Advertisment

আম্পায়ারের চোখে কি ন্যাবা! বলের সঙ্গে স্পর্শই হল না স্ট্যাম্পের, তবু আউট হার্দিক, দেখুন ভিডিও

হার্দিকের আউটে গনগনে বিতর্কের আঁচ, দেখুন ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের সূচনা হল বিতর্কের মধ্যে দিয়ে। হার্দিক পান্ডিয়াকে যেভাবে আউট দেওয়া হল তাতে প্রশ্ন উঠে গেল তৃতীয় আম্পায়ারের ভূমিকা নিয়ে। শুভমান গিল দুর্ধর্ষ শতরান করে দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১০০০ রানের গন্ডি পেরিয়ে গেলেন। ভারতও পাহাড়প্রমাণ টার্গেট খাড়া করল কিউইদের বিরুদ্ধে প্ৰথম একদিনের ম্যাচে খেলতে নেমে। তবে দিনের শেষে শিরোনামে সেই হার্দিক পান্ডিয়ার আউট।

Advertisment

ভারতীয় ইনিংসকে তিনশো রানের গন্ডি পেরোনোর লক্ষ্য নিয়ে শুভমান গিলের সঙ্গে ব্যাট করছিলেন হার্দিক পান্ডিয়া। ৪০ তম ওভারে ড্যারেল মিচেলের ওভারের ঘটনা। মিচেলের বল হাঁকাতে গিয়ে লাইন মিস করে বসেন হার্দিক। বল ঠিক উইকেটের ওপর দিয়ে উড়ে উইকেটকিপার টম ল্যাথামের গ্লাভসে পৌঁছয়। তবে বল উইকেটকিপারের গ্লাভসে পৌঁছনোর সময় এলইডি স্ট্যাম্পের ফ্ল্যাশলাইট জ্বলে ওঠে। তৃতীয় আম্পায়ারের কাছে ছিল চূড়ান্ত সিদ্ধান্তের ভার। তবে অনেকক্ষণ খতিয়ে দেখার পর হার্দিককে আউটই দিয়ে দেন আম্পায়ার। পরে রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বল নয়, উইকেটকিপারের গ্লাভসে লেগেই স্ট্যাম্পের ফ্ল্যাশলাইট জ্বলে উঠেছে।

এরপরেই সোশ্যাল মিডিয়ায় আম্পায়ারের সিদ্ধান্ত ঘিরে তুলকালাম শুরু হয়। এমনকি নিজের হতাশা ব্যক্ত করেন রবিচন্দ্রন অশ্বিন, মুনাফ প্যাটেলের মত ক্রিকেটাররা! ৩৮ বলে ২৮ রান করে ভুল সিদ্ধান্তের বলি হয়ে ফিরতে হয় হার্দিককে।

আরও পড়ুন: ছক্কায় ছক্কায় ডাবল সেঞ্চুরি গিলের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে রেকর্ডের পর রেকর্ড ভেঙে চুরমার সুপারস্টারের

যাইহোক, হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া। আর প্ৰথমে ব্যাট করতে নেমে ৩৪৯ রানের পাহাড়প্রমাণ রান খাড়া করল ভারত। শুভমান গিল একাই রেকর্ড গড়া ২০৮ করলেন। রোহিত (৩৪)-সূর্যকুমার যাদব (৩১)-হার্দিক পান্ডিয়ারা (২৮) হাফসেঞ্চুরির গন্ডি পেরোতে না পারলেও দলের বড় স্কোর গড়ার কাজে অবদান রাখলেন।

Hardik Pandya Indian Cricket Team New Zealand
Advertisment