Advertisment

Anil Kumble on Virat Kohli: ঘরোয়া ক্রিকেটে পাঠানো হোক কোহলিকে! বিরাট বিপদে পড়তেই বিস্ফোরক নিদান পুরোনো শত্রু কুম্বলের

IND vs NZ 2nd Test: ব্যাট হাতে একদমই ফর্মে নেই কোহলি। অস্ট্রেলিয়া সফরের আগে কোহলির ফর্ম চিন্তা বাড়াচ্ছে টিম ইন্ডিয়ার। এমন সময়েই পরামর্শ দিলেন কুম্বলে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Anil Kumble on Virat Kohli: কোহলিকে নিয়ে বড় মন্তব্য কুম্বলের

Anil Kumble on Virat Kohli: কোহলিকে নিয়ে বড় মন্তব্য কুম্বলের (টুইটার)

Anil Kumble on Virat Kohli after weakness against spin: পুনেতে মাত্র ১ রানে লোপ্পা ফুলটসে বোল্ড হওয়ার পর কোহলি স্পিনের বিরুদ্ধে নিজের ধারাবাহিক ব্যর্থতার সাক্ষী রেখেছেন। ক্রিজে টিকেছিলেন মাত্র নয় বল। ১ রানের বেশি করতে পারেননি তারকা।

Advertisment

আগে থেকে মনস্থির করে রাখায় মিচেল স্যান্টনারের লো ফুলটস স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হতে হয় তাঁকে। এরপরেই কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে, আরও একবার। শুক্রবার ফার্স্ট সেশনের পর অনিল কুম্বলে সটান বলে দেন, কোহলির ঘরোয়া ক্রিকেটে আপাতত কিছুদিন খেলা উচিত। তবে কুম্বলে সাফ জানিয়ে দিয়েছেন, স্রেফ অদ্ভুত আউট হওয়ার জন্য তিনি মোটেই এরকম পরামর্শ দিচ্ছেন না।

"একটা-দুটো ঘরোয়া ক্রিকেটের ইনিংস কোহলিকে ম্যাচ সিচুয়েশনে থাকার ক্ষেত্রে সাহায্য করতে পারে। স্রেফ অনুশীলনে ব্যাট করার থেকে কোনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এক্ষেত্রে সহায়ক হবে। ও যদি মনে হয়, ঘরোয়া ক্রিকেট আরও আগে খেলে নিলে ভালো হত, এবং টিম ম্যানেজমেন্টও যদি তাতে রাজি হয়, তাহলে ও সেটা করতে পারত। তবে আমার মনে হয়না, স্পিনের বিরুদ্ধে ওঁর সাম্প্রতিক সমস্যার এটাই একমাত্র কারণ।" প্ৰথম সেশনের শেষে ভারত যখন ১০৭/৭-এ গড়াগড়ি খাচ্ছে, সেই সময়েই জিও সিনেমায় এমন মন্তব্য করেন কুম্বলে।

পরিসংখ্যান বলছে, গত তিন বছরে এশিয়ার মাটিতে ২৬ ইনিংসের মধ্যে ২১ বার-ই স্পিনের শিকার হয়েছেন। ব্যাটিং গড় মাত্র ২৮। কুম্বলে আরও সংযোজন করে যান, "ও যে পরিস্থিতিতে ব্যাট করতে নামে, সেই সময়ে বরাবরই স্পিন সহায়ক হয়। যে বেশ তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার। স্পিনের বিরুদ্ধে ওঁর দুর্বলতা স্রেফ মানসিকতার জন্যই নয়, স্পিন সহায়ক পরিবেশও রয়েছে এর পিছনে।"

মিচেল স্যান্টনার যেমন ৭ উইকেট শিকার করেছেন, তেমন গ্লেন ফিলিপসের মত অনিয়মিত স্পিনার-ও ২ উইকেট শিকার করেছেন। নিউজিল্যান্ডের ২৫৯ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে অলআউট হয়েছে মাত্র ১৫৬ রানে।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Virat Kohli Anil Kumble Indian Cricket Team India Cricket Team Team-India Team India Team India
Advertisment