Rohit Sharma press conference after getting series whitewash: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরো ব্যাটিং বিভাগ সম্মিলিতভাবে ব্যর্থ। তবে ক্যাপ্টেন রোহিতের বিশ্বাস টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় ভালো কিছু করবেই।
নিউজিল্যান্ডের কাছে কলঙ্কিত সিরিজ সুইপ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে এসে রোহিত শর্মা বলে দিয়েছেন, "এটা (ব্যাটিং ব্যর্থতা) অবশ্যই উদ্বেগের বিষয়। ব্যাটাররা যদি পারফর্ম না করতে পারে, তাহলে সেটা তো চিন্তার বিষয়-ই।"
"যা হয়েছে, তা এখন অতীত। ক্যাপ্টেন হিসাবে, প্লেয়ার হিসাবে, অধিনায়ক হিসেবে আমাদের সামনে তাকাতে হবে। যে বিষয়ে আমাদের ত্রুটি হয়েছে এখানে, সেগুলো কীভাবে সংশোধন করব, তা নিয়ে ভাবতে হবে। অস্ট্রেলিয়ায় গিয়ে স্পেশ্যাল কিছু করার দারুণ সুযোগ রয়েছে আমাদের সামনে। সেদিকেই আমরা ফোকাস করছি।" সংযোজন করে বলেছেন রোহিত।
ধারাবাহিকভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার শিকার টিম ইন্ডিয়া। রোহিত এবং বিরাট দুজনেই গোটা সিরিজে করেছেন মাত্র ৯১ এবং ৯৩ রান। সিরিজ যতই এগিয়েছে ততই কিউইরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ভারত অন্যদিকে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে খেই হারিয়ে ধসে গিয়েছে। বিরল হোয়াইটওয়াশ কলঙ্কের নজির হজম করতে হয়েছে টিম ইন্ডিয়াকে।
কোচিং স্টাফের পাশে রোহিত শর্মা
কলঙ্কের কীর্তি গড়ার পর হেড কোচ গৌতম গম্ভীর সহ বোলিং কোচ মর্নি মর্কেল, ব্যাটিং কোচ অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতে সহকারী কোচ টি দিলীপ তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তবে রোহিত কোচিং স্টাফের পাশেই দাঁড়াচ্ছেন।
"ওঁরা সবেমাত্র দলের দায়িত্ব নিয়েছেন। দলের সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারেননি ওঁরা। কীভাবে টিম ইন্ডিয়া পরিচালনা করা হয়, সেই বিষয়ে ওঁরাও একদম প্রাথমিক পর্যায়ে রয়েছেন। দুটোর মধ্যে এটা প্ৰথম সিরিজ হার। ওঁদের দায়িত্ব সহজ অথবা কঠিন করে তোলার চাবিকাঠি প্লেয়ারদের হাতেই রয়েছে।"
গম্ভীরের সমর্থনে মুখ খুলে রোহিত আরও জানিয়েছেন, "হঠাৎ করে দলে যোগ দিয়েই যেভাবে তাঁরা খেলাতে চাইছেন, সেভাবে অপারেট করা কখনই সহজ নয়। দলে বিভিন্ন ব্যক্তিত্ব সম্পন্ন ক্রিকেটার রয়েছে। প্রত্যেকের প্রকাশের ভিন্ন ভিন্ন ধরণ রয়েছে। সবেমাত্র চার-পাঁচ মাস হয়েছে। এখনই কোনও সিদ্ধান্ত নেওয়ার পক্ষে যা বড্ড তাড়াতাড়ি হয়ে যাবে।"
READ THE FULL ARTICLE IN ENGLISH