Advertisment

Umesh Yadav: বাংলার তারকাকে সুযোগ দিতে ব্রাত্য সফলতম পেসারই! আগারকারদের ওপর অভিমানে বিস্ফোরক স্পিডস্টার

Umesh Yadav ignored in Team India: বয়সের জন্য চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে তো বটেই উমেশ যাদবের দিকেও আর ফিরে তাকাতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। স্পষ্ট হয়ে গিয়েছে শনিবারের দল ঘোষণায়। এমন অবস্থায় বাদ পড়ার পর উমেশ যাদব নিজের সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবাহী পোস্ট করলেন। যাতে বিতর্ক আরও বাড়ল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ajit Agarkar, Indian Cricket Team, India vs England

Team India Ajit Agarkar: শেষ তিন টেস্টের জন্য দল বেছে নিয়েছেন আগারকাররা (টুইটার)

Team India test squad for last three tests against England: শনিবার-ই সিরিজের শেষ তিন টেস্টের দল ঘোষণা করেছেন টিম ইন্ডিয়া নির্বাচকরা। কেএল রাহুল, রবীন্দ্র জাদেজার খেলা নিয়ে সংশয় রয়েছে, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বেছে বেছে খেলানো হচ্ছে। পারফরম্যান্সের জন্য বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার। চোটের জন্য নেই মহম্মদ শামি। এমনকি গোটা সিরিজেই নেই বিরাট কোহলি।

Advertisment

এমন অবস্থায় তরুণ তারকাদের ওপরেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। সরফরাজ খান, রজত পাতিদার, ধ্রুব জুরেল, আকাশ দীপ, মুকেশ কুমার- একের পর এক তরুণ তারকাদের সময়ে সময়ে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বয়সের জন্য চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে তো বটেই উমেশ যাদবের দিকেও আর ফিরে তাকাতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। স্পষ্ট হয়ে গিয়েছে শনিবারের দল ঘোষণায়। এমন অবস্থায় বাদ পড়ার পর উমেশ যাদব নিজের সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবাহী পোস্ট করলেন। বার্তা দিলেন, রঞ্জিতে ভাল খেললেও তাঁকে উপেক্ষা করা হল।

আরও পড়ুন- বাড়ি থেকেই চুরি সৌরভের লাখ টাকার সম্পদ! ব্যাংকিং তথ্য, কন্ট্যাক্ট বেহাত হওয়ার চরম আশঙ্কা

২০২২-এ শেষবার জাতীয় দলের টেস্টে অংশ নিয়েছিলেন বিদর্ভের ৩৬ বছরের পেসার। তাঁকে বাইরেই রেখেছেন নির্বাচকরা। দল ঘোষণার পর উমেশ ইনস্টাগ্রামে লিখলেন, "বইয়ে ধুলো জমলেও গল্প শেষ হয়নি।" ধুলো বলতে নিজের বয়সের কথা উল্লেখ করেছেন তারকা পেসার। অর্থাৎ তাঁর বয়স হলেও তিনি যে এখনও প্রভাব ফেলার মত বল করতে পারেন, সেকথাই নির্বাচকদের আকারে বার্তা দিতে চেয়েছেন উমেশ, এমনটাই ক্রিকেট মহলের ব্যাখ্যা।

বিদর্ভের হয়ে চলতি সিজনে উমেশ চার ম্যাচে ১৯ উইকেট তুলে নিয়েছেন। মহম্মদ শামি চোটের কারণে বাইরে। জসপ্রীত বুমরা টানা খেলায় দরকার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। সিরাজ এবং মুকেশ কুমারের টেস্টের পারফরম্যান্স মোটেও আশাপ্রদ নয়। এমন অবস্থায় ব্যাক আপ হিসাবে নির্বাচকরা বেছেছেন বাংলার আকাশ দীপকে। রাখা হয়নি উমেশকে। এতেই অসন্তুষ্ট দীর্ঘদিন জাতীয় দলকে সার্ভিস দেওয়া তারকার।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয় থাকলেও রাজকোট টেস্টে বুমরাকে নিয়েই মাঠে নামবে টিম ইন্ডিয়া। কারণ তিনিই একমাত্র ভারতীয় পেসার হিসাবে ফারাক গড়ে দিচ্ছেন দুই দলের মধ্যে। টানা একই লেন্থে গতিময় বোলিং, পুরোনো বলে বিষাক্ত রিভার্স সুইংয়ের তল খুঁজে পাচ্ছেন না ইংল্যান্ড ব্যাটাররা। তাই তাঁকে অতিরিক্ত ব্যবহার করার ঝুঁকি থাকলেও টিম ম্যানেজমেন্ট রাজকোটে তাঁকে না নামানোর প্রলোভন এড়াতে পারছে না।

উমেশ যাদব আবার ঘরের মাঠে ৩২ টেস্ট ম্যাচে ১০১ উইকেট নিয়েছেন, ২৫.৮৭ গড়ে। ভারতীয় কন্ডিশনে বরাবর সফল উমেশ যাদব। ২০১৮-র পর ঘরের মাঠে উমেশের থেকে বেশি উইকেট নেননি। ১১ ম্যাচে ৪৩ উইকেট দখল করেছেন ১৮.২৫ গড়ে। এর মধ্যে ইনিংসে দুটো পাঁচ উইকেট এবং টেস্টে একবার ১০ উইকেট শিকারের নজিরও রয়েছে এই স্পিডস্টারের।

Indian Cricket Team Indian Team
Advertisment