Advertisment

ছক্কায় ছক্কায় মাত্র ৪৯ বলে সেঞ্চুরি! সূর্যের আগুনে জ্বলে পুড়ে ছাই নিউজিল্যান্ড

সূর্যের ঝলকানিতে ছাই নিউজিল্যান্ড

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিশ্বকাপে দুর্ধর্ষ ফর্মে ছিলেন। একের পর এক বোলারদের বাইশ গজে খতম করেছেন। এবার নিউজিল্যান্ড সফরেও সূর্যকুমারের প্রতাপ অব্যাহত। প্ৰথম টি২০ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় টি২০-তে কিউইদের ধোলাই করে শতরান করে গেলেন মাত্র ৪৯ বলে। ভারত প্ৰথমে ব্যাট কতে স্কোরবোর্ডে তুলল ১৯১/৬। সর দলীয় রানের বেশিরভাগ রানই এল সূর্যকুমারের ব্যাট থেকে।

Advertisment

ইনিংসের শেষে ৫১ বলে ১১১ রানে অপরাজিত থেকে গেলেন সুপারস্টার। হাঁকালেন ১১ বাউন্ডারি, ৭টা ওভার বাউন্ডারি। এই নিয়ে একই ক্যালেন্ডার বর্ষে দুটো টি২০ শতরান করে ফেলার বিরল কীর্তি গড়ে ফেললেন সূর্যকুমার। চলতি বছরের শুরুতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০-তে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। বছরের শেষে আরও একটা তিন অঙ্কের ইনিংস উপহার দিলেন জাতীয় দলকে। একই বছরে দুটো টি২০ শতরান গড়ার নজির রোহিত শর্মা বাদে আর কারোর নেই।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় ODI, টি২০ না খেলা তারকার হাতেই অর্জুন পুরস্কার! ৫ বছর অপেক্ষার অবসান অবশেষে

এছাড়াও, নিউজিল্যান্ডে টি২০'তে ভারতীয়দের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ছিল রোহিতের (৬৪)। রবিবার সেই রেকর্ডও ভেঙে দেন স্কাই।

মাউন্ট মাউনগাউইতে টসে জিতে ভারতকে প্ৰথমে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। সঞ্জু স্যামসন, উমরান মালিককে বাদ দিয়েই ভারত একাদশ সাজিয়েছিল। ইনিংস শুরুতে ঋষভ পন্থের সঙ্গে ওপেন করতে পাঠানো হয় ঈশান কিষানকে। ভারতের আক্রমণাত্মক ইনিংসের রিংটোন সেট করে দেন ঈশান কিষান।

আরও পড়ুন: ১৫০ কিমির আগুন-এক্সপ্রেসে ব্যাটারদের আতঙ্ক এই ভারতীয় তরুণ! নিলামে ঝড় উঠতে পারে এবারই

৩১ বলে ৩৬ করে যান ঈশান। ঋষভ পন্থ ওপেনিংয়ে সফল হতে পারেননি। ১৩ বল কাটিয়ে মাত্র ৬ রান করে আউট হয়ে যান। শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়াও ১৩ রানের বেশি করতে পারেননি। সূর্যের বিক্রম চলার মধ্যেই টিম সাউদি ইনিংসের শেষ ওভারে হার্দিক, দীপক হুডা এবং ওয়াশিংটন সুন্দরকে পরপর ফিরিয়ে হ্যাটট্রিক করে যান। তবে ভারতের বড় রান ওঠা আটকায়নি।

আরও পড়ুন: সূর্যকুমারের সেঞ্চুরিতে বশ মানল নিউজিল্যান্ড! বিদেশের মাটিতে দুর্ধর্ষ জয় টিম ইন্ডিয়ার

ভারতের প্ৰথম একাদশ: ঈশান কিষান, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, জুজবেন্দ্র চাহাল

Indian Cricket Team Suryakumar Yadav New Zealand
Advertisment