Advertisment

Ind vs Eng: কুঁচকি চুলকাতে চুলকাতেই নাক ডাকা শুরু! রাঁচি টেস্টে কে এই 'রাজপুত্র', চিনুন ভিডিওয়

Ball boy caught napping during 4th test: ম্যাচের তৃতীয় সেশনে বেন ফোকসকে মহম্মদ সিরাজ আউট করার পর ওই বলবয়কে বন্দি করে সম্প্রচার সংস্থার ক্যামেরা। দেখা যায় সে সাইডলাইনের ধারে ঘুমিয়ে পড়েছে। সেই সময় শাস্ত্রী ধারাভাষ্য দিচ্ছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Viral ball boy, ball boy napping, india vs england

Ball boy napping: বেনজির দৃশ্য রাঁচি টেস্টে (স্ক্রিনগ্র্যাব)

India vs England 4th test: ধারাভাষ্যকে কীভাবে সরস করে তোলা যায়, শুক্রবার তার নিঁখুত নমুনা উপহার দিলেন রবি শাস্ত্রী। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, ম্যাচের পাশাপাশি সম্প্রচার মাধ্যমের ক্যামেরাবন্দি দৃশ্যগুলোকেও সরসভাবে বর্ণনা করার চেষ্টা করছেন। এর আগেই তার নমুনা বারবার দেখেছেন দর্শকরা, শুনেছেন শ্রোতারা। এবার রাঁচিতে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্যাচেও শাস্ত্রী তাঁর সেই নিখুঁত ধারাভাষ্য উপহার দিলেন।

Advertisment

এবারের ঘটনাটি ঘটল এক বলবয়কে কেন্দ্র করে। প্রত্যেক ম্যাচেই বাউন্ডারি লাইনের বাইরে বলবয়রা থাকেন। বাউন্ডারি লাইনের বাইরে থেকে বল ফিল্ডারদের ফেরত পেতে বলবয়রা সহায়তা করেন। এই বলবয়রা প্রত্যেকেই সংশ্লিষ্ট মাঠে দৈনিক অনুশীলন করা স্থানীয় জুনিয়র ক্রিকেটার। শুক্রবার রাঁচিতে চতুর্থ টেস্টের প্রথম দিনেও বাউন্ডারি লাইনের বাইরে বলবয়রা ছিলেন। ম্যাচে ইংল্যান্ড প্রথম ব্যাট করছে। বোলিং করছে ভারত। ইংল্যান্ডের ব্যাটিং চলাকালীন এক বলবয়কে দেখা যায় বাউন্ডারির বাইরে সাইডলাইনে আধশোয়া অবস্থায়। ক্যামেরা যখন ওই বলবয়কে বন্দি করে, সেই সময় তা নিয়েও তাঁর ভাষ্য অব্যাহত রাখেন রবি শাস্ত্রী।

ইংল্যান্ডের রান তখন ২৩১/৬। ম্যাচের তৃতীয় সেশনে বেন ফোকসকে মহম্মদ সিরাজ আউট করার পর ওই বলবয়কে বন্দি করে সম্প্রচার সংস্থার ক্যামেরা। দেখা যায় সে সাইডলাইনের ধারে ঘুমিয়ে পড়েছে। সেই সময় শাস্ত্রী ধারাভাষ্য দিচ্ছিলেন। ছবিতে ছেলেটিকে ঘুমোতে দেখে শাস্ত্রী বলে ওঠেন, 'ঠিক আছে, মনে হচ্ছে এই ছেলেটি খুব সুন্দর চা খেয়েছে।' এই সময় সম্প্রচার সংস্থার পরদায় দৃশ্যটি দেখে দর্শকরা হেসে ওঠেন। যার শব্দে জেগে ওঠে ছেলেটি। আধশোয়া অবস্থায় হাই তুলতে শুরু করে। যা দেখে শাস্ত্রী বলতে শুরু করেন, 'ওহ! বড় হাঁস। হ্যাঁ, ওঠো, জাগো!'

আরও পড়ুন- বাংলার পেসারের স্বপ্নের অভিষেকে ছিন্নভিন্ন ইংল্যান্ড, ধোনির পাড়ার মাঠে বাঙালির জয়জয়কার

ক্যামেরায় দেখা যায় ওই বলবয় একটা জলভর্তি বোতলকে স্পিন বলের কায়দায় ঘুরিয়ে নিজের এক থেকে অন্য হাতে নিচ্ছে। টেলিভিশনের পরদায় যা দেখে শাস্ত্রী বলে ওঠেন, 'এক গ্লাস জল খাও। ক্রিকেটটা মজাদার হয়ে উঠছে। ওঠো, বুড়ো ছেলে।' এরপর ওই বলবয়কে দেখা যায় আধশোয়া অবস্থায় নিজের কুঁচকিতে তিনবার চুলকোতে। তা দেখে শাস্ত্রী মজা করে বলে ওঠেন, 'হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।'

তবে, শাস্ত্রী এইসব মজা করলেও রাঁচি টেস্ট-এর প্রথম দিন ভারতের খুব একটা স্বস্তিতে কাটল না। এই ম্যাচে বুমরাহকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। পরিবর্তে দলে ঢুকেছে বাংলার ডানহাতি পেসার আকাশদীপ। নো বলের ধাক্কা কাটিয়ে তিনি নিজের অভিষেকের দিনই দ্রুত ইংল্যান্ডের তিন উইকেট তুলে নেন। আকাশদীপ প্রথমে ইংল্যান্ডের জ্যাক ক্রাওলিকে আউট করেছিলেন। কিন্তু, আম্পায়ার নো ডাকেন। কিন্তু, তাতে আকাশদীপকে রোখা যায়নি। তিন ওভার বাদেই তাঁর বলে বেন ডাকেট ভারতীয় উইকেটরক্ষক ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন। এর দুই বল পরই অলি পোপকে আউট করে দেন আকাশদীপ। এর পরের ওভারে বল করতে এসে ফের জ্যাক ক্রাওলিকে তুলে নেন বাংলার পেসার।

আরও পড়ুন- নিজের মুখই সহ্য হল না! ধোনির ডেরায় আঙুল ওঠালেন রোহিত! বেনজির বিতর্কের দেখুন ছারখার ভিডিও

এই পরিস্থিতিতে ইংল্যান্ড যখন বিধ্বস্ত, সেই সময় ব্রিটিশদের হাল ধরেন জো রুট। রীতিমতো বাজবল কায়দায় ইনিংস উপহার দিয়ে বেন এবং অলি রবিনসনের সঙ্গে রুট পার্টনারশিপ গড়ে তোলেন। বেন ফোকস ৪৭ রানে আউট হন। অলি রবিনসন আউট হন ৩১ রানে। কিন্তু, রুটকে নড়ানো যায়নি। তিনি ভারতের বিরুদ্ধে ১০ম এবং নিজের ৩১তম টেস্ট সেঞ্চুরি করেন। যার ফলে ইংল্যান্ড শুক্রবার তাদের ইনিংস শেষ করে ৩০২/৭-এ। এদিন ইতিহাস গড়লেন রুট। এদিনের শতকের পর তিনিই হলেন, টেস্ট ক্রিকেটে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যান।

Indian Team Test cricket England Cricket Team Viral Video Indian Cricket Team
Advertisment