Advertisment

শুক্রবারই নতুন ভারত নামছে কিউয়ি সিরিজে! কোথায়, কখন, কোন চ্যানেলে হবে হাড্ডাহাড্ডি ম্যাচ

একঝাঁক সিনিয়র তারকাকে বাইরে রেখে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

New Zealand vs India, T20I, ODI series: ভারত বনাম নিউজিল্যান্ড। টি২০ বিশ্বকাপের হারের ধাক্কা সামলে দুই দলই বিশ্বকাপের পর প্ৰথম সিরিজে নামছে। ওয়ানডে বিশ্বকাপ এক বছরও বাকি নেই। সেই দিকে ফোকাস করেই দুই দল একে অন্যের মুখোমুখি হচ্ছে। উপমহাদেশের উইকেটে দুই দলই নিজেদের কম্বিনেশন সেট করার পর্ব শুরু হয়ে যাবে এই দ্বিপাক্ষিক সিরিজের মাধ্যমে।

Advertisment

ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে এবং টি২০ সিরিজের যাবতীয় তথ্য জেনে নিন-

ভারত বনাম নিউজিল্যান্ড টি২০ সিরিজের সূচি:

প্ৰথম টি২০ শুরু হচ্ছে আগামী শুক্রবার, ১৮ নভেম্বর। ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে।

দ্বিতীয় টি২০ হবে রবিবার (নভেম্বর ২০), মাউন্ট মাউনগানুইয়ের বে ওভাল স্টেডিয়ামে।

তৃতীয় টি২০ রবিবার (নভেম্বর ২২), নেপিয়ারেট ম্যাকলিয়ন পার্কে।

আরও পড়ুন: ফিঞ্চ-রাহানে থেকে মাভি, ১৫ তারকা বাতিল KKR-এ! কারা রইলেন, কারা গেলেন, দেখুন তালিকা

ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের সূচি:

প্ৰথম ওয়ানডে শুক্রবার অকল্যান্ডের ইডেন পার্কে, নভেম্বরের ২৫ তারিখ।

দ্বিতীয় ওয়ানডে খেলা হবে রবিবার (২৭ নভেম্বর) হ্যামিল্টনের সেডান পার্কে।

তৃতীয় ওয়ানডেতে দুই দল মুখোমুখি হবে নভেম্বরের ৩০ তারিখ ক্রাইস্টচার্চের হেগলে ওভালে। সমস্ত ম্যাচই ভারতীয় সময় অনুযায়ী সকাল ৭টায় শুরু হবে। টস হবে ভারতীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ছয়টায়।

IND vs NZ T20I series Live streaming details

ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে, টি২০ সিরিজ কোথায় দেখা যাবে?

ভারত বনাম নিউজিল্যান্ড টি২০ এবং ওয়ানডে লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে আমাজন প্রাইমে। টিভিতে সরাসরি ম্যাচ দেখা যাবে না।

আরও পড়ুন: বিশ্বকাপজয়ী ইংল্যান্ড তারকাকে পাবে না KKR! নিলামের আগেই বড়সড় দুঃসংবাদ দিল নাইটরা

ভারতের ওয়ানডে সিরিজে স্কোয়াড:

শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, শুভমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, শাহবাজ আহমেদ, জুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, দীপক চাহার, কুলদীপ সেন, উমরান মালিক

ভারতের টি২০ স্কোয়াড:

হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, ঈশান কিষান, শুভমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, কুলদীপ যাদব, জুজবেন্দ্র চাহাল, হর্শল প্যাটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, উমরান মালিক

Indian Cricket Team New Zealand
Advertisment