Harshit Rana Debut on Mumbai Test: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে টিম ইন্ডিয়ায় ডেকে নেওয়া হল হর্ষিত রানাকে। মুম্বইয়ে শেষ টেস্টেই তিনি সাদা জার্সিতে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক ঘটাতে চলেছেন। এমনটাই বলা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে।
কেকেআরের জার্সিতে সাড়া ফেলে দেওয়া তারকা হর্ষিতকে নিউজিল্যান্ডের সিরিজে টিম ইন্ডিয়ার ট্র্যাভেলিং রিজার্ভ স্কোয়াডে রাখা হয়েছিল। পরবর্তীতে তাঁকে দিল্লির হয়ে রঞ্জিতে তৃতীয় রাউন্ডের ম্যাচের জন্য রিলিজ করে দেওয়া হয়। রঞ্জিতে আসামের বিপক্ষে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। ব্যাট-বল হাতে জ্বলে উঠেছেন উঠতি স্পিডস্টার।
অরুণ জেটলি স্টেডিয়ামে মঙ্গলবারই দিল্লি ১০ উইকেটে বোনাস পয়েন্ট নিয়ে জয় সম্পন্ন করেছে। মঙ্গলবার ম্যাচের পর হর্ষিত বলে দিয়েছিলেন, "অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে টিম ম্যানেজমেন্ট চেয়েছিল আমি যেন ঘরোয়া ক্রিকেটে অংশ নিই। ম্যাচে ব্যাট-বল দুয়েই ভালো পারফর্ম করতে পারায় আমি আনন্দিত।"
প্রাক্তন জাতীয় নির্বাচক এবং বর্তমান দিল্লির কোচ শরণদীপ সিং ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, "ও টেস্ট ক্রিকেটের জন্য তৈরি। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে ও যদি মুম্বই টেস্টে সুযোগ পায়, দারুণ ব্যাপার হবে।"
এক বছর পর লাল বলের ক্রিকেটে অংশ নিয়েছিলেন গত সেপ্টেম্বরেই আয়োজিত হওয়া দলীপ ট্রফিতে। এরপরে দুই ম্যাচে ৮ উইকেট দখল করেন তিনি। পরবর্তীতে রানাকে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ স্কোয়াডে রাখা হয়। যদিও ভারত বাংলাদেশকে ৩-০ উড়িয়ে দেওয়া সিরিজে অভিষেকের সুযোগ পাননি তারকা।
পুনেতে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার একদিন আগে হর্ষিত রানাকে আসন্ন বর্ডার গাভাসকার ট্রফিতে অন্তর্ভুক্ত করার ঘোষণা করে বিসিসিআই। জসপ্রীত বুমরার নেতৃত্বে হর্ষিত রানা ছয় সদস্যের পেস বোলিং বিভাগের অংশ।
READ THE FULL ARTICLE IN ENGLISH