Advertisment

IND vs NZ: দ্বিতীয় টেস্টের আগেই সুসংবাদ বুমরাদের, সেরার সেরা তারকাই নেই কিউইদের

New Zealand's Kane Williamson ruled out of second India Test: ভারতকে প্ৰথম টেস্টে মাত্র ৪৬ রানে প্ৰথম ইনিংসে অলআউট করে দিয়েছিল কিউই পেসাররা।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs New Zealand

IND vs NZ: দ্বিতীয় টেস্টেও নেই কেন উইলিয়ামসন (ব্ল্যাক ক্যাপস টুইটার)

Bangladesh vs South Africa 1st Test: বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা পুনেতে দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না কিউইদের প্রাক্তন নেতা কেন উইলিয়ামসন। কুঁচকিতে চোট এখনও সারিয়ে উঠতে পারেননি তিনি। এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট সংস্থা।

Advertisment

গত রবিবারই কেন উইলিয়ামসনকে ছাড়া ব্ল্যাক ক্যাপসরা ৩৬ বছর পর ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিটিজ জয়লাভ করেছে। শ্রীলঙ্কা সিরিজে চোট পাওয়ার পর দেশে ফিরে গিয়েছিলেন তিনি। তারপরে এখনও ভারতে দলের সঙ্গে যোগ দেননি তারকা।

বেঙ্গালুরুতে ভারতকে চমক দিয়ে কিউইরা সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। কিউই ক্রিয়েট বোর্ডের তরফে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, "আসন্ন কয়েকদিনে ও অনেকটাই সেরে উঠবে, এমনটাই আশা করছি। তৃতীয় টেস্টে যাতে ওঁকে পাওয়া যায়, সেই চেষ্টা আমরা করব। ফিট হয়ে ওঠার জন্য ওঁকে পর্যাপ্ত সময় দেওয়া হবে। তবে সতর্ক থাকতে হবে ভবিষ্যতের জন্য।"

তৃতীয় এবং শেষ টেস্ট শুরু হবে ১ নভেম্বর থেকে, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্ল্যান্ডেল (উইকেটরক্ষক), মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, উইল ও’রকে, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি , টিম সাউদি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং

READ THE FULL ARTICLE IN ENGLISH

Test cricket New Zealand Kane Williamson New Zealand Cricket Team Team India Team India
Advertisment