ভারত: ৩৯৬/১০, ২৫৫/১০
ইংল্যান্ড: ২৫৩/১০, ২৯২/১০
IND vs ENG, 2nd Test Match Report: টার্গেট ছিল পাহাড়-প্রমাণ ৩৯৯। তবু হুঙ্কার ছেড়েছিল ইংল্যান্ড। ভারতের পিচে চতুর্থ ইনিংসে ইতিহাস গড়ার জন্য ৭০-৭৫ ওভার-ই যথেষ্ট বলেছিলেন জেমস আন্ডারসন। তবে সেই হুঙ্কার ফাঁপা মেঘের মতই হয়ে থাকল। গর্জালেও বর্ষাল না। গতকাল ১৪ ওভার ব্যাট করে স্বচ্ছন্দে প্রায় ৫-এর কাছাকাছি গড় নিয়ে ৬৭ তুলে দেওয়ার পর হালকা কাঁপুনি ছিল ভারতের-ও।
তবে চতুর্থদিন সমস্ত আশঙ্কাকে তুড়ি মেরে দূরে সরিয়ে দিলেন অশ্বিন-বুমরারা। ইংল্যান্ড প্রবল প্রতিরোধ গড়েও স্কোরবোর্ডে ২৯২-এর বেশি তুলতে পারল না। সিরিজের সমতা ফিরিয়ে ভারতের জয় এল ১০৬ রানে।
রবিবার ওপেনার বেন ডাকেটকে ফেরানোর পর ক্রিজে নাইটওয়াচম্যান হিসাবে এসেছিলেন রেহান আহমেদ। চতুর্থ দিন রেহান-জ্যাক ক্রলির জুটিতে ভাঙন ধরান অক্ষর প্যাটেল। লেগ বিফোর করেন তাঁকে। এর পরে সময় যত গড়িয়েছে ততই নিয়মিত ব্যবধানে উইকেট পতন অব্যাহত থেকেছে ইংরেজদের। কোনও জুটিই ক্রিজে থিতু হয়ে পালটা দেওয়ার কাজ করতে পারেননি। জ্যাক ক্রলি-অলি পোপের ৩৭, জ্যাক ক্রলি-জো রুটের ৪০ রানের পার্টনারশিপ বাদে ইংরেজদের ব্যাটিং অর্ডার নিয়ে কিছু বলার নেই। শেষ দিকে নবম উইকেটে বেন ফোকস-টম হার্টলে ৫৫ রান যোগ করে অসম্ভবের আশা জাগিয়েছিলেন। তবে তা শেষ রক্ষা হয়নি। টি ব্রেক পর্যন্ত-ও ম্যাচ গড়ায়নি।
আরও পড়ুন: সেঞ্চুরি করেও তৃতীয় টেস্টে হয়ত টিম ইন্ডিয়ার বাইরে! ভয়ঙ্কর দুঃসংবাদে ছন্নছাড়া গিল
হায়দরাবাদে প্ৰথম টেস্টে ভারত ২৮ রানে হার হজম করেছিল। বিশাখাপত্তনমে কিছুটা চাপের মুখেই কার্যত দ্বিতীয় সারির দল নিয়েই খেলতে নেমেছিল ভারত। শামি-কোহলি তো ছিলেন-ই না। চোটের কারণে খেলতে পারেননি প্ৰথম এগারোর দুই নির্ভরযোগ্য তারকা কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা। এমনকি সিরাজকেও বিশ্রামে পাঠানো হয়েছিল। তবে ভারতের জয় আটকায়নি।
প্ৰথম ইনিংসে যশস্বী জয়সোয়ালের দ্বিশতরানে ভর করে ভারত স্কোরবোর্ডে ৩৯৬ তুলে দিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড বুমরার বিক্রমে ২৫৩-এ খতম হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ভারতকে একা টানেন অফ ফর্মে চলে যাওয়া শুভমান গিল। সেঞ্চুরি করে ভারতকে ২৫৫ পর্যন্ত টেনে দেন। ইংল্যান্ডের জয়ের জন্য দরকার দাঁড়ায় ৩৯৯ রানের। চতুর্থ দিনেই ভারত এই স্মরণীয় জয় তুলে নেয়। প্ৰথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও বুমরার শিকার ৩ জন। অক্ষর প্যাটেল, মুকেশ কুমারও ১ উইকেট নেন। শ্রেয়স আইয়ার দুর্ধর্ষ থ্রোয়ে রান আউট করেন বেন স্টোকসকে।
ভারতের হতাশা একটাই, অশ্বিন টেস্টে ৫০০ উইকেটের মাইল ফলকে পৌঁছতে পারলেন না। লাঞ্চে ইংল্যান্ড ১৯৪/৬ হয়ে গিয়েছিল। এর মধ্যে তিনটি উইকেটই ছিল অশ্বিনের নামে। বাকি ৪ উইকেটের মধ্যে একটি উইকেট পেলেই তারকা স্পিনার প্ৰথম ভারতীয় হিসাবে ৫০০ বা ততোধিক উইকেট তুলতে পারতেন। তবে ৩ উইকেটের আটকে গেলেন দক্ষিণী তারকা। রাজকোট টেস্টের জন্য অপেক্ষা বাড়ল তাঁর।