Ahmed Shehzad mocks Team India after series loss: ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের সাক্ষী থেকেছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে প্ৰথম দুই টেস্টেই ভারত হেরেছে শোচনীয়ভাবে। অন্যদিকে আবার পাকিস্তান দল স্বমহিমায় প্রত্যাবর্তন করেছে স্পিন কৌশলকে কাজে লাগিয়ে।
প্ৰথম টেস্ট হারের পর পাকিস্তান ইংল্যান্ডকে নাস্তানাবুদ করেছে সাজিদ খান, নোমান আলির স্পিনে। ২-১ এ সিরিজ জিতে অবশেষে ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে। এমন অবস্থায় ভারতীয় দলকে সরাসরি 'কাগুজে বাঘ' বলে ব্যঙ্গ করে বসলেন পাকিস্তানের আহমেদ শেহজাদ।
ভারতের টেস্ট সিরিজ হারকে চরম অপমানে ভাসিয়ে দিয়ে শেহজাদ বলে দিয়েছেন, নিউজিল্যান্ড শিশুদের মত হারিয়েছে ভারতকে। ভারত হল কাগজের বাঘের মত যাঁরা নিজেদের ঘরের মাঠেই চূর্ণ হয়ে গিয়েছে। নিজের ইউটিউব চ্যানেলে শেহজাদ মজা করে বলছেন, নিউজিল্যান্ড এমনভাবে ভারতে এসে রোহিতদের হারিয়েছে যেন সেটা তাঁদের জন্মগত অধিকার। মনে হচ্ছিল ওঁরা মজা করতে করতে খেলছে ভারতের সঙ্গে।
"ভারত যখন ৪৬ রানে অলআউট হয়ে গিয়েছিল, সেই সময় রোহিত শর্মা বলেছিলেন, প্রত্যেকের খারাপ দিন থাকে। আমরাও এই যুক্তিতে একমত। একদমই ঠিক। কিন্তু দ্বিতীয় টেস্টেও ওঁরা যেভাবে খেলল মনে হচ্ছিল ওঁরা আত্মতুষ্ট হয়ে পড়েছে। রোহিত বলছেন, অপ্রয়োজনীয় কথাবার্তায় ও বিশ্বাস করে না। কিন্তু দুটো টেস্টেই সেই স্পিরিট অদৃশ্য ছিল। দুটো ম্যাচ এমনভাবে ওঁরা খেলল মনে হচ্ছিল স্কুলের বাচ্চারা খেলতে নেমেছে।"
নিউজিল্যান্ড ভারতে এসে এমনভাবে খেলল মনে হচ্ছিল জেতাটা ওঁদের জন্মগত অধিকার। বাচ্চাদের মত ভারতকে হারিয়ে চলে গেল ওঁরা। ওঁরা ভারতকে নিয়ে স্রেফ মজা করে গেল। কাগজ কা শের/ ঔর ঘর মে ধের।" এমনভাবেই মন্তব্য করেছেন আহমেদ শেহজাদ।
রের মাঠে ভারত টানা ১৮টা টেস্ট সিরিজ জিতেছিল। শেষবার ২০১২-য় ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল। তারপর একদশকের বেশি সময় ধরে ভারত নিজেদের ডেরায় অপরাজেয় তকমা ধরে রেখেছিল। তবে এবার সব ওলট পালট হয়ে গেল। প্ৰথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৫৯ রানের পাল্টা ভারত মাত্র ১৫৬ রানে গুটিয়ে গিয়েছিল।
দ্বিতীয় ইনিংসে কিউইরা ২৫৫ করার পর ভারত ২৪৫ রানেই খতম হয়ে যায়। ১১৩ রানে দ্বিতীয় টেস্ট জয়ে কিউইদের নায়ক মিচেল স্যান্টনার। যিনি দুই ইনিংস মিলিয়ে ১৩ উইকেট শিকার করলেন।