IND vs NZ 3rd test day 1: টসে জিতে ঘর্মাক্ত মুম্বইয়ে সারাদিন কঠোর পরিশ্রম করল ভারত। নিউজিল্যান্ডকে আয়ত্তের মধ্যে আটকে রাখলেন ওয়াশিংটন সুন্দর, জাদেজারা। থার্ড সেশনে ভাবা হচ্ছিল ভারত এগিয়ে থেকেই প্ৰথম দিন শেষ করবে। তারপর শেষ ১০ মিনিটে যা ঘটল, তাকে শাস্ত্রী এদিন 'হারাকিরি' বলে দিলেন। সেটা ছাড়া আর কী বা বলা যায়!
১৭.২: যশস্বী জয়সওয়াল ৩০ (৫২) বোল্ড আজাজ প্যাটেল, ভারত ৭৮/২: আরও একবার ক্রিজে টিকে গেলেন। ঠিক যখন মনে হচ্ছিল যশস্বীর বড় রান পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। সেই সময়েই রিভার্স সুইপ হাঁকাতে গেলেন আজাজ প্যাটেলকে। কিউই স্পিনার লেগ স্ট্যাম্পের বাইরে বল পিচ করেছিলেন।
প্রথাগত সুইপ শটই হয়ত সঠিক নির্বাচন হত। তবে আগাম শট নির্বাচন করে ফেলায় যশস্বী রিভার্স সুইপই হাঁকাতে গেলেন। নিচু হয়ে বল সোজাসুজি স্ট্যাম্প নাড়িয়ে দিতে ভুল করেনি।
১৭.৩: মহম্মদ সিরাজ ০ (১) লেগ বিফোর আজাজ প্যাটেল, ভারত ৭৮/৩: অদ্ভুতভাবে মহম্মদ সিরাজকে নাইট ওয়াচম্যান হিসেবে নামানো হয়েছিল। নাইট ওয়াচম্যানের প্রাথমিক দায়িত্ব লাস্ট সেশনের পড়তি আলোয় বাকি ব্যাটারদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে কিছু সময় অতিবাহিত করা। এবং অবশ্যই উইকেট পতন রোধ করা।
তবে মহম্মদ সিরাজের মত কাউকে যে কেন শেষ ১০ মিনিটের জন্য ক্রিজে পাঠানো হল, তা যুক্তি বুদ্ধির বাইরে। তার থেকেও বড় বিষয় উইকেটের সামনে প্লাম্ব এলবিডব্লিউ হয়েও ভারতের একটি রিভিউ নষ্ট করলেন।
১৮.৩: বিরাট কোহলি ৪ (৬) রান আউট ম্যাট হেনরি, ভারত ৮৪/৪: সবথেকে বড় ব্রেন ফেড মুহূর্ত হাজির হল একদম শেষ মুহূর্তে। পুনেতে ঋষভ পন্থের সঙ্গে এক টেস্ট আগেই ভুল বোঝাবুঝিতে একটা রান আউটে যুক্ত থেকেছেন। পন্থ এবং বিরাট দুজনেই দ্রুত সিঙ্গলস নিতে গিয়ে ভারতের বিপদ ডেকে এনেছিলেন।
শুক্রবার অবশ্য নিজেই নিজের উইকেট খুঁইয়ে এলেন। স্যান্টনারের বল মিড অনে ট্যাপ করে রান নিতে গিয়েই।আউট। ঝাঁপানোতেও প্রচেষ্টার অভাব ছিল যথেষ্ট। শেষ ১০ মিনিটে সারাদিনের পরিশ্রম একদম বৃথা হয়ে গেল। ভারত অবিশ্বাস্যভাবে ব্যাকফুটে চলে গেল মাত্র ১০ মিনিট এবং ২ ওভারের মধ্যে।