India vs New Zealand, 1st Test Day 5: রূপকথার আশায় ছিল টিম ইন্ডিয়া। পুঁজি মাত্র ১০৭ রানের। হয় বৃষ্টি, নাহয় অলৌকিক কোনও ম্যাজিকের ভরসায় ছিল টিম ইন্ডিয়া। পঞ্চম দিনের শুরুটা ভেস্তে গিয়েছিল। বিলম্ব হয়েছিল মাঠে নামতে।
তবে খেলা শুরু হতেই কিউইরা ১০৭ রান তুলে দেয়, ২৭.২ ওভারে। জসপ্রীত বুমরা ওপেনিং স্পেলেই জোড়া উইকেট তুলে নেন। দিনের প্ৰথম দুই দলের মধ্যেই টম ল্যথামের পর ডেভন কনওয়েকে যখন তিনি ফেরান, সেই সময় নিউজিল্যান্ডের স্কোর ছিল মাত্র ৩৫।
অঘটনের আশায় যখন বেঙ্গালুরু নড়েচড়ে বসেছিল। তবে অলৌকিক ঘটনা আর ঘটেনি। তৃতীয় উইকেটে উইল ইয়ং (৪৮) এবং রচিন রবীন্দ্র (৩৯) মিলে ৭৫ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ গড়ে দলকে জয়ের রাস্তায় নিয়ে যায়।
এই জয়ের সঙ্গে নিউজিল্যান্ড ভারতের মাটিতে ৩৬ বছরের হারের খরা কাটাল। ভারতের মাটিতে রোহিতদের সর্বনিম্ন স্কোর প্ৰথম ইনিংসে মাত্র ৪৬ রানে গুটিয়ে দেওয়ার পর নিউজিল্যান্ড ৪০২ তুলে দিয়েছিল রচিন রবীন্দ্রের দুর্ধর্ষ শতরানে ভর করে।
দ্বিতীয় ইনিংসে ভারত শক্ত প্রতিদ্বন্দিতা ছুড়ে দিয়েছিল সরফরাজ খানের ১৫০ এবং কোহলি (৭৫), পন্থের (৯৯) জোড়া হাফসেঞ্চুরিতে। সরফরাজ-পন্থের ব্যাটে ভর করে ভারত নিউজিল্যান্ডের স্কোরের সঙ্গে সমতাও ফিরিয়ে এনেছিল। তবে দেড়শো করে সরফরাজ আউট হওয়ার পর থেকেই বিপত্তি।
দ্বিতীয় নতুন বল কিউই বোলারদের হাতে পড়তেই ভারতের ব্যাটিংয়ে ধস নেমে যায়। সরফরাজের পর ৯৯ রানে ও রৌরকির বলে প্লেড অন হয়ে ফিরতে হয় পন্থকে। যেখানে ভারত নূন্যতম ২৫০ রানের টার্গেট খাড়া করার প্ল্যান করেছিল সেখানে ভারত আপাতত দিন শেষ করেছে মাত্র ১০৬ রানের লিড নিয়ে। আর্দ্র পরিবেশে ভারত শেষ ৭ উইকেট হারায় মাত্র ৫৪ রানে।
১০৭ রানের টার্গেট চেজ করতে নেমে কিউইরা বুমরার স্পেলে কিছুটা ধসে গেলেও রচিন রবীন্দ্র এবং উইল ইয়ংয়ের ব্যাটে জয়ে পৌঁছতে খুব বেশি বেগ পেতে হয়নি। নিউজিল্যান্ড শেষবার ভারতকে হারিয়েছিল ১৯৮৮-এ, ওয়াংখেড়ে স্টেডিয়ামে, ১৩৬ রানের ব্যবধানে।
সেই জয়ের পর কিউইরা ভারতের মাটিতে ১০ টা টেস্ট হারের পাশাপাশি ৯টা টেস্ট ড্র করেছিল। জয় এল এবারই। যদিও ভারত থেকে কখনই সিরিজ জেতার নজির নেই ব্ল্যাক ক্যাপস বাহিনীর। ১৯৬৯-এ নিউজিল্যান্ড প্ৰথমবার ভারতের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছিল। সেবার কিউইরা হারিয়েছিল মনসুর আলি খান পতৌদির দলকে। সবমিলিয়ে ভারতের মাটিতে নিউজিল্যান্ড ৩৭ টেস্টে ১৭টি ম্যাচেই হেরেছে। জয় এসেছে মাত্র তিন টেস্টে। বাকি ১৭ টেস্টই ড্র করেছে তাঁরা।
এদিকে ভারতের এই হার ২০১২-এর পর সপ্তম। ২০১২/১৩ সিজনে শেষবার ভারত ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল ইংল্যান্ডের বিপক্ষে। সেই ইন্ডিয়া ছিল এমএস ধোনির নেতৃত্বাধীন। ভারত শেষবার ঘরের মাঠে হেরেছিল এ বছরের শুরুতে। সেই ইংল্যান্ডের বিপক্ষেই। ২০১২ থেকে সদ্য শেষ হওয়া টেস্টের মধ্যবর্তী সময় সীমার মধ্যে ভারতের মাটিতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বাদে কোনও দল টেস্ট জিততে পারেনি।
এই হারের পর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত শীর্ষস্থান ধরে রাখলেও পয়েন্টেএ ব্যবধান কমে এল। ৭৪.২৪ থেকে নেমে দাঁড়াল ৬৮.০৫-এ। ফাইনালের আগে ভারত এখনও সাতটা টেস্ট খেলবে। চলতি সিরিজের দুটো ম্যাচ বাদে বর্ডার গাভাসকার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত খেলবে পাঁচ টেস্ট।
IND vs NZ Test series schedule
দ্বিতীয় টেস্ট: পুনে, অক্টোবর ২৪-২৮
তৃতীয় টেস্ট: মুম্বই নভেম্বর ১-৫
READ THE FULL ARTICLE IN ENGLISH