Advertisment

Rohit Sharma century: দেশের লজ্জা বাঁচিয়ে দুরন্ত শতরান রোহিতের! ছক্কায় ছক্কায় চূর্ণ সৌরভ-ধোনির রেকর্ড

Rohit Sharma century-record: রোহিতের ইনিংস অবশ্য একদম মসৃণ নয়। ব্যক্তিগত ২৭ রানের মাথায় রোহিতের ক্যাচ ফেলে দেন জো রুট। ঠিক পরের ওভারেই জেমস আন্ডারসনের বলে জোরালো লেগ বিফোরের আবেদনও ওঠে। অলফিল্ড আম্পায়ার জো উইলসন আউটের সিদ্ধান্তও দিয়ে দেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma century, Sourav Ganguly, MS Dhoni, Rohit Sharma against England

Rohit Sharma century against England: দারুণ শতরান রোহিতের (টুইটার)

India vs England Rajkot Test: টেস্টে রোহিত শর্মা (Rohit Sharma century) নিজের ১১তম শতরান করে গেলেন রাজকোটে। টসে জিতে ভারত প্ৰথমে ব্যাটিং নিয়েছিল। তবে শুরুতেই নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। স্কোরবোর্ডে ৩৩ তোলার ফাঁকেই ভারত টপ অর্ডারের যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, রজত পাতিদারকে হারিয়ে ফেলে। এরপরেই চতুর্থ উইকেটে ব্যাটিংয়ের হাল ধরেন রোহিত-জাদেজা।

Advertisment

লাঞ্চে দুজনে ৯৩/৩ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন দলকে। রোহিত লাঞ্চে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেছিলেন। রোহিতের ইনিংস অবশ্য একদম মসৃণ নয়। ব্যক্তিগত ২৭ রানের মাথায় রোহিতের ক্যাচ ফেলে দেন জো রুট। ঠিক পরের ওভারেই জেমস আন্ডারসনের বলে জোরালো লেগ বিফোরের আবেদনও ওঠে। অলফিল্ড আম্পায়ার জো উইলসন আউটের সিদ্ধান্তও দিয়ে দেন। রিভিউয়ে দেখা যায় রহুতের ব্যাট স্পর্শ করেছিল প্যাডে লাগার আগে।

দ্বিতীয় সেশনে ভারতের অবস্থান আরও মজবুত করে জাদেজা-রোহিত যোগ করেন ৯২ রান। চলতি সিরিজে জাদেজা-রোহিত প্ৰথমবার ভারতকে সেঞ্চুরি পার্টনারশিপ এনে দেন।

আরও পড়ুন: কারোর বেয়াড়াপনা সহ্য করবে না BCCI! ঈশানকে প্রকাশ্যেই এবার ‘চাবুক মারলেন’ জয় শাহ

শেষ পর্যন্ত রোহিত নিজের ১১তম টেস্ট শতরান পূরণ করেন ১৫৭ বলে। তৃতীয় সেশনে তিন অঙ্কের রানে পৌঁছনোর পথে রোহিত ১১ বাউন্ডারি, দুটো ওভার বাউন্ডারি হাঁকান। আর রোহিত এর মধ্যেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ১০০০ রান-ও পূর্ণ করেন। ২৩ ইনিংস খেলেই রোহিত এই মাইলফলকে পৌঁছন তিনটে সেঞ্চুরি, চারটে ফিফটি সমেত।

২০১৯ থেকে তিনটে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে রোহিত সবথেকে বেশি সেঞ্চুরি হাঁকানো ওপেনার হিসাবেও নিজের নাম শীর্ষে তুলে নিয়ে গেলেন। ডব্লিউটিসি-তে রোহিত আটটা করে হান্ড্রেড এবং ফিফটি করেছেন।

বৃহস্পতিবার ধোনিকেও পেরিয়ে।গেলেন তিনি। রুটকে দ্বিতীয় ছক্কা হাঁকানোর মাধ্যমে রোহিত ভারতের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বাধিক ছক্কা হাঁকানোর নজির গড়লেন। পেরোলেন এমএস ধোনিকে (৭৮)। সামনে রয়েছেন একমাত্র বীরেন্দ্র শেওয়াগ (৯১)। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবথেকে বেশি ছক্কা মারার নিরিখে ধোনিকে (২১১টি) ছুঁয়ে ফেললেন হিটম্যান। শীর্ষে রয়েছেন ইওন মর্গ্যান (২৩৩টি)।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহক হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (১৮৫৭৫) পেরিয়ে তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন রোহিত শর্মা। তাঁর সামনে রয়েছেন যথাক্রমে বিরাট কোহলি (২৬৭৩৩), শচীন তেন্ডুলকার (২৪২০৮) এবং রাহুল দ্রাবিড় (২৪২০৮)।

আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে রোহিত ৪২তম শতরান হাঁকালেন সেইসঙ্গে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ওঠার পথে তিনি ছুঁয়ে ফেললেন ক্রিস গেইলকে। একমাত্র ডেভিড ওয়ার্নার এই তালিকায় রোহিতের ওপরে রয়েছেন (৪৯টি শতরান)। ৩৬ বছর ২৯১ দিনে রোহিত ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বয়স্কতম ক্যাপ্টেন হিসাবে শতরান গড়ার কীর্তিও অর্জন করে ফেললেন। এর আগে এই নজির ছিল স্বয়ং বিজয় হাজারের। ১৯৫১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি যখন শতরান করেন সেই সময় বিজয় হাজারের বয়স ছিল ৩৬ বছর ২৭৮ দিন।

Indian Team Rohit Sharma Sourav Ganguly MS DHONI England Cricket Team Indian Cricket Team
Advertisment