/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/india-jay-shah.jpg)
India vs England Test squad announcement: অবশেষে শেষ তিন টেস্টের স্কোয়াড জানিয়ে দিল বিসিসিআই (টুইটার)
India vs England Test series 2024: শনিবারই জাতীয় নির্বাচকরা তিন টেস্টের স্কোয়াড ঘোষণা করে দিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস-এ আগেই জানিয়ে দেওয়া হয়েছিল বিরাট কোহলি (Virat Kohli) বাকি তিন টেস্টের জন্যও নিজেকে সরিয়ে নিয়েছেন।
বোর্ডের তরফে সরকারি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, "ব্যক্তিগত কারণে কোহলি বাকি তিন টেস্টেও থাকছেন না। কোহলির সিদ্ধান্তে বোর্ডের পূর্ণ সমর্থন রয়েছে।" ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার তিন দিন আগেই কোহলি বোর্ডের কাছে আচমকা ছুটি চেয়ে বসেন।
সেই সময় বোর্ডের (BCCI) বিবৃতিতে লেখা হয়, “বিরাট কোহলি ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম দুই টেস্ট থেকে বিসিসিআইকে তাঁর নাম প্রত্যাহার করার অনুরোধ করেছেন। বিরাট অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন। জোর দিয়েছেন যে দেশের প্রতিনিধিত্ব করা সবসময়ই তার সর্বোচ্চ অগ্রাধিকার, তবে বর্তমান প্রেক্ষাপটে তাঁর ব্যক্তিগত উপস্থিতি এবং সর্বাঙ্গীন মনোযোগ বিশেষ দরকার।” আরও লেখা হয়েছে, “বিসিসিআই কোহলির সিদ্ধান্তকে সম্মান জানায়। এবং বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট তারকা ব্যাটারের প্রতি তাঁদের সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে। স্কোয়াডের বাকি সদস্যদের নিয়েই টিম ম্যানেজমেন্ট টেস্ট সিরিজে প্রশংসনীয় পারফরম্যান্স করার বিষয়ে আত্মবিশ্বাসী।”
🚨 NEWS 🚨#TeamIndia's Squad for final three Tests against England announced.
Details 🔽 #INDvENG | @IDFCFIRSTBankhttps://t.co/JPXnyD4WBK— BCCI (@BCCI) February 10, 2024
কেএল রাহুল (KL Rahul) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) প্ৰথম টেস্টে খেললেও চোটের শিকার হন। দ্বিতীয় টেস্টে দুজনেই নামতে পারেননি। তৃতীয় টেস্টে দুজনকে রাখা হয়েছে ফিটনেস-শর্তসাপেক্ষে। বাকি তিন টেস্টে খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে আগেই বলা হয়েছিল, ফরোয়ার্ড ডিফেন্স করার সময় শ্রেয়সের কুঁচকি এবং পিঠের পেশি দৃঢ় হয়ে পড়ছিল। আগামীদিনে শ্রেয়সের রিকভারি হবে এনসিএ-তে।
বাংলার পেসার আকাশ দীপ (Akash Deep) প্ৰথমবার টিম ইন্ডিয়ায় ডাক পেলেন। মুকেশ কুমার, মহম্মদ শামির পর তিনি বাংলার তৃতীয় পেসার হিসাবে জাতীয় দলে সুযোগ পেলেন। ইন্ডিয়া-এ দলে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে আকাশ দীপ জায়গা করে নিলেন। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে আকাশ দীপ দুই টেস্টে ১১ উইকেট তুলে নিয়েছেন। শামি-মুকেশ যেমন জাতীয় দলের সেট আপে রয়েছেন, তেমন ব্যাটিং বিভাগে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ-ও। তিনি এ দলের ক্যাপ্টেন-ও। টিম ইন্ডিয়ার রিজার্ভ স্কোয়াডে নিয়মিত থাকেন তিনি। এবার তাঁকে টেস্ট স্কোয়াডে রাখা না হলেও, বাংলার প্রতিনিধি হিসাবে ঢুকলেন আকাশ দীপ।
আরও পড়ুন: বিয়ে করে বউই সব, আমাকে আর দেখে না! জাদেজার নামে ভয়ঙ্কর অভিযোগ বয়স্ক বাবার
দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল মহম্মদ সিরাজকে। তাঁকেও বাকি সিরিজে ফিরিয়ে আনা হয়েছে। ফেব্রুয়ারির ১৫ থেকে রাজকোটে শুরু হবে তৃতীয় টেস্ট। ফেব্রুয়ারির ২৩-এ চতুর্থ টেস্ট রাঁচিতে। মার্চের ৭-এ পঞ্চম টেস্ট হবে ধর্মশালায়।
বাকি তিন টেস্টের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, রজত পাতিদার, সরফরাজ খান, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, কেএস ভরত, মুকেশ কুমার, সৌরভ কুমার, ধ্রুব জুরেল, আকাশ দীপ, ওয়াশিংটন সুন্দর