Yashasvi Jaiswal-England-India Test: যশস্বীর সাফল্যই বাড়িয়েছে তাঁর ফ্যানবেস। (ছবি-টুইটার)
IND vs ENG, Rajkot Test : ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ভারতের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর পরই ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়ালের জীবনে এল অন্য খুশির হাওয়া। পেলেন ভালোবাসার প্রস্তাব। আর, তাতে মাঠেই লজ্জায় লাল হয়ে গেল এই তরুণ ভারতীয় ব্যাটারের গাল।
Advertisment
তৃতীয় টেস্ট ম্যাচে যশস্বীর টেস্ট ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরির পর উঠে দাঁড়িয়েছিল গোটা স্টেডিয়াম। প্যাভিলিয়নে ভারতীয় ক্রিকেটাররাও নিজেদের আসন থেকে উঠে দাঁড়িয়েছিলেন। যশস্বী যখন আকাশের দিকে হাত আর তাঁর ব্যাট ছুড়ছেন, সেই সময় প্যাভিলিয়নে উপস্থিত ক্রিকেটারদেরকেও হাততালি দিতে দেখা যায়।
Yashasvi Jaiswal-3rd Test: শতরানের পর এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে যশস্বী জয়সওয়ালকে। (ছবি-বিসিসিআই)
ভারত-ইংল্যান্ড সিরিজে এই নিয়ে তিন ম্যাচেই তিনটি সেঞ্চুরি করলেন যশস্বী। হায়দরাবাদের প্রথম ম্যাচে তিনি সেঞ্চুরি মিস করেন। দ্বিতীয় ম্যাচে বিশাখাপত্তনমে সেই দুঃখ সুদে-আসলে উসুল করে নেন তরুণ ভারতীয় ব্যাটার। দ্বিতীয় ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল দ্বিশতরান। তৃতীয় ম্যাচে সেঞ্চুরির পর তেমনই বড় কিছু হওয়ার আশা ছিল। কিন্তু, ডেভিড ওয়ার্নারের কায়দায় লাফিয়ে উঠে সেঞ্চুরি করার উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়েই যশস্বী বিপাকে পড়েন। তাঁর পিঠে ব্যথা শুরু হয়ে যায়। এরপর বেশিক্ষণ খেলতে পারেননি এই ভারতীয় ব্যাটসম্যান। ব্যথার চোটে মাঠ ছাড়তে বাধ্য হন।
Advertisment
A leap of joy to celebrate his second century of the series 🙌
শনিবার রাজকোটে টেস্ট ক্রিকেটে যশস্বীর তৃতীয় শতক এসেছে ১২২ বলে। গত বছর টেস্ট ক্রিকেটে অভিষেকের পর যশস্বী এখনও পর্যন্ত মোট সাতটা টেস্ট ম্যাচ খেলেছেন। তার মধ্যেই এল তিনটে সেঞ্চুরি। সাত টেস্ট ম্যাচে যশস্বীর রান ৭৫১, গড় ৬২.৫৮। এত ভালো স্কোর বলে যশস্বী শুধু টেস্ট খেলোয়াড় বলে কিন্তু দাগিয়ে দেওয়া যাবে না। ক্রিকেট দুনিয়ার সংক্ষিপ্ততম টি২০ টুর্নামেন্টেও দুর্দান্ত পারফরম্যান্স এই ভারতীয় ব্যাটারের। ১৭ ম্যাচে রান ৫০২। তার মধ্যে শতরানও আছে। শুরুতেই এমন ভালো কিছু দেখে যশস্বীর প্রতি ভারতীয় ক্রিকেটের আশা ক্রমাগত বাড়ছে।
who is Yashasvi Jaiswal? to the blind, Jaiswal is the light. to the hungry, Jaiswal is bread. to the sick, Jaiswal is the cure. to the lonely, Jaiswal is company. to the sad, Jaiswal is joy. to the prisoner, Jaiswal is freedom. for me, Jaiswal is everything.
শনিবার যশস্বীর চোখধাঁধানো শতরানের পরও অবশ্য খুশির খবর বাকি ছিল। এক ফ্যান গার্ল তাঁকে উদ্দেশ্য করে ভালোবাসার বার্তা পাঠিয়েছেন। যশস্বীর আইপিএল ফ্যাঞ্চাইজি রাজস্থান ব়়য়্যালস সেই বার্তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। যা রীতিমতো ভাইরাল হয়েছে। ওই প্রকাশিত বার্তায় সেই ফ্যান গার্ল লিখেছেন, 'যশস্বী জয়সওয়াল কে? অন্ধদের কাছে জয়সওয়াল হলেন আলো। ক্ষুধার্তদের কাছে জয়সওয়াল রুটি। অসুস্থদের কাছে জয়সওয়াল নিরাময়। জয়সওয়াল নিজেই একটা কোম্পানি। দুঃখীদের কাছে জয়সওয়াল আনন্দ। বন্দির কাছে স্বাধীনতা। আমার জন্য, জয়সওয়ালই সবকিছু।' যা প্রকাশ করার পর রাজস্থান ব়য়্যালস প্রতিক্রিয়ায় লিখেছে, 'আপনিই এটা (ফ্যানবেস) তৈরি করছেন জয়সওয়াল।'
তৃতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিন জয়সওয়ালের এই সেঞ্চুরি ভারতের জন্যও বয়ে নিয়ে এসেছে সুখবর। দিনটা ভারত শেষ করেছে ২ উইকেটে ১৯৬-এ। শুভমন গিল যশস্বীর ক্রিজ পার্টনার ছিলেন। তিনি ৬৫ রানে অপরাজিত। এর সৌজন্যে ভারত বর্তমানে এই ম্যাচে ইংল্যান্ডের চেয়ে ৩২২ রানে এগিয়ে। তবে, রজত পাতিদার এই ম্যাচেও ভালো কিছু করতে পারেননি।