Advertisment

Rishabh Pant controversial dismissal: ব্যাটে নাকি প্যাডে, পন্থের ভুল আউটেই সায় আম্পায়ারের! হোয়াইটওয়াশ ম্যাচ আগুন বিতর্কে ছারখার, দেখুন ভিডিও

India vs New Zealand, 3rd Test at Mumbai: ভারতের হয়ে একা লড়াই করছিলেন ঋষভ পন্থ। একাই ভারতকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন। তবে বিতর্কিত সিদ্ধান্তের বলি হয়ে ফিরতে হল পন্থকে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rishabh Pant Dismissal

IND vs NZ: ঋষভ পন্থের আউট ঘিরে তীব্র বিতর্ক (টুইটার)

India vs New Zealand, 3rd Test Day 3: ভারতের বাকি ব্যাটারদের যেখানে কালঘাম ছুটছে, সেখানেই পন্থকে দেখে মনে হচ্ছিল হয়ত ভিন্ন পিচে ব্যাট করছেন। ওয়ানডের মেজাজে ব্যাট করছিলেন বিশ্বের অন্যতম কঠিন পিচে। তবে আউট হলেন বিতর্কিতভাবে। গোটা দিনে তিনবার প্রযুক্তির বিরুদ্ধে লড়তে দেখা গেল তারকাকে।

Advertisment

শেষ পর্যন্ত প্রযুক্তির কাছেই হার মানতে হল তাঁকে। কিন্তু তিনি কি সত্যি আউট ছিলেন? ম্যাচের পর প্রেস কনফারেন্স-এ রোহিত শর্মা বলে দিলেন, তিনি জানেন না কেন অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া হল। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স আবার গোটা ইস্যুকে 'ধূসর' বলে দাগিয়ে দিয়েছেন।

কী ঘটেছিল?

২২ তম ওভারে আজাজ প্যাটেল একটা ডেলিভারি স্ট্যাম্পে আছড়ে পড়েছিল। উইকেটের অভিমুখে টার্ন নেওয়া বলের কৌণিক মাপ ছোট করার জন্য এগিয়ে এসেছিলেন। তবে বল তাঁর রিচের বাইরে থাকায় পন্থ ফরোয়ার্ড ডিফেন্স করেন। ব্যাটে-প্যাডে সংযোগস্থলে বল লেগে টম ব্ল্যান্ডেলের হাতে ক্যাচ উঠে যায়।

নিউজিল্যান্ডের দাবি ছিল বল প্ৰথমে ব্যাট স্পর্শ করে। পন্থ মুখে আলতো হাসি ঝুলিয়ে ক্রিজের বাইরে অপেক্ষা করতে থাকেন। সেই সময় নিউজিল্যান্ডের হাতে বেঁচে ছিল একটাই মাত্র রিভিউ। কিন্তু ম্যাচের ফারাক গড়তে চলা পন্থের জন্য আর ইতস্ততবোধ করেনি কিউইরা। ক্যাপ্টেন টম ল্যথাম রিভিউ নিয়ে নেন। আল্ট্রা এজে স্পষ্ট স্পাইক ধরা পড়ে। সেই সময়েই কিউইরা উদযাপন শুরু করে দেন। যদিও পন্থের তরফে দাবি, বল প্যাডে লাগার কারণেই স্পাইক দেখাচ্ছিল।

টিভি আম্পায়ার পল রাইফেল দুই তরফের যুক্তিতে মান্যতা দিয়েই বেশ কিছুক্ষণ সময় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। শেষমেশ ব্যাটের ব্লেডে হালকা বলের স্পর্শেই সবুজ সংকেত দেন তিনি।

চূড়ান্ত রায়দানের পরে পন্থ সরাসরি অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থের কাছে অসন্তোষ প্রকাশ করেন। সুনীল গাভাসকার কমেন্ট্রি করার সময়ে বলে দেন, "জানি এখন আর হটস্পট ব্যবহার করা হয় না। তাহলে বিচার আরও যুক্তিসঙ্গত হত।"

READ THE FULL ARTICLE IN ENGLISH

Rishabh Pant Team-India Indian Team New Zealand Cricket Team Team India Indian Cricket Team New Zealand India Cricket Team Team India
Advertisment