Oldest test cricketer Dattajirao Gaikwad passed away: মারা গিয়েছেন তিনদিন আগে। তবে তাঁর প্রতি সম্মান প্রদর্শন এল তিন দিন পরে। শনিবার ভারতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে কালো আর্মব্যান্ড পরে নামল প্রয়াত দত্তাজিরাও গায়কোয়াডের সম্মানে। যিনি ভারতের বয়স্কতম টেস্ট ক্রিকেটার হিসাবে জীবিত ছিলেন। মৃত্যুর তিন দিন পর কেন প্রয়াত মহীরুহকে সম্মান জানানো হল, সেই প্রশ্নই এবার তুলে দিলেন গাভাসকার।
দত্তাজিরাও গায়কোয়াড যেদিন প্রয়াত হলেন, তার ঠিক দুদিন পরেই তৃতীয় টেস্টের প্ৰথম দিনের খেলা ছিল। তবে পুরো বিষয়টি সম্ভবত উপেক্ষা করে গিয়েছিল বিসিসিআই। দ্বিতীয় দিনেও টিম ইন্ডিয়াকে কালো আর্মব্যান্ড পরতে দেখা যায়নি।
মৃত্যুর দিনে বোর্ডের তরফে শুকনো শোকপ্রকাশ করে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার বোর্ডের পক্ষ থেকে শোক জ্ঞাপন করে বলা হয়েছিল, "ভারতের প্রাক্তন অধিনায়ক এবং ভারতের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার দত্তজিরাও গায়কোয়াড়ের মৃত্যুতে বিসিসিআই গভীর শোক প্রকাশ করছে। উনি ১১টি টেস্ট খেলেছেন এবং 1959 সালে ভারতের ইংল্যান্ড সফরে দলের নেতৃত্বও দেন। তাঁর নেতৃত্বে, বরোদা ১৯৫৭/৫৮ সিজনে রঞ্জি ট্রফিও জিতেছিল, ফাইনালে সার্ভিসেসকে পরাজিত করে। বোর্ড গায়কোয়াড়ের পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে।"
সুনীল গাভাসকার বোর্ডের এই নীতিতেই একহাত নিয়েছেন। বলে দিয়েছেন, "দেরিতে হলেও অবশেষে ভালো হল। ওঁরা প্ৰথম দিনেই এটা করতে পারত। উনি ভারতের হয়ে পাঁচ ম্যাচের সিরিজে ক্যাপ্টেন ছিলেন। সেই সিরিজের চারটে ম্যাচেই উনি অধিনায়ক ছিলেন। একটিতে নেতা হন স্বয়ং পঙ্কজ রায়।"
শনিবার দিনের শুরুতেই বোর্ডের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়, "সম্প্রতি প্রয়াত হওয়া ভারতের বয়স্কতম টেস্ট ক্রিকেটার দত্তাজিরাও গায়কোয়াডের সম্মানে টিম ইন্ডিয়া কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে।"
যাইহোক, এই বিষয়েও গাভাসকারের মন্তব্যে চালু হয়ে গেল নয়া বিতর্ক।