Advertisment

Harshit Rana to debut in Mumbai Test: গম্ভীরের টিম ইন্ডিয়া কোচিংয়ে 'লাভবান' KKR! স্বার্থ সংঘাতের বেনজির অভিযোগে বিদ্ধ মহাতারকা

KKR IPL Retentions 2025: হর্ষিত রানাকে ঘিরে গম্ভীরের ভুমিকা এবার প্রশ্নের মুখে। মুম্বই টেস্টে তারকার অভিষেকের আগেই বিতর্কে জড়িয়ে গেল কেকেআরের নাম।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Gautam Gambhir, Team India coach

Team India coach Gautam Gambhir: কেকেআরের মেন্টর পদ ছেড়ে জাতীয় দলের হেড কোচ হয়েছেন গৌতম গম্ভীর (টুইটার)

Gautam Gambhir, IPL Retentions KKR, Harshit Rana test debut: গৌতম গম্ভীর কি টিম ইন্ডিয়ায় কেকেআরের সিক্রেট এজেন্ট! হালকা ছলে বলা এই কথাই আপাতত সোশ্যাল মিডিয়ায় বেশ জোরালোভাবে আলোচনায় উঠে এসেছে সাম্প্রতিক কিছু ঘটনায়।

Advertisment

কী ঘটনা?

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্ৰতিবেদনে বলা হয়েছে, মুম্বই টেস্টেই নাকি অভিষেক ঘটিয়ে দেওয়া হবে হর্ষিত রানাকে। প্ৰথম দুই টেস্টে হারের পর ভারত আপাতত হোয়াইটওয়াশ বাঁচানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে। আর সেই টেস্টেই হর্ষিত রানার অন্তর্ভুক্তি প্রায় পাকা। ঘটনা হল, হর্ষিত রানা এর আগে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে টিম ইন্ডিয়া স্কোয়াডে থাকলেও অভিষেক ঘটানোর সুযোগ পাননি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ট্র্যাভেলিং স্কোয়াডে থাকলেও হর্ষিতকে পরবর্তীতে রঞ্জিতে খেলতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আসামের বিরুদ্ধে দিল্লির হয়ে প্রভাব ফেলার মত পারফর্মও করে এসেছেন ২২ বছরের স্পিডস্টার।

তবে হর্ষিত রানাকে নিয়ে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে গম্ভীরের ভূমিকা হঠাৎ আতসকাঁচের তলায়। কীভাবে? হর্ষিত রানাকে যদি বাংলাদেশের কিংবা চলতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম দুই টেস্টের একটিতে প্ৰথম একাদশে খেলানোর সুযোগ দেওয়া হত তাহলে তিনি আইপিএল রিটেনশনে ক্যাপড প্লেয়ারের তালিকাভুক্ত হতেন।

আইপিএলের নিয়ম বলছে, ক্যাপড প্লেয়ারদের তিনটে ক্যাটাগরিতে রিটেনশনের মূল্য যথাক্রমে ১৮ কোটি (স্লট ১ এবং ৪) এবং ১৪ কোটি (স্লট ২ এবং ৫) এবং ১১ কোটি (স্লট ৩)। আনক্যাপড প্লেয়ারদের রিটেনশনের মূল্য মাত্র ৪ কোটি। অর্থাৎ যেদিন হর্ষিত রানা ভারতের জার্সিতে অভিষেক ঘটিয়ে ক্যাপড প্লেয়ার হয়ে যাবেন, ঠিক ২৪ ঘন্টা আগেই শেষ হচ্ছে রিটেনশনের ডেডলাইন, যেখানে কেকেআরের অনক্যাপড প্লেয়ার হিসাবে হর্ষিতকে ধরে রাখার সুযোগ পাচ্ছে।

অর্থাৎ হর্ষিত রানাকে কেকেআর রিটেন করলে নূন্যতম ৭ কোটি টাকা বাঁচানোর সুযোগ পেয়ে গেল কেকেআর। যাতে নিলামে বেশি অর্থ নিয়ে নামতে পারবে শাহরুখের দল। সমর্থকরা হর্ষিতের এই অভিষেকের সময় নিয়েই প্রশ্ন তুলেছেন। বলছেন কেকেআরের এই সুবিধা পাওয়ায় গম্ভীরের 'ইচ্ছাকৃত' হাত নেই তো! এতেই উঠে আসছে স্বার্থ সংঘাতের প্রসঙ্গ।

এমনিতে জাতীয় দলের কোচিং স্টাফে কেকেআরের প্রাক্তন সাপোর্ট স্টাফদের ভিড় বিশেষ লক্ষণীয়। গম্ভীর নিজের উদ্যোগে বোলিং কোচ করেছেন মর্নি মর্কেলকে। ব্যাটিং এবং ফিল্ডিং কোচ হয়েছেন যথাক্রমে অভিষেক নায়ার এবং রায়ান টেন দুশখাতে।

দিল্লির বর্তমান কোচ শরণদীপ সিং জাতীয় দলের প্রাক্তন নির্বাচক ছিলেন। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, "অস্ট্রেলিয়া যাওয়ার আগে হর্ষিত যদি মুম্বই টেস্টে সুযোগ পায়, দারুণ ব্যাপার হবে।" আসন্ন বর্ডার গাভাসকার ট্রফিতে শার্দূল ঠাকুর নন, বরং রাখা হয়েছে হর্ষিত রানাকে। ব্যাটে-বলে সমান স্বচ্ছন্দ হর্ষিতকে হেভিওয়েট অস্ট্রেলিয়া সিরিজের আগে পরখ করে নেওয়ার জন্যই নাকি মুম্বই টেস্টে খেলানোর সিদ্ধান্ত। সত্যিই কী তাই?

Gautam Gambhir KKR Kolkata Knight Riders IPL ipl auction Team India Harshit Rana Team India
Advertisment