Advertisment

IND vs NZ 2nd Test: ভারতকে দুমড়ে দিয়ে স্যান্টনারের ৭ উইকেট, লজ্জার-কলঙ্কের শোচনীয় সিরিজ হারের মুখে টিম ইন্ডিয়া

India vs New Zealand 2nd Test: ২০১২-য় ভারত শেষবার ঘরের মাঠে সিরিজ হেরেছিল। এবার সেই দুঃস্বপ্নের স্মৃতি ফিরে আসছে নিউজিল্যান্ড সিরিজে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs New Zealand, Ind vs nz, ভারত বনাম নিউজিল্যান্ড

IND vs NZ 2nd Test: ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে টিম ইন্ডিয়া (টুইটার)

India 156 all out: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজ যেন ভারতের ব্যাটিং ব্যর্থতার সঙ্গে জুড়ে গিয়েছে। বেঙ্গালুরুতে দুই ইনিংসেই ব্যাটিং ব্যর্থতার মুখে পড়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ভালো পজিশনে থেকেও ভারত হড়কে গিয়েছিল। সেই হার থেকেও শিক্ষা হয়নি টিম ইন্ডিয়ার।

Advertisment

পুনেতে প্রথম ইনিংসেই গুঁড়িয়ে গেল এবার টিম ইন্ডিয়া। ৪৬ অলআউটের শোক কাটিয়ে ওঠার আগেই ভারত পুনেতে প্রথম ইনিংস ধসে গেল মাত্র ১৫৬ রানে। বেঙ্গালুরুতে উইলিয়াম ও'রোরকে, ম্যাট হেনরির পর পুনেতে ভারতের নেমেসিস হিসাবে হাজির হলেন স্বয়ং মিচেল স্যান্টনার।

ওয়াশিংটন সুন্দরের ৭ উইকেটের পাল্টা স্যান্টনার-ও তুললেন ৭ উইকেট। প্ৰথম দিনে কিউইদের মাত্র ২৫৯ রানে বেঁধে রাখার পর ভারত দিন শেষ করেছিল ক্যাপ্টেন রোহিত শর্মার উইকেট হারিয়ে। সকালে শুভমান গিলকে স্যান্টনার ফেরানোর পরেই ধস নামে ভারতের ইনিংসে।

কোনও বড় পার্টনারশিপ হয়ে ওঠেনি ভারতের। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল দুজনই ৩০ করেন। রবীন্দ্র জাদেজা শেষদিকে ৩৮ করেন। বাকিদের রান কুড়ি-র ঘর পেরোয়নি। বিরাট কোহলি বেঙ্গালুরুতে ডাক করার পর পুনেতে ফার্স্ট ইনিংসে করলেন ৮ বলে ১। লোপ্পা ফুলটস বলে বোল্ড হয়ে যান তিনি। নিউজিল্যান্ড ফার্স্ট ইনিংসে ১০৩ রানের লিড নেওয়ায় চালকের আসনে টম ল্যাথামের দল।

Test cricket New Zealand Indian Cricket Team New Zealand Cricket Team India Cricket Team Team-India Team India Team India
Advertisment