Advertisment

IND vs ENG: ভারতের জিততে বড় নামের দরকার নেই! সুযোগ পেয়েই ফের কোহলিকে বিষাক্ত ছোবল গাভাসকারের

Sunil Gavaskar and Virat Kohli: কোহলি না থাকলেও ভারতের জিততে সমস্যা হবে না! ফের বিষ উগরে দিলেন সুনীল গাভাসকার

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Sunil Gavaskar, India vs England

Gavaskar on Kohli: কোহলিকে নিয়ে কড়া বার্তা সানির (টুইটার)

India vs England test series 2024: ভারতের ক্রিকেটে প্রতিভার ছড়াছড়ি। যে কোনও ফরম্যাটের ক্রিকেটেই ভারতের সাপ্লাই লাইন এতটাই মজবুত যে বিশ্বের যে কোনও দলকে যে কোনও পরিস্থিতিতে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে টিম ইন্ডিয়া। এই বিষয়েই এবার প্রশংসায় পঞ্চমুখ হলেন সুনীল গাভাসকার।

Advertisment

স্পোর্টস টক-কে সানি বলে দিয়েছেন, "এই কারণে আমি বারবার বলি, বড় নামের দরকার নেই। যদি কোনও বড় নাম মনে করে তাঁকে ছাড়া টিম ইন্ডিয়া জিততে পারবে না, তাহলে এই দুটো সিরিজ (ভারত বনাম ইংল্যান্ড চলতি সিরিজ এবং ২০২০/২১-এ ভারতের অস্ট্রেলিয়া সফর) তার জবাব হয়ে থাকল। ক্রিকেট হল দলগত খেলা। কোনও ব্যক্তির নৈপুণ্যের ওপর জয় পরাজয় নির্ভর করে না।"

২০২০/২১-এ ভারত যেবার অস্ট্রেলিয়ায় গিয়েছিল, সেই সিরিজের প্ৰথম ম্যাচেই ভারত লজ্জাজনকভাবে হেরে বসেছিল। একের পর প্ৰথম সারির ক্রিকেটার ইনজুরির কবলে পড়ে সিরিজ চলাকালীন। সেই সময় প্ৰথম সন্তান জন্মের কারণে বিরাট কোহলি স্ত্রী অনুষ্কার পাশে থাকতে দেশে ফিরে এসেছিলেন। সেরার সেরা তারকাদের অনুপস্থিতিতে ঋষভ পন্থ, মহম্মদ সিরাজদের মত তরুণ তুর্কির তুখোড় পারফরম্যান্সে ভর করে ভারত সিরিজ জয় করে।

সেই সিরিজেরই পুনরাবৃত্তি যেন চলতি ইংল্যান্ড সিরিজ। বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন। মহম্মদ শামি নেই। কেএল রাহুল চোট পেয়ে বাইরে চলে গিয়েছেন। জাদেজাও এক টেস্টে ইনজুরির কারণে খেলেননি। এমনকি জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদেরও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বেছে বেছে খেলানো হচ্ছে। একের পর তারকাদের অনুপস্থিতিতেই ভরসা জুগিয়েছেন অভিষেক হওয়া আকাশ দীপ, সরফরাজ খান, ধ্রুব জুরেলদের মত তারকারা। শুভমান গিল, যশস্বী জয়সওয়ালরা যে আগামীর সুপারস্টার তা-ও প্রমাণ হয়ে গিয়েছে।

আরও পড়ুন- অকালেই সব শেষ! রাজস্থানে রোহিত শর্মার মৃত্যুতে শোকের সাগরে দেশের ক্রিকেট

গাভাসকার বলেছেন, "যেভাবে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং হেড কোচ রাহুল দ্রাবিড় গোটা দলকে পরিচালনা করেছেন, তাতে ওঁদের কৃতিত্ব প্রাপ্য। ওঁরা নতুনদের মাজাঘঁষা করেছে। সুযোগ দিয়েছে এবং স্বাভাবিক খেলা খেলতে ভরসা জুগিয়েছে। এতেই বোঝা যায়, বড় নাম থাকল কিনা, তাতে কিছু এসে যায় না। বড় হৃদয়ের ক্রিকেটার থাকলেই জেতা সম্ভব।" হায়দরাবাদে প্ৰথম টেস্ট হেরেছিল ভারত। তারপর ভাইজ্যাগ, রাজকোট এবং রাঁচি টেস্ট জিতে সিরিজে ৩-১ এ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া।

Sunil Gavaskar Indian Cricket Team Virat Kohli
Advertisment