Team India mandatory practice ahead of Mumbai Test: ঘরের মাঠে ১২ বছর অপরাজেয় থাকার কীর্তি চুরমার হয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরেই টিম ইন্ডিয়ার সমস্ত ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হল, তৃতীয় টেস্টের আগে 'কোনও অপশনাল ট্রেনিং' থাকছে না। অর্থাৎ, মুম্বইয়ে বাধ্যতামূলকভাবে সকলকে হাজির থাকতে হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের ১ থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টের আগে দুটো প্র্যাকটিস সেশনে সমস্ত ক্রিকেটারদের হাজির থাকতেই হবে। এক সূত্র এই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "টিম ম্যানেজমেন্টের তরফে সমস্ত ক্রিকেটারদের বলা হয়েছে, অক্টোবর ৩০ এবং ৩১-এ দুটো অনুশীলনে হাজির থাকতে হবে। এটা বাধ্যতামূলক। এবং কেউ গড়হাজির থাকতে পারবেন না।"
সাম্প্রতিক অতীতেও ভারত কোনও টেস্টের আগে অপশনাল ট্রেনিং রাখত। যাতে পরিবারের সঙ্গে কাটিয়ে ক্রিকেটাররা ফ্রেশ হয়ে মাঠে নামতে পারেন। তবে কিউইদের বিপক্ষে সিরিজ হার মোটেই সহজভাবে নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট, এতেই প্রমাণিত। সাধারণত, সিমার এবং শীর্ষ পর্যায়ের ক্রিকেটাররা ম্যাচের দু/একদিন আগে একদম হালকা অনুশীলন করেন। অথবা অনুশীলন পর্বই এড়িয়ে চলেন।
বিশেষ করে ভারতীয় ক্রিকেটে ওয়ার্কলোড থিওরি আমদানি হওয়ার পর এই ঘটনা আকছারই ঘটে। ম্যাচ খেলার পর ক্রিকেটাররা যাতে ভালোভাবে রিকভারি করতে পারেন, সেদিকে নজর রেখেই এমন সিদ্ধান্ত। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-২'এ পিছিয়ে থাকার পর ভারতের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো নিয়ে সংশয়ের বাতাবরণ তৈরি হয়েছে। কোনওভাবেই চলতি সিরিজ ০-২ ব্যবধানে হার হজম করার মত অবস্থায় নেই টিম ইন্ডিয়া।
এরপরেই আবার অস্ট্রেলিয়ায় গিয়ে পাঁচ টেস্টের বর্ডার গাভাসকার ট্রফি খেলতে হবে। কিউই সিরিজ ৫ তারিখ সমাপ্ত হওয়ার পর ভারত ১০ নভেম্বর সোজা রওনা দেবে অস্ট্রেলিয়ায়। ম্যাচ হারার পর পুনে থেকেই কয়েক ঘন্টার মধ্যে গাড়িতে রোহিত-বিরাটরা মুম্বই পৌঁছেছেন পরিবারের সঙ্গে থাকার জন্য।
জাতীয় দলের বাকিরা এবং সাপোর্ট স্টাফরা ২৭ তারিখ মুম্বই পৌঁছবেন। টেস্ট হারের পর আপাতত দুদিনের ছুটি দেওয়া হচ্ছে সকলকে। তারপরেই বাধ্যতামূলক অনুশীলন পর্ব চালু হবে মুম্বইয়ে।
READ THE FULL ARTICLE IN ENGLISH