Advertisment

Dinesh Karthik-Virat Kohli: ওঁকে ঘরোয়া ক্রিকেটে পাঠানো হোক! সুযোগ পেয়েই কোহলিকে ছোবল কার্তিকের, তুঙ্গে বিতর্ক

Dinesh Karthik on Kohli's issues: দীর্ঘ ধরে রান পাচ্ছেন না বিরাট কোহলি। কিউইদের বিপক্ষেও শোচনীয় ফর্মে। সমাধান সমেত এবার এগিয়ে এলেন দীনেশ কার্তিক।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Dinesh Karthik on Virat Kohli, দীনেশ কার্তিক, বিরাট কোহলি

Dinesh Karthik on Virat Kohli, দীনেশ কার্তিক এবার বিরাট কোহলির অফফর্ম নিয়ে মুখ খুললেন (টুইটার)

Dinesh Karthik on Virat Kohli's ongoing form against New Zealand: কিছুদিন আগেই অনিল কুম্বলে যে মতামত জানিয়েছিলেন, তাতেই এবার সুর মেলালেন দীনেশ কার্তিক। বলে দিলেন ফর্ম ফিরে পাওয়ার জন্য বিরাট কোহলির উচিত ঘরোয়া ক্রিকেটে ফিরে যাওয়া। ২০২৩-এর মাঝামাঝি কোহলি শেষবার টেস্টে শতরান হাঁকিয়েছিলেন।

Advertisment

তারপর ১২ ইনিংসে হাফসেঞ্চুরির গন্ডি পেরিয়েছেন মাত্র দুবার। ভারতের চার নম্বরে ব্যাট করতে নামা মহাতারকার টেস্টে ব্যাটিং গড় কমে দাঁড়িয়েছে ৪৮-এর কিছু বেশি। নিউজিল্যান্ডের বাঁ হাতি স্পিনার মিচেল স্যান্টনারের স্পিনের সামনে অসহায় লেগেছে কিংবদন্তিকে। এক্সপ্রেস গতিতে ছুটতে তারকা ব্যাটারের ব্যাটিং পরিসংখ্যান বড়সড় ধাক্কা খেয়েছে ২০২০ থেকেই।

গত চার বছরে কোহলি শতরান হাঁকিয়েছেন মাত্র দু-বার। আইপিএলে আরসিবির জার্সিতে কোহলির সতীর্থ দীনেশ কার্তিক বলে দিয়েছেন, স্পিনের বিরুদ্ধে যেভাবে বারবার একই ভঙ্গিমায় আউট হয়ে চলেছেন কোহলি, তা থামানোর উপায় বের করতে হবে কোহলিকেই।

২০২১ থেকে টেস্টে বিরাট কোহলি

ম্যাচ: ৩০

ইনিংস: ৫২

রান: ১৭১৭

গড়: ৩৪.৩৪

স্ট্রাইক রেট: ৪৯.৬৩

সেঞ্চুরি: ২টো

হাফসেঞ্চুরি: ৮টা

ক্রিকবাজ-এ কার্তিক বলে দিয়েছেন, "কোহলির ক্ষেত্রে ব্যাপারটা মোটেই সহজ হচ্ছে না। এই সিরিজটাইমো ওঁর ভালো গেল না। চারটে ইনিংসের মধ্যে তিনটিতেই ও হতাশ করেছে। স্পিনাররা একইভাবে ওঁকে বিব্রত করে চলেছে। কীভাবে আবার স্বমহিমায় প্রত্যাবর্তন ঘটানো যায়, সেই বিষয়ে ও নিজেও ভাবছে। ও এমন একজন যে উত্তর খুঁজে চলেছে। কেউ যখন জিনিয়াস এবং মহারথী তুল্য হয়ে ওঠে, তখন তাঁকে বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়। এখানেই যেমন বড় চ্যালেঞ্জ মুখে পড়েছে ও। ভারত স্পিন সহায়ক পিচে খেলে। এক্ষেত্রে ওঁর সমাধান কী?"

তাহলে কি ঘরোয়া ক্রিকেটে?

কার্তিক বলছেন, কোহলি সম্ভবত ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করবে, নিজের ছন্দ ফেরানোর তাগিদে। ২০১২ সালের পর থেকে কোনও ঘরোয়া ক্রিকেটে না খেলা কোহলি চলতি সপ্তাহেই ৩৬-এ পা দেবেন।

কার্তিক বলছেন, "আমরা সকলেই জানি, ও কী করার সামর্থ্য রাখে। এই সিরিজ তো এরকম যাওয়ার কথা ছিল না ওঁর। ও বহুদিন ভালো খেলতে পারেনি। এই সমস্যা থেকে পালানো সম্ভব নয়। আমরা মধু মিশিয়ে কথা বলতে পারব না। কারণ নিরপেক্ষ দৃষ্টিতে কোনও ক্রিকেটার, তাঁর পারফরম্যান্স বিশ্লেষণ করা আমাদের কর্তব্য। এই মুহূর্তে স্পিনের বিরুদ্ধে গত ২-৩ বছরে কোহলির রেকর্ড মোটেও ভালো নয়।" "ওঁর সম্ভবত ঘরোয়া ক্রিকেটে ফেরা উচিত। বর্তমান ডিআরএস নিয়ম মেনে কীভাবে খেলা সম্ভব, সেটা ওঁকে নির্ধারণ করতে হবে।"

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের চার ইনিংসে কোহলি করেছেন মাত্র ৮৮ রান। এর মধ্যে বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসেই এসেছিল ৭০ রান।

গত ১২ ইনিংসে কোহলির রান:

১৭(৪০) বনাম নিউজিল্যান্ড, পুনে

(৯) বনাম নিউজিল্যান্ড, পুনে

৭০ (১০২) বনাম নিউজিল্যান্ড, বেঙ্গালুরু

০ (৯) বনাম নিউজিল্যান্ড, বেঙ্গালুরু

২৯ (৩৭)* বনাম বাংলাদেশ, কানপুর

৪৭ (৩৫) বনাম বাংলাদেশ, কানপুর

১৭ (৩৭) বনাম বাংলাদেশ, চেন্নাই

(৬) বনাম বাংলাদেশ, চেন্নাই

১২ (১১) বনাম দক্ষিণ আফ্রিকা, কেপটাউন

৪৬ (৫৯) বনাম দক্ষিণ আফ্রিকা, কেপটাউন

৭৬ (৮২) বনাম দক্ষিণ আফ্রিকা, জোহানেসবার্গ

৩৮ (৬৪) বনাম দক্ষিণ আফ্রিকা, জোহানেসবার্গ

READ THE FULL ARTICLE IN ENGLISH

Virat Kohli Dinesh Karthik Indian Cricket Team Team India Team India
Advertisment