Advertisment

IND vs ENG: সরফরাজকে নিয়ে বড্ড নাটক হল! শেওয়াগের বোমা এবার রবিবার, বিতর্কের বিস্ফোরণে সব তছনছ

Virender Sehwag targets Sarfaraz Khan :

author-image
IE Bangla Sports Desk
New Update
Virender Sehwag, Sarfaraz Khan, Dhruv Jurel

Sehwag-Sarfaraz: সকলকে নিয়েই সমান মাতামাতি করতে হবে, বলছেন শেওয়াগ (টুইটার)

India vs England 4th Test at Ranchi: চলতি ইংল্যান্ড সিরিজে একের পর এক তারকার অভিষেক ঘটেছে টিম ইন্ডিয়ার জার্সিতে। ভারতীয় দল রূপান্তর পর্বকে অগ্রাধিকার দিয়েছে বেশ কয়েকটা সিরিজ জুড়েই। চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে যেমন ব্রাত্য হয়ে গিয়েছেন, তেমন বোলিং বিভাগেও উমেশ যাদবকে সরিয়ে দেওয়া হয়েছে নিভৃতে। শুভমান গিল, যশস্বী জয়সওয়ালদের মত তরুণ রক্তের আমদানি ঘটেছে টিম ইন্ডিয়ায়।

Advertisment

তবে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজেও প্ৰথম সারির দলের একাধিক তারকা নেই। মহম্মদ শামি, বিরাট কোহলি পুরো সিরিজেই নেই। কেএল রাহুল শেষ তিনটে টেস্টে খেলেননি। জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে। এমন অবস্থায় নতুনদের অভিষেক-পর্ব দেখেছে টিম ইন্ডিয়া। মিডল অর্ডারে রজত পাতিদার, সরফরাজ খান, উইকেটকিপার ব্যাটার হিসাবে ধ্রুব জুরেল, পেস বোলার আকাশ দীপ প্ৰথমবার আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছেন।

রজত পাতিদার সেভাবে এখনও জ্বলে উঠতে না পারলেও বাকি তিন তরুণ তুর্কি নিজেদের জাত চিনিয়েছেন। সরফরাজ খান অভিষেক টেস্টেই রাজকোটে দুই ইনিংসে হাফসেঞ্চুরি করেছিলেন। প্ৰথম ইনিংসে জাদেজার ভুল কলের শিকার হয়ে রান আউট না হলে শতরানও হয়ত তুলে নিতে পারতেন তারকা।

আরও পড়ুন: KKR-এর কালো স্মৃতি অতীত! সৌরভকে আবার বুকে টানলেন শাহরুখ, সেরার সেরা দৃশ্য ২২ গজে, দেখুন ভিডিও

রাঁচি টেস্টে অভিষেককারী আকাশ দীপ বুমরার জায়গায় খেলতে নেমে প্ৰথম ইনিংসে গতির ঝড় তুলে ইংরেজ টপ অর্ডারকে মুড়িয়ে দিয়েছেন। জো রুটের শতরান সেই পরিস্থিতি বদলে দিলেও আকাশ দীপের আন্তর্জাতিক কেরিয়ারের শুরুর স্পেল মনে থেকে যাবে।

আর ধ্রুব জুরেল অভিষেকেই রাজকোটে মুগ্ধ করেছিলেন। আর ব্যাট হাতে জ্বলে উঠলেন রাঁচি টেস্টে। ভারত দ্বিতীয় দিনে ৭ উইকেট হারিয়ে ২১৯-এ ফিনিশ করেছিল। লোয়ার অর্ডারের সঙ্গে ভারতীয় ইনিংসকে কতটা ধ্রুব টানতে পারেন, ইংরেজদের প্ৰথম ইনিংসের ব্যবধান কতটা কমিয়ে আনতে পারেন- সেদিকে নজর ছিল রবিবার। আর রাঁচির চ্যালেঞ্জিং উইকেটে ধ্রুব জুয়েলের মত ইনিংস খেললেন। টম হার্টলের শিলার হওয়ার আগে ৯০ করলেন। দলকে পোঁছে দিলেন ৩০৭ রানের সুবিধাজনক জায়গায়। নিশ্চিত শতরান হাতছাড়া করলেও জুরেলের ইনিংস কুর্নিশ কুড়িয়ে নিয়েছে ক্রিকেট মহলে।

আরও পড়ুন: বশিরকে ক্রিজেই হিন্দি-খোঁচা সরফরাজের! পাল্টা হাসি মুখে জবাব ইংরেজ স্পিনারের, দেখুন দুর্ধর্ষ স্লেজিংয়ের ভিডিও

আর ধ্রুবের প্রশংসা করতে গিয়েই অযাচিত বিতর্ক হাজির করলেন বীরেন্দ্র শেওয়াগ। সরফরাজের অভিষেকের সময় যে মিডিয়া হাইপ উঠেছিল, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন সরাসরি। টুইটে বীরু বলে দেন, "কোনও মিডিয়া হাইপ নেই। কোনও নাটক নেই। কঠিন পরিস্থিতিতে স্কিল এবং টেম্পারমেন্টের চূড়ান্ত প্রদর্শন! দারুণ খেলেছ ধ্রুব জুরেল। অনেক শুভকামনা!"

আর শেওয়াগের এই টুইটে নিশানা যে কার দিকেজ তা আর বলার অপেক্ষা রাখে না। সরফরাজের রাজকোটে অভিষেক নিয়ে আবেগ-উচ্ছ্বাস বাঁধনছাড়া পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সরফরাজের পিতা কান্নায় ভেঙে পড়েছিলেন মাঠেই। পিতা-পুত্রের আলিঙ্গন জাতীয় সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে উঠেছিল। সেই তুলনায় রজত পাতিদার, আকাশ দীপ কিংবা ধ্রুব জুরেলের অভিষেক পর্ব যেন কিছুটা নিভৃতেই হয়েছে। সেই বিষয়টিকেই নিয়েই প্রশ্ন করেছিলেন নজফগরের নবাব। তবে নেট দুনিয়ার একাংশ এই নিয়ে শেওয়াগের সমালোচনায় সরব হন।

বিতর্ক বাড়ছে বুঝতে পেরেই বীরু নতুন টুইটে বিষয়টি ব্যাখ্যা করেন। লেখেন, "কাউকে খাটো করছি না। তবে সকলকে নিয়ে যেন পারফরম্যান্সের মাপকাঠিতে সমানভাবে মাতামাতি করা হয়। কেউ দারুণ বোলিং করেছে, কেউ হয়ত চমৎকার ব্যাটিং করেছে। তবে সকলকে নিয়ে সমান হাইপ ওঠেনি। আকাশ দীপ যেমন এখানে দুরন্ত বোলিং করেছে। যশস্বী গোটা সিরিজেই ব্যাট হাতে দুর্ধর্ষ খেলে চলেছে। রাজকোটে সরফরাজ, এখানে ধ্রুব জুরেল নিজেদের সুযোগের সদ্ব্যবহার করছে।"

ঘটনা যাই হোক, শেওয়াগের এই টুইট কান্ড নতুন করে যে বিতর্কের ইন্ধন জুগিয়ে গেল, তা নিয়ে সন্দেহ নেই।

Virender Sehwag Indian Cricket Team Indian Team Sarfaraz Khan
Advertisment