/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/foakes-england.jpg)
India vs England 4th Test at Ranchi: ক্রিকেট জেন্টলম্যান্স গেম, এরকমই বলা হয়। তবে প্রতিদ্বন্দিতা যখন উত্তুঙ্গ পর্যায়ে অনেক ক্রিকেট খেলিয়ে দেশ-ই এই প্রবাদবাক্য দূরে সরিয়ে রাখে। সেই ঘটনাই এবার মনে পড়িয়ে দিল ভারত বনাম ইংল্যান্ড রাঁচি টেস্ট। একই মুদ্রার দুই পিঠ প্রত্যক্ষ করল ক্রিকেট বিশ্ব।
চলতি সিরিজে ইংল্যান্ডের নেমেসিস হিসাবে হাজির হয়েছেন যশস্বী জয়সওয়াল। তিনি একাই ধারাবাহিকভাবে তফাৎ গড়ে দিচ্ছেন দুই দলের মধ্যে। ব্যাট হাতে তাঁর নামের পাশে ইতিমধ্যেই ৬০০ প্লাস রান এই সিরিজে। ভাইজ্যাগ এবং রাজকোট দুই টেস্টে পরপর ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। রাঁচি টেস্টেও সেই একই চিত্র। জো রুটের দুরন্ত শতরানে ভর করে ইংল্যান্ড বিপর্যয় কাটিয়ে সাড়ে তিনশো পার করে ফেলেছে প্ৰথম ইনিংসে।
আর সেই রানের জবাবে ভারত যথেষ্ট বেকায়দায়। টি ব্রেকের আগে দেড়শ ওঠার আগেই ভারত হারিয়ে ফেলেছে চার ব্যাটারকে। রোহিত শুরুতেই আউট হয়ে গিয়েছিলেন। এরপরে শুভমান গিলের সঙ্গে ৮২ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে কিছুটা বিপদ থেকে উদ্ধার করেন যশস্বী। তবে হঠাৎই শোয়েব বশিরের একটা স্পেলে শুভমান গিল, রজত পাতিদার এবং রবীন্দ্র জাদেজাকে হারিয়ে ভারত ১৩০/৪ হয়ে যায়।
আরও পড়ুন: ধোনির শহরে সিঙ্গারা কিনে ঠকলেন ইংরেজরা! দুটো সামোসার দাম জানলে মাথা ঘুরে যাবে
তবে ভারতের ইনিংস একা কুম্ভ হয়ে টেনে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল। তাঁকে আউট করার জন্যই এবার ঘৃণ্য উপায় বের করল ইংল্যান্ডরা। যা প্রকাশ পাওয়ার পর ইংরেজদের প্রতারক বলতেও দ্বিধা করছেন না নেটিজেনরা।
কী নিয়ে এই বিতর্ক?
ভারতীয় ইনিংসের ২০ তম ওভারের ঘটনা। সেই সময় বল করছিলেন অলি রবিনসন। সেই ওভারের শেষ বলে কোনাকুনি ভাবে ধেয়ে এসেছিল। যশস্বী স্রেফ হালকা করে পুশ করতে চেয়েছিলেন। তবে বল ব্যাটের কানায় লেগে উইকেটকিপারের কাছে চলে যায়। ফোকস বল তালুবন্দি করেই উচ্ছ্বাসে লাফিয়ে ওঠেন। গোটা ইংরেজ শিবির যশস্বীর আউট সেলিব্রেট করতে শুরু করে দেন।
আউটের চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানো হয়। জোয়েল উইলসন বেশ কয়েকবার রিপ্লে দেখে জানান, বল সোজা তালুবন্দি হয়নি। বরং বল আগেই মাটিতে ড্রপ খেয়েছিল। স্কোরবোর্ডে নট-আউট লেখা ভেসে আসতেই হতাশায় ডুবে যান ইংরেজ ক্রিকেটাররা। বলা হয়, ড্রপ ক্যাচ সহজেই উইকেটকিপারের অনুধাবন করার কথা। তিনি তা জানালেন না কেন!
— Nihari Korma (@NihariVsKorma) February 24, 2024
নেটিজেনরা এরপরেই ইংল্যান্ড শিবিরকে প্রতারক বলে দাগিয়ে দেয়। ইংরেজ শিবিরের এই আবেদন করার ধরণে যথারীতি খুশি হতে পারেননি রোহিত শর্মা। ড্রেসিংরুমে তিনি অসন্তোষ ব্যক্ত করতে দেখা গিয়েছে তাঁকে সেই সময়।
Huge drama as England celebrated Yashasvi Jaiswal's supposed dismissal, only to discover upon closer inspection that the ball had touched the ground before Ben Foakes caught it.
📷: Jio Cinema#YashasviJaiswal #BenFoakes #BenStokes #INDvsENG #Test #Cricket #BetBarter pic.twitter.com/0097XCUxLf— BetBarter (@BetBarteronline) February 24, 2024
This is morally out clean catch by Ben foakes of yashasvi Jaiswal #INDveng pic.twitter.com/we2mGKiqzf
— Somnath Chakraborty (@Somnath44333169) February 24, 2024
Ben Foakes suddenly started playing like Jaiswal ends up with out 😂😂
— Prakash (@JeyVamos) February 23, 2024
ঘটনা হল, এদিনই অন্য চিত্র দেখেছিল। জো রুট যখন ব্যক্তিঃত ১১৯ রানে ব্যাটিং করছিলেন। সেই সময় কুলদীপ যাদবের স্পিন তাঁর ব্যাটে লেগে দ্বিতীয় স্লিপে পৌঁছে গিয়েছিল। রোহিত সেই ক্যাচ তালুবন্দি করেও সঙ্গেসঙ্গেই দলকে জানিয়ে দেন, বল ড্রপড ছিল। আম্পায়ারকেও নির্দ্বিধায় জানিয়ে দেন রুট নট আউট!
একই দিনের দুই রকম চিত্রে স্পিরিট অফ ক্রিকেট বিতর্ক আরও গনগনে হয়ে গেল!