Rohit Sharma abuses Sarfaraz Khan: ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট-এর তৃতীয় দিনে দলের ক্রিকেটার সরফরাজের ওপর চোটপাট করতে দেখা গেল টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে। টম ল্যাথামের কিউই-বাহিনী এই টেস্ট-এ টিম ইন্ডিয়ার সামনে প্রথম ইনিংসে ৩৪০-এরও বেশি রানে এগিয়ে থাকার পর বারবার মেজাজ হারাতে দেখা গেল ভারত অধিনায়ককে।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুক্রবার ম্যাচের তৃতীয় দিনে সেভাবেই রোহিতের ক্ষোভ আছড়ে পড়ল সরফরাজের ওপর। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের দ্বিতীয় দিন, টিম ইন্ডিয়ার লজ্জাজনক স্কোরের পর বোলাররা ম্যাচে ভারতের পরিস্থিতি ভালো করতে সাধ্যমত চেষ্টা করেছিলেন। কিন্তু, শতরানকারী রচিন রবীন্দ্র ও কিউইদের প্রাক্তন অধিনায়ক সাউদির কাছে ভারতীয় বোলারদের অসহায় লেগেছে।
আর এতেই যেন রোহিত শর্মার ক্ষোভ আছড়ে পড়েছিল সতীর্থদের ওপর। সরফরাজের ওপর তাঁর চোটপাটেল ভিডিওটি অবশ্য ম্যাচের দ্বিতীয় দিনের। সেখানে দেখা গিয়েছে রোহিত রেগেমেগে টিম ইন্ডিয়ার চার নম্বর ব্যাটার, সতীর্থ সরফরাজকে কী সব যেন বলছেন। ভঙ্গিমা দেখে মনে হয়েছে যেন চোটপাট করছেন।
সে যাই হোক নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৯১.৩ ওভারে ৪০২ রান করেছে। যার ফলে প্রথম ইনিংসে ৩৫৬ রানের লিড পায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ইনিংসের হিরো রচিন রবীন্দ্র। তিনি ১৫৭ বলে ১৩৪ রান করেছেন। ডেভন কনওয়ে দ্বিতীয় দিন করেছিলেন ৯১ রান।
টম লাথাম আর উইল ইয়ংকে নিয়ে তিনি ৫০ রানেরও বেশি পার্টনারশিপ তৈরি করেন। রবীন্দ্র আর টিম সাউদি মিলে অষ্টম উইকেটে রেকর্ড ১৩৭ রানের পার্টনারশিপ গড়েন। সাউদি করেছেন ৬৫ রান। ভারতের হয়ে কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নিয়েছেন। কুলদীপ ৯৯ রানে তিন আর জাদেজা ৭২ রানে তিন উইকেট নিয়েছেন। মহম্মদ সিরাজ দুই উইকেট নিয়েছেন। বুমরা আর অশ্বিন নিয়েছেন একটি করে উইকেট।