Advertisment

Gautam Gambhir slammed: 'তাড়িয়ে দেওয়া হোক অহংকারী গম্ভীরকে!' দেশের মাটিতে কলঙ্কের পরেই প্রকাশ্যে কোচ বদলের আওয়াজ

India lost the home series against New Zealand: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডেতে এসেছিল ব্যর্থতার স্বাদ। এবার ঘরের মাঠে টেস্টে এল পরাজয়ের কাহিনী।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Gautam Gambhir, Rohit Sharma

Gautam Gambhir: প্রশ্নের মুখে গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়ার কোচিং কেরিয়ার (টুইটার)

India vs New Zealand, Gautam Gambhir: টি২০ বিশ্বকাপ শেষের পরেই রাহুল দ্রাবিড়ের জমানা খতম হয়েছিল। জয় শাহ সানন্দে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করেছিলেন। তবে টি২০ বিশ্বকাপ জয়ের কয়েক মাস পেরোতে না পেরোতেই এবার 'গম্ভীর হঠাও' দাবি উঠে গেল!

Advertisment

পুনেতে নিউজিল্যান্ড ঐতিহাসিকভাবে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়া নিশ্চিত করতেই সোশ্যাল মিডিয়ায় মুণ্ডুপাত শুরু হয়ে যায় গম্ভীরের। দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার সিরিজ হার হজম করতে হল মাত্র কয়েক মাসে। শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজে প্ৰথমবার কোচ হিসেবে অভিষেক ঘটেছিল গৌতম গম্ভীরের। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টি২০ দল সিরিজ জিতলেও হোঁচট খেতে হয় ওয়ানডে সিরিজে।

গম্ভীরের নির্দেশে কোহলি-রোহিতদের নিয়ে পুরো শক্তির ভারতীয় দল নেমেছিল দ্বীপরাষ্ট্রে। তবে অখ্যাত অনামি জেফ্রি ভ্যান্ডারসের স্পিন এবং দুনিথ ওয়ালেলেগার অলরাউন্ড পারফরম্যান্স ভারতকে শোচনীয়ভাবে সিরিজ হারের লজ্জা দিয়ে গিয়েছিল। ১৯৯৭-এর পর শ্রীলঙ্কার মাটিতে সেই প্ৰথম ওয়ানডে সিরিজ হারের লজ্জা সইতে হয়েছিল। ঘূর্ণি পিচে ভারতের দুর্বলতা সেই প্রকট হয়েছিল।

তারপর ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি২০, টেস্টে জোড়া সিরিজ জিতলেও নিউজিল্যান্ডের বিপক্ষে মুখ পুড়ল ভারতের। প্ৰথম টেস্টে সিম সহায়ক চ্যালেঞ্জিং কন্ডিশনে ভারতের ব্যাটিং মুখ থুবড়ে পড়েছিল। দ্বিতীয় টেস্টে আবার স্যান্টনার একা হাতে ভারতকে লজ্জার অতলে তলিয়ে দিলেন।

সবমিলিয়ে দায়িত্ব নেওয়ার পর পাঁচটা সিরিজের মধ্যে দুটোতেই হেরে বসলেন গৌতম গম্ভীর। যথারীতি তাঁর রণকৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সীমিত ওভারের ফরম্যাটে নির্দিষ্ট কোনও ব্যাটিং লাইন আপ না রেখে নমনীয় ব্যাটিং অর্ডার গড়ার দিকে জোর দিয়েছেন তিনি।

তাঁর কোচিংয়ে রিঙ্কু সিং, অভিষেক শর্মা, রিয়ান পরাগ, এমনকি অধিনায়ক সূর্যকুমার যাদবকেও হাত ঘোরাতে দেখা গিয়েছে শ্রীলঙ্কা এবং ঘরের মাঠে বাংলাদেশ সিরিজে। দলে বেশি সংখ্যক অলরাউন্ডারের অন্তর্ভুক্তিতে একাধিক টিম কম্বিনেশনের অপশন খোলা রাখতেই এমন স্ট্র্যাটেজি কষেছেন তিনি।

তাঁর আমলেই টেস্টে মাত্র কয়েক সপ্তাহ আগে কানপুরে বিখ্যাত জয় পেয়েছে মাত্র দুদিনে। বাজবলের অনুকরণে ভারতের আগ্রাসী ক্রিকেটকে অনেকেই 'গামবল' বলে দাগিয়ে দিয়েছিলেন। তবে কোচিং পর্বের মধুচন্দ্রিমা পর্ব মেটার আগেই গম্ভীর আপাতত ফায়ারিং লাইনের সামনে।

সামনেই অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাসকার ট্রফি। অজিদের বিরুদ্ধে এই ট্রফি ভারত নিজেদের দখলে রাখতে ব্যর্থ হলে গম্ভীরের ওপর চাপ আরও বাড়বে। তিনি কি এই হতাশার গহ্বর থেকে তুলতে পারবেন টিম ইন্ডিয়াকে, আগামী কয়েক সপ্তাহ তার হদিস দিয়ে যাবে।

Gautam Gambhir New Zealand Indian Cricket Team Indian Team New Zealand Cricket Team India Cricket Team Team-India Team India Team India
Advertisment