/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Akash-deep.jpg)
Akash Deep debut against England: দুরন্ত অভিষেকে মাতিয়ে দিলেন বাংলার আকাশ দীপ (বিসিসিআই টুইটার)
India vs England Ranchi Test: অভিষেক টেস্টে রাঁচিতে নেমেই ঝড় তুলে দিলেন বাংলার তারকা পেসার আকাশ দীপ। টেস্ট কেরিয়ারের প্ৰথম উইকেটই চলে এসেছিল জ্যাক ক্রলির উইকেট শূন্যে ভাসিয়ে। তবে ওভারস্টেপ করে ফেলেছিলেন। সেই হতাশা অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। তাঁর বলই খুঁজে নেয় বেন ডাকেটের ব্যাটের কানা।
তারপর আকাশ দীপের শিকার হলেন ফর্মে থাকা অলি পোপ। শূন্য রানে ফিরতে হল তারকা ইংরেজকে। তারপর সেই আকাশ দীপের বলেই ফিরতে হল জ্যাক ক্রলি। আকাশ দীপের শুরুর স্পেলেই ইংল্যান্ড ধসে যায়। ৭-০-২৪-৩ এর দাপটে ইংল্যান্ড ৮৪/৩ হয়ে যায়।
Had to move to Bengal (as ban on BCA)
At 23 was forced to take break for 3 years due to father suffered a paralytic attack
Lost his father & elder brother in 2 months time
Suffered a back injury that could have ended his career
Meet Akash Deep, Hero 👇🏽pic.twitter.com/PE5T2ikuaq— Cricketopia (@CricketopiaCom) February 23, 2024
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে আগেই বলা হয়েছিল, বুমরার জায়গায় মুকেশ কুমার নন, আকাশ দীপের অভিষেকের সম্ভবনা উজ্জ্বল। ইন্ডিয়া-এ দলের হয়ে কিছুদিন আগেই ইংল্যান্ড লায়ন্স-এর বিপক্ষে ১০ উইকেট শিকার করেছিলেন। ৩০ টি প্ৰথম শ্রেণির ম্যাচ খেলেই তাঁর নামের পাশে ২৩.৫৮ গড়ে ১০৪ উইকেট।
আরও পড়ুন- কোহলির ছেলের জন্ম লন্ডনে! তাহলে কি ভারতের নাগরিক হবে না পুঁচকে অকায়?
WHAT A BALL....🤯 But it's a no-ball.
- Feel for Akash Deep on his debut. pic.twitter.com/1zeC3YkY3j— Johns. (@CricCrazyJohns) February 23, 2024
রাঁচিতে নামার আগে নেট অনুশীলনে ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে নজর কেড়েছিলেন টিম ম্যানেজমেন্টের। বুধবার ম্যাচের দু দিন আগে আগুনে পেসে বল করতে দেখা গিয়েছিল নেটে। বৃহস্পতিবার অপশনাল ট্রেনিং ছিল। আকাশ দীপ ব্যাট হাতে নেমেছিলেন। এবং ভারতীয় বাকি বোলারদের নাভিশ্বাস তুলে দিয়েছিলেন। ডিফেন্সের বালাই নেই, দুরন্ত সমস্ত কাট এবং পুল হাঁকিয়ে আকাশ দীপ টিম ম্যানেজমেন্টকে যেন কার্যত বুঝিয়ে দিয়েছিলেন ভালো অলরাউন্ডার হওয়ার সমস্ত গুন রয়েছে তাঁর।
আকাশ দীপের ব্যাটিং বিক্রম নজর এড়িয়ে যায়নি কোচ রাহুল দ্রাবিড় এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরী। সেই ঘটনাই কি শুক্রবারের প্ৰথম একাদশ বাছাইয়ে প্রভাব ফেলল?
ম্যাচের আগে কোচ বিক্রম রাঠোর আকাশ দীপের নির্বাচনের সম্ভবনা নিয়ে বলো দিয়েছিলেন, "ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য স্পেশ্যাল হতেই হবে। আকাশ দীপকে দেখে বেশ আশাপ্রদ আমরা। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে এসেছে। ভালো পেস রয়েছে। লাইন লেন্থ দুরন্ত। বেশ ভালো মনে হচ্ছে।"