Ravichandran Ashwin 500 test wickets: রাজকোটে নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টেস্টে ৫০০ উইকেট সংগ্রাহকদের তালিকায় নিজের নাম তুলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তারপরেই ইনস্টাগ্রামে আবেগি পোস্ট করলেন সূর্যকুমার যাদব। লিখে দিলেন, "অ্যাশ ভাই, তোমার হাসি আমাকে কাঁদিয়ে দিল। তুমি, তোমার পরিবারকে অনেক অভিনন্দন।"
ইংল্যান্ডের প্ৰথম ইনিংসে জ্যাক ক্রলিকে আউট করে মাইলফলক শিকারে পৌঁছে যান তারকা। তবে দিনের শেষে পারিবারিক আপদকালীন কারণে নিজেকে টেস্ট থেকে সরিয়ে নিয়েছেন।
বোর্ডের তরফে শুক্রবার রাতে রীতিমত প্রেস বিবৃতিতে বলে দেওয়া হয়, "বিসিসিআই চ্যাম্পিয়ন তারকা এবং তাঁর পরিবারের জন্য আন্তরিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। ক্রিকেটার এবং তাঁদের প্রিয় জনদের স্বাস্থ্য সবসময়েই অগ্রাধিকার পাবে। এই কঠিন সময় অতিবাহিত করার সময় বোর্ড অশ্বিন এবং ওঁর পরিবারের গোপনীয়তা রক্ষার জন্য সকলের কাছে অনুরোধ করছে।"
"বোর্ড এবং টিম ইন্ডিয়া অশ্বিনকে যেকোনও ধরণের সহায়তার জন্য প্রয়োজনীয় সহায়তার হাত বাড়িয়ে দেবে। এই সংবেদনশীল সময়ে সমর্থক এবং মিডিয়ার তরফে যে সহানুভূতি মিলেছে, তা রীতিমত প্রশংনীয়।"
আরও পড়ুন: মাথা থেঁতলে দিল সপাটে বল! রক্তাক্ত মুস্তাফিজ হাসপাতালে, বুকে হাত গোটা বাংলাদেশের
অশ্বিন নিজেকে সরিয়ে নেওয়ার ১০ জনেই খেলছে টিম ইন্ডিয়া। পরিবর্ত ফিল্ডার হিসাবে নেমেছেন দেবদূত পাড়িক্কল। তবে তিনি ব্যাট করতে পারবেন না। ১০ জনেই ব্যাট করতে হবে ভারতকে। সেই সঙ্গে চার বোলার নিয়েই প্ল্যানিং করতে হচ্ছে রোহিত শর্মাকে। কারণ দেবদূত পাড়িক্কল ব্যাট অথবা বল কিছুই করতে পারবেন না। স্রেফ ফিল্ডিং করা বাদে।
যাইহোক, ম্যাচের তৃতীয় দিনে সিরাজের অনবদ্য পারফরম্যান্সের জন্য সিরাজকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সূর্যকুমার। লিখেছেন, "ক্ষমা করে দাও বন্ধু, তুমি অনেক বড় বোলার।" ঝড়ের গতিতে রান তুলতে থাকা ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামান সিরাজ, কুলদীপ এবং রবীন্দ্র জাদেজারা। সিরাজ একাই নেন ৪ উইকেট। কুলদীপ এবং জাদেজা দুজনেই দুটো করে উইকেট নেন।
রোহিত-জাদেজার সেঞ্চুরিতে ভর করে ভারত প্ৰথম ইনিংসে স্কোরবোর্ডে ৪৪৫ তুলেছিল। তৃতীয় দিন লাঞ্চে ইংল্যান্ড ২৯০/৫ ছিল।মধ্যাহ্নভোজের বিরতির পর ইংল্যান্ড ইনিংসে বেন ফোকস, রেহান আহমেদ এবং জেমস আন্ডারসনকে আউট করেন সিরাজ। জাদেজা ফিরিয়ে দেন বিপজ্জনক হতে থাকা বেন স্টোকস (৪১) এবং টম হার্টলেকে। চা বিরতি পর্যন্ত ভারত ১ উইকেট হারিয়ে ১৭০ তুলেছে। আউট হয়েছেন রোহিত শর্মা।