েক দিনেই।