আগামিকাল অস্ট্রেলিয়ার সফর শেষ হচ্ছে টিম ইন্ডিয়ার। বিরাট কোহলিদের পরবর্তী ডেস্টিনেশন নিউজিল্যান্ড। কিউয়িদের বিরুদ্ধে পাঁচটি ওয়ান-ডে ও তিনটি টি-২০ খেলবেন ধােনি-বিরাটরা। ভারতের বিরুদ্ধে প্রথম তিন ওয়ান-ডে ম্য়াচের সম্ভাব্য় ১৫ সদস্যের দল ঘোষণা করল নিউজিল্যান্ড।
২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখেই নিউজিল্যান্ড ঝালিয়ে নিতে চায় মিচেল স্যান্টনারকে। প্রায় এক বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন তিনি। আগামী সপ্তাহে কালো জার্সিতে মাঠে নামতে চলেছেন তিনি। বাঁ-হাতি এই অলরাউন্ডার ২০১৮-র মার্চে হাঁটুতে চোট পেয়েছিলেন। এর ফলে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। খেলা হয়নি আইপিএল-এর দ্বাদশ সংস্করণও। ঘরোয়া ক্রিকেটে খেলার পাশাপাশি সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধেও একটি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। স্যান্টনার ছাড়াও টম ল্যাথাম ও কলিন ডে গ্রান্ডহোম ওয়ান-ডে দলে ফিরেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচে কেন উইলিয়ামসনকে বিশ্রাম দিয়েছিল নিউজিল্যান্ড। ফের একবার তাঁর নেতৃত্বেই খেলবে কিউয়িরা।
আগামী ২৩ জানুয়ারি নেপিয়ারের ম্যাকলিন পার্কে প্রথম ওয়ান-ডে খেলবে কোহলি-উইলিয়ামসনরা। এর পরের চারটি ওয়ান-ডে ম্যাচ হবে ২৬, ২৮ ও ৩১ জানুয়ারি। সিরিজের শেষ ওয়ান-ডে ৩ ফেব্রুয়ারি। ৬ ফেব্রুয়ারি প্রথম টি-২০ ওয়েলিংটনে। শেষ টি-২০ ১০ ফেব্রুয়ারি হ্যামিলটনে। পাঁচ বছর পর আবার নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ভারত। ২০১৪ সালে ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া দু’টি টেস্ট ও পাঁচটি ওয়ান-ডে খেলেছিল সেবার।
নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, কলিন ডে গ্রান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম (উইকেটকিপার), কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধী, টিম সাউদি ও রস টেলর।