Advertisment

Wasim Akram on India whitewash: ভারতকে অবলীলায় হারাবে পাকিস্তান! 'হোয়াইটওয়াশ' রোহিতদের চিমটি কেটে রক্তাক্ত করলেন এবার আক্রম

Wasim Akram on India vs pakistan: ভারত পাকিস্তান টেস্টের আঙিনায় খুব কমবার-ই মুখোমুখি হয়েছে। তবে জয়ের সংখ্যায় এগিয়ে রয়েছে পাকিস্তান। তা নিয়েই মন্তব্য করলেন ওয়াসিম আক্রম।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Wasim Akram on IND vs PAK

Wasim Akram on IND vs PAK: ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ নিয়ে মুখ খুললেন আক্রম (টুইটার)

Wasim Akram on India whitewash: স্পিনিং পিচে খেলা হলে ভারতকে অবলীলায় এবার হারিয়ে দেবে পাকিস্তান। ভারতের হোয়াইটওয়াশের পরেই এমন বড় মন্তব্য করে বসলেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আক্রম। অক্টোবরে টেস্ট ক্রিকেটে দুই পড়শি দেশ বিপরীতধর্মী ক্রিকেট উপহার দিয়েছে।

Advertisment

সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে থাকা অবস্থায় পাকিস্তান সাজিদ খান এবং নোমান আলির স্পিনে টানা দুটো টেস্ট জিতে সিরিজের দখল নিয়েছে। অন্যদিকে, ভারত আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠেই কুপোকাত হয়েছে।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ভারত ঘরের মাঠেই লজ্জার হোয়াইটওয়াশ হজম করেছে। স্পিনের বিরুদ্ধে ভারতীয় দলের দুর্বলতা বিশ্বের কাছে উন্মুক্ত করে দিয়েছেন মিচেল স্যান্টনার, আজাজ প্যাটেল এবং অনিয়মিত গ্লেন ফিলিপস-এর ঘূর্ণি।

কেরিয়ারে জঘন্যতম হোম সিরিজে কাটিয়েছেন টিম ইন্ডিয়ার দুই মহীরুহ- রোহিত শর্মা, বিরাট কোহলি। মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের প্ৰথম ওয়ানডেতে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছিলেন মাইকেল ভন, ওয়াসিম আক্রম।

ভন বলে দেন, "ভারত পাকিস্তানের একটা টেস্ট সিরিজ দেখতে চাই।" প্রত্যুত্তরে আক্রম বলে দেন, "এটা বড় ব্যাপার হবে। ক্রিকেট পাগল দুটো দেশের জন্য ক্রিকেটের জন্য এটা বিশাল ব্যাপার।" সেই সময়েই ভন বলে দেন, "পাকিস্তান এখন ভারতকে স্পিনিং ট্র্যাকে হারানোর সামর্থ্য রাখে।" আক্রম সেই যুক্তিতে সায় দিয়ে বলেন, "ওঁরা ঘরের মাঠেই নিউজিল্যান্ডের বিপক্ষে ০-৩ হেরেছে। স্পিনিং ট্র্যাকে পাকিস্তানের বড় সুযোগ থাকবে ভারতকে হারানোর।"

মুলতানের পাটা পিচে প্ৰথম ম্যাচে পাকিস্তান ধসে গিয়েছিল ইংল্যান্ডের সামনে। তারপর দলে একাধিক বড় বদল আনে পাকিস্তান। বাবর আজম, শাহিন আফ্রিদি, নাসিম শাহদের সটান বাদ দেওয়া হয়। আর দলে এসেই বাবরের জায়গায় নেমে শতরান করে যান কামরান গুলাম। নোমান আলি এবং সাজিদ খান মুলতান এবং রাওয়ালপিন্ডিতে পরের দুই টেস্টে ৪০ উইকেটের মধ্যে শিকার করেন ৩৯টি। দুই স্পিনারের ঘূর্ণিতে ভর করে পাকিস্তান ২০২১-এর পর হোম সিরিজে জয়লাভ করে।

২০০৮-এ শেষবার ভারত-পাকিস্তান দুই দল মোকাবিলা করেছিল। পাকিস্তান ভারত সফরে এসে তিনটে টেস্ট খেলে। ভারত সেই সিরিজে ১-০ ব্যবধানে জয়লাভ করে। প্ৰথম টেস্টে দিল্লিতে জেতার পর কলকাতা এবং পুনেতে বাকি দুই টেস্ট ড্র করে দুই দল। সবমিলিয়ে দুই দল ৫৯ টেস্টে মুখোমুখি হয়েছে। পাকিস্তান ১২ টি এবং ভারত ৯টি ম্যাচে জয়লাভ করেছে। বাকি ৩৮ ম্যাচই ড্র হয়েছে।

READ THE FULL ARTICLE IN ENGLISH

pakistan Pakistan Cricket Wasim Akram Team-India Team India Team India
Advertisment