Gautam Gambhir, IPL Retentions KKR, Harshit Rana test debut: গৌতম গম্ভীর কি টিম ইন্ডিয়ায় কেকেআরের সিক্রেট এজেন্ট! হালকা ছলে বলা এই কথাই আপাতত সোশ্যাল মিডিয়ায় বেশ জোরালোভাবে আলোচনায় উঠে এসেছে সাম্প্রতিক কিছু ঘটনায়।
কী ঘটনা?
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্ৰতিবেদনে বলা হয়েছে, মুম্বই টেস্টেই নাকি অভিষেক ঘটিয়ে দেওয়া হবে হর্ষিত রানাকে। প্ৰথম দুই টেস্টে হারের পর ভারত আপাতত হোয়াইটওয়াশ বাঁচানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে। আর সেই টেস্টেই হর্ষিত রানার অন্তর্ভুক্তি প্রায় পাকা। ঘটনা হল, হর্ষিত রানা এর আগে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে টিম ইন্ডিয়া স্কোয়াডে থাকলেও অভিষেক ঘটানোর সুযোগ পাননি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ট্র্যাভেলিং স্কোয়াডে থাকলেও হর্ষিতকে পরবর্তীতে রঞ্জিতে খেলতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আসামের বিরুদ্ধে দিল্লির হয়ে প্রভাব ফেলার মত পারফর্মও করে এসেছেন ২২ বছরের স্পিডস্টার।
তবে হর্ষিত রানাকে নিয়ে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে গম্ভীরের ভূমিকা হঠাৎ আতসকাঁচের তলায়। কীভাবে? হর্ষিত রানাকে যদি বাংলাদেশের কিংবা চলতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম দুই টেস্টের একটিতে প্ৰথম একাদশে খেলানোর সুযোগ দেওয়া হত তাহলে তিনি আইপিএল রিটেনশনে ক্যাপড প্লেয়ারের তালিকাভুক্ত হতেন।
আইপিএলের নিয়ম বলছে, ক্যাপড প্লেয়ারদের তিনটে ক্যাটাগরিতে রিটেনশনের মূল্য যথাক্রমে ১৮ কোটি (স্লট ১ এবং ৪) এবং ১৪ কোটি (স্লট ২ এবং ৫) এবং ১১ কোটি (স্লট ৩)। আনক্যাপড প্লেয়ারদের রিটেনশনের মূল্য মাত্র ৪ কোটি। অর্থাৎ যেদিন হর্ষিত রানা ভারতের জার্সিতে অভিষেক ঘটিয়ে ক্যাপড প্লেয়ার হয়ে যাবেন, ঠিক ২৪ ঘন্টা আগেই শেষ হচ্ছে রিটেনশনের ডেডলাইন, যেখানে কেকেআরের অনক্যাপড প্লেয়ার হিসাবে হর্ষিতকে ধরে রাখার সুযোগ পাচ্ছে।
BCCI made a person coach of India whose 1st priority was never India but KKR and it apparently looks like case of "Conflict of Intetest".
— Rajiv (@Rajiv1841) October 29, 2024
For Gautam Gambhir, it is always KKR which is above India. Harshit Rana didn't get his debut in T20I series vs bangladesh but Mayank got who… pic.twitter.com/g0PaNeH8Zd
Harshit getting India cap one day after getting retained as an uncapped player by KKR. No virus can touch him this time. https://t.co/Mfb3lHomPV
— ∆ 🏏 (@CaughtAtGully) October 29, 2024
Gambhir Chankya Neeti 🫡
— Dinda Academy (@academy_dinda) October 29, 2024
Harshit Rana to debut for India on 1st November.
Last Day for IPL retentions is 31st October pic.twitter.com/bg9aWNIcsV
অর্থাৎ হর্ষিত রানাকে কেকেআর রিটেন করলে নূন্যতম ৭ কোটি টাকা বাঁচানোর সুযোগ পেয়ে গেল কেকেআর। যাতে নিলামে বেশি অর্থ নিয়ে নামতে পারবে শাহরুখের দল। সমর্থকরা হর্ষিতের এই অভিষেকের সময় নিয়েই প্রশ্ন তুলেছেন। বলছেন কেকেআরের এই সুবিধা পাওয়ায় গম্ভীরের 'ইচ্ছাকৃত' হাত নেই তো! এতেই উঠে আসছে স্বার্থ সংঘাতের প্রসঙ্গ।
Gambhir after giving a test debut to Harshit 1 day after retentions to ensure he can be retained as an uncapped player pic.twitter.com/ppfnkOsWl9
— Manya (@CSKian716) October 29, 2024
এমনিতে জাতীয় দলের কোচিং স্টাফে কেকেআরের প্রাক্তন সাপোর্ট স্টাফদের ভিড় বিশেষ লক্ষণীয়। গম্ভীর নিজের উদ্যোগে বোলিং কোচ করেছেন মর্নি মর্কেলকে। ব্যাটিং এবং ফিল্ডিং কোচ হয়েছেন যথাক্রমে অভিষেক নায়ার এবং রায়ান টেন দুশখাতে।
people were giving gyaan here that he actually had “viral infection” before the 3rd t20i vs bangbros. Welcome to gg era lads https://t.co/jvpnOlOed8
— shau (@60Lords) October 29, 2024
The whole Harshit Rana situation is alarming simply because even a national coach places IPL team interest above what is right for the team. BCCI is Board of Control of Conflicts of Interest but we are just pushing the limits of how far it can go.
— Srinivas R (@srini_r_twit) October 29, 2024
দিল্লির বর্তমান কোচ শরণদীপ সিং জাতীয় দলের প্রাক্তন নির্বাচক ছিলেন। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, "অস্ট্রেলিয়া যাওয়ার আগে হর্ষিত যদি মুম্বই টেস্টে সুযোগ পায়, দারুণ ব্যাপার হবে।" আসন্ন বর্ডার গাভাসকার ট্রফিতে শার্দূল ঠাকুর নন, বরং রাখা হয়েছে হর্ষিত রানাকে। ব্যাটে-বলে সমান স্বচ্ছন্দ হর্ষিতকে হেভিওয়েট অস্ট্রেলিয়া সিরিজের আগে পরখ করে নেওয়ার জন্যই নাকি মুম্বই টেস্টে খেলানোর সিদ্ধান্ত। সত্যিই কী তাই?