IND vs NZ: পন্থের হিন্দি-পরামর্শ বুঝে গেলেন কিউই ব্যাটার, বিব্রত হয়ে মাঠেই লজ্জার মুখে ঋষভ, দেখুন ভিডিও

Rishabh Pant banter with Washington Sundar: সুন্দর ভয়ঙ্কর হয়ে উঠলেন পুনে টেস্টে। একাই দখল করলেন ৭ উইকেট। ২৫৯ রানে অলআউট নিউজিল্যান্ড।

Rishabh Pant banter with Washington Sundar: সুন্দর ভয়ঙ্কর হয়ে উঠলেন পুনে টেস্টে। একাই দখল করলেন ৭ উইকেট। ২৫৯ রানে অলআউট নিউজিল্যান্ড।

author-image
IE Bangla Sports Desk
New Update
Washington Sundar, Azaz Patel

Rishabh Pant: ভারত-নিউজিল্যান্ড ম্যাচের একটি দৃশ্য (টুইটার

Rishabh Pant banter with Washington Sundar: ঋষভ পন্থকে স্ট্যাম্পের পিছনে চাক্ষুস করার অভিজ্ঞতা বরাবরই মজাদার। পুনেতে দ্বিতীয় টেস্টেই মজার মুহূর্ত হাজির করলেন ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর। সুন্দর যখন কিউই ইনিংসের শেষ দিকে বোলিং করছিলেন, সেই সময় পন্থ তাঁকে পরামর্শ দেন, একটু ফুলার লেন্থে বল করতে।

Advertisment

তবে পন্থের পরামর্শ মেনে সেই লাইনে বল করতেই বাউন্ডারি হাঁকিয়ে দেন নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল। আজাজ যখন ব্যাট করছিলেন, সেই সময় পন্থকে বলতে শোনা গিয়েছিল, "ওয়াশি তুমি কি একটু ওপরে বল করতে পারবে? একটু বাইরের দিকে?" কিন্তু পন্থের এই পর্যবেক্ষণ মেনে বল করতেই বাউন্ডারি হাঁকিয়ে দেন আজাজ প্যাটেল।

এরপরে ঋষভ পন্থ বলে দেন, হিন্দিতে দেওয়া তাঁর পরামর্শ ধরে ফেলেছেন কিউই স্পিনার। পন্থ মজা করেই বলে দেন, "কীভাবে জানব যে এ (আজাজ প্যাটেল) হিন্দি জানে?" দ্বিতীয় টেস্টে নির্বাচকদের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেই বল হাতে ৭ উইকেট তুলে নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ভালো পজিশনে থেকেও একসময় কিউইরা অলআউট হয়ে গিয়েছে ২৫৯ রানে। তবে শেষবেলায় ব্যাট করতে নেমে ভারত আবার ক্যাপ্টেন রোহিতের উইকেট খুঁইয়ে ফেলেছে।

Advertisment

দিনের শেষে ভারত স্কোরবোর্ডে ১৬ রানের বিনিময়ে ১ উইকেট খুঁইয়ে ফেলেছে। যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল ক্রিজে রয়েছেন। ভারত প্ৰথম ইনিংসে এখনও ২৪৩ রানে পিছিয়ে রয়েছে।

নয় বলে শূন্য রানে টিম সাউদির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন রোহিত শর্মা। তাড়াতাড়ি একটা উইকেট পতনের পর ভারত শেষবেলায় অতি সতর্ক হয়ে কাটিয়ে দেয়।

বেঙ্গালুরু টেস্টে হারের স্মৃতি এখনও টাটকা ভারতীয়দের মনে। এই নিয়ে রোহিতকে চলতি সিরিজে দুবার বোল্ড করলেন সাউদি। রোহিত এগিয়ে এসেছে বলের লাইনে ডিফেন্স করতে গিয়েছিলেন। তবে ব্যাটের এজ লেগে বোল্ড হয়ে যান ক্যাপ্টেন।

 

Rishabh Pant Team India Team-India New Zealand Cricket Team Washington Sundar Team India Indian Cricket Team New Zealand India Cricket Team