Advertisment

ভারতের বিশ্বজয়ের দিনেই কিউই সিরিজে কামব্যাক হার্দিকদের! রুদ্ধশ্বাস ম্যাচে জয় ইন্ডিয়ার

স্কোরবোর্ডে দলগতভাবে হাফসেঞ্চুরি করার আগেই চার উইকেট হারিয়ে ফেলেছিল কিউইরা

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

নিউজিল্যান্ড: ৯৯/১০

ভারত: ১০০/৪

Advertisment

ভারতের যুব মহিলা দল যেদিন কুড়ি কুড়ি বিশ্বকাপে চ্যাম্পিয়নের শিরোপা পেল, সেদিনই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে রোমাঞ্চকর জয়ে কামব্যাক করল টিম ইন্ডিয়া। মাত্র ১০০ রান তাড়া করতে নেমে ভারত উত্তেজনার পারদ বাড়িয়ে জয় পেল মাত্র ১ বল বাকি থাকতে। লো স্কোরিং থ্রিলারে জিতে কিউইদের বিপক্ষে সিরিজে টিকে থাকল টিম ইন্ডিয়া।

টসে জিতে লখনৌয়ের একানা স্টেডিয়ামে নিউজিল্যান্ড প্ৰথমে ব্যাট করতে নেমেছিল। লখনৌয়ের স্লো টার্নিং ট্র্যাকে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ড। সফরকারী দলটির হয়ে দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন মাত্র পাঁচজন। এদের মধ্যে কুড়ির গন্ডি কেউ পেরোতে পারেননি। সর্বোচ্চ স্কোর ক্যাপ্টেন স্যান্টনারের। মাত্র ৯৯ রানে অলআউট হয়ে গিয়েছিল কিউইরা। আর্শদীপ সিং দুই উইকেট নেন। হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জুজবেন্দ্র চাহাল, দীপক হুডা সকলেই একটি করে উইকেট পেয়েছেন।

সামান্য এই টার্গেটের সামনেও যে ভারতকে হোঁচট খেয়ে খেয়ে জিততে হবে, ভাবা যায়নি। ভারতীয় ব্যাটাররা মোটেই মন্থর পিচে ফ্রি ফ্লোয়িং খেলতে পারছিল না। শুভমান গিল শুরুতে আউট হয়ে যাওয়ার পরে ঈশান কিষান ১৯ করতে নিয়ে নেন ৩২ বল! এমনকি স্যান্টনার, ইশ সোধিদের ফেস করতে তুমুল সমস্যায় পড়ছিলেন বিশ্বের একনম্বর টি২০ ব্যাটার সূর্যকুমার যাদবও। রাহুল ত্রিপাঠি, ওয়াশিংটন সুন্দর আউট হয়ে যাওয়ার পরে ভারত একসময় ৭০/৪ হয়ে গিয়ে বিপদে পড়ে গিয়েছিল।

ভয়াবহ পিচে ভারতকে শেষ পাঁচ ওভারে ৩০ তুলতে হত! ব্লেয়ার টিকনারের শেষ ওভারে ভারতের জয়ের জন্য লক্ষ্য গিয়ে দাঁড়ায় ৬ রানে। প্ৰথম চার বলে মাত্র ৩ রান তুলতে পেরেছিলেন সূর্য-হার্দিকরা। তবে পঞ্চম বলে বাউন্ডারি হাকয়ে6 ফিনিশিং টাচ দেন স্কাই। কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সূর্যকুমার যাদব (৩১ বলে ২৬) এবং হার্দিক পান্ডিয়া (২০ বলে ১৪) শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

Indian Cricket Team New Zealand
Advertisment