/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/yashasvi-jaiswal_2550ac.jpg)
Yashasvi Jaiswal century: শতরানের পর রাজকোটে যশস্বী (টুইটার)
India vs England Rajkot Test: থামানোই যাচ্ছে না যশস্বী জয়সোয়ালকে। ভাইজ্যাগ টেস্টের পর ফের একবার যশস্বীর ব্যাট সোনা ফলাল। চলতি সিরিজে দ্বিতীয়বারের মত সেঞ্চুরির দেখা মিলল তাঁর ব্যাটে। ইংল্যান্ডকে কাঁপিয়ে এল রাজকোটে তারকা ব্যাটারের তৃতীয় টেস্ট শতরান।
ইনিংসের শুরুতে ধীর গতিতে এগোচ্ছিলেন। ফিফটি করতেই নিয়ে নেন ৮০ বল। পরের পঞ্চাশ করলেন মাত্র ৪২ বলে। তবে তরুণ তুর্কির ব্যাটে ঝড় উঠেছিল হাফসেঞ্চুরির আগেই। একসময় যশস্বী ৭৩ বলে ৩৫ রানে ব্যাটিং করছিলেন। তবে সেই ওভারেই জেমস আন্ডারসনের ওপর চড়াও হন। একই ওভারে ছক্কা, জোড়া বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন। এরপরে যশস্বীর ব্যাটের তাপ সহ্য করতে হয় টম হার্টলেকে। তাঁর বলে ছক্কা হাঁকিয়েই যশস্বী হার্টলেকে জোড়া ওভার বাউন্ডারি হাঁকিয়ে যান।
যশস্বীর ব্যাটে হাফসেঞ্চুরি আসে ছক্কা হাঁকিয়ে। মার্ক উডকে বাউন্ডারি মেরে নিজের শতরান পূর্ণ করেন ১২২ বলে।
A leap of joy to celebrate his second century of the series 🙌
Well played, Yashasvi Jaiswal 👏👏#TeamIndia | #INDvENG | @ybj_19 | @IDFCFIRSTBankpic.twitter.com/pdlPhn5e3N— BCCI (@BCCI) February 17, 2024
এই নিয়ে নিজের ছোট্ট ক্রিকেট কেরিয়ারে যশস্বী তিনটে টেস্ট শতরান হাঁকিয়ে ফেললেন। কেরিয়ারের প্ৰথম টেস্ট শতরানই ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে। তারপর ঘরের মাঠে চলতি সিরিজে দুটো শতরান তাঁর নামের পাশে।
আরও পড়ুন- বাজবলকে প্লাস্টিক বল বানাল টিম ইন্ডিয়া! যশস্বীর ব্যাটের ফুলকিতে সিরিজে ২-১ ভারতের
রোহিত-জাদেজার সেঞ্চুরিতে ভর করে ভারত প্ৰথম ইনিংসে স্কোরবোর্ডে ৪৪৫ তুলেছিল। তৃতীয় দিন লাঞ্চে ইংল্যান্ড ২৯০/৫ ছিল। মধ্যাহ্নভোজের বিরতির পর ইংল্যান্ড ইনিংসে বেন ফোকস, রেহান আহমেদ এবং জেমস আন্ডারসনকে আউট করেন সিরাজ। জাদেজা ফিরিয়ে দেন বিপজ্জনক হতে থাকা বেন স্টোকস (৪১) এবং টম হার্টলেকে।
প্ৰথম ইনিংসে ১২৬ রানের লিড নেওয়ার পর ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ১৯৬/২। যশস্বী জয়সোয়াল শতরানের পরেই পিঠে অস্বস্তি অনুভব করায় রিটায়ার্ড হার্ট হয়ে যান। চার নম্বরে ব্যাট করতে নেমে রজত পাতিদার রানের খাতা না খুলেই আউট হয়ে যান। হাফসেঞ্চুরিয়ন শুভমান গিলের সঙ্গে নাইট ওয়াচম্যান হিসাবে নেমেছেন কুলদীপ যাদব। ভারত এখনই ৩২২ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ডের থেকে।