Rachin Ravindra in IND vs NZ: তিনি নিউজিল্যান্ডের তারকা ব্যাটার। তাঁকে নিয়ে তাঁর পরিবারও গর্বিত। তবু বেঙ্গালুরুতে তাঁর বাড়ির সদস্যরা সকলেই ভারতীয় দলের সমর্থক। এমনটাই জানালেন কিউই তারকা রচিন রবীন্দ্র। বেঙ্গালুরুতে টেস্ট শতরান করা, তাও আবার ভারতের বিপক্ষে, তা বরাবরই স্পেশ্যাল। বলে দিচ্ছেন কিউই স্টার।
বিবিসি স্ট্যাম্পড-এ রবীন্দ্র বলে দিয়েছেন, "বেশ অন্যরকম অভিজ্ঞতা। এদিন সকালেই মায়ের সঙ্গে কথা হচ্ছিল। নিউজিল্যান্ডে আমাদের ঘনিষ্ঠ পরিবারের সদস্যরা থাকেন। মা বলছিলেন, ভারতের আমাদের আত্মীয়রা দোটানায় পড়ে গিয়েছে। অনেকেই রচিন রবীন্দ্র নাকি ভারত- কাকে সমর্থন করবে, তা নিয়ে বিভ্রান্ত।"
"তবে এটা বেশ মজার। ওঁদের নিঃশর্ত সমর্থন পাওয়া বেশ সুন্দর অভিজ্ঞতা। এতেই ভারতীয়দের গর্ববোধ ফুটে বেরোয়। তাঁরা আপনার যেই হোক না কেন, শেষমেশ নিজের দেশকেই সমর্থন করছে। এটা সত্যি বড় বিষয়।"
"এই কারণে ভারতে টেস্ট খেলা বরাবর দারুণ অভিজ্ঞতা। এখানকার সমর্থকদের আবেগ, প্যাশন সম্পূর্ণ ভিন্ন মাত্রার। তাই এখানে খেলার যে কোনও অভিজ্ঞতা দুর্ধর্ষ।"
বেঙ্গালুরুতে ম্যাচ জেতানো ১৩৪ করেছিলেন রচিন রবীন্দ্র। সেই শতরান যে কতটা স্পেশ্যাল তাঁর কাছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। "সবথেকে ভালো বিষয় বেঙ্গালুরুতে আমার বেশ কিছু আত্মীয় থাকায়। এখন খুব বেশি ওঁদের সঙ্গে সাক্ষাৎ হয় না। তবে আমি নিশ্চিত ওঁরা টিভির সামনে আমার জন্য গর্ববোধ করেন, হাততালি দেন। তাই ওঁরা যখন বেঙ্গালুরুতে আমার এই ইনিংসের সাক্ষী থাকলেন, সেটা স্পেশ্যাল। গোটা বিষয়গুলো গত কয়েক দিন আমার স্মৃতি স্মরণীয় করে রেখেছে।"
চিন্নাস্বামী স্টেডিয়ামে গত বছর ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৯৪ বলে ১০৮ হাঁকিয়েছিলেন। তার পরে আইপিএল নিলামে রবীন্দ্রকে বড় অর্থের বিনিময়ে কিনে নেয় সিএসকে।
আইপিএলে আরসিবির বিরুদ্ধে হাফসেঞ্চুরিও রয়েছে বেঙ্গালুরুর মাঠে। চলতি সিরিজে রবীন্দ্রের ব্যাট থেকে প্ৰথম দুই টেস্টের চার ইনিংসে বেরিয়েছে ২৩৪ রান। একটা শতরান এবং অর্ধশতক সমেত।
READ THE FULL ARTICLE IN ENGLISH