Advertisment

Manjrekar slams Rohit Sharma Gautam Gambhir for Sarfaraz Khan: সরফরাজের কেরিয়ার ধ্বংস করতে উঠেপড়ে লেগেছেন গম্ভীর-রোহিত! বিস্ফোরক অভিযোগ ভাসালেন এবার মঞ্জরেকর

India vs New Zealand 3rd Test: ফর্মে থাকলেও লোয়ার অর্ডারে সেভাবে নজর কাড়তে পারছেন না সরফরাজ খান। রোহিত শর্মা, গৌতম গম্ভীরের কৌশল এখন প্ৰশ্নবিদ্ধ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gambhir Rohit Slammed for Sarfaraz Khan move

Gambhir Rohit Slammed for Sarfaraz Khan move: সরফরাজের ব্যর্থতায় গম্ভীর-রোহিতদের স্ট্র্যাটেজি প্রশ্নের মুখে (টুইটার)

Manjrekar slams Rohit Sharma Gautam Gambhir for Sarfaraz Khan against IND vs NZ 3rd Test: সরফরাজের কেরিয়ার কি সংকটে ফেলার চেষ্টা করছেন রোহিত শর্মা-গৌতম গম্ভীর জুটি? আকারে ইঙ্গিতে এমনই বিস্ফোরক ইঙ্গিত দিলেন সঞ্জয় মঞ্জরেকর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টে বারবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে টিম ইন্ডিয়া। ল

Advertisment

প্ৰথম দুই টেস্টেই ব্যাটিং ধসে ভারত সিরিজ খুঁইয়ে এসেছে। মুম্বইয়ে এসেও সেই ট্র্যাডিশনে ফাঁক পড়েনি। ভারত মুম্বই টেস্টে একসময় ভালো পজিশনে থেকেও দ্বিতীয় দিনের শেষে মাত্র নয় বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বসেছিল। তৃতীয় দিন ওয়াংখেড়েতে ভারতের ইনিংসের ক্ষয়ক্ষতি মেরামতির কাজ করছিলেন শুভমান গিল এবং ঋষভ পন্থ।

পন্থ-গিল দুজনে ৯৬ রান যোগ করেও ফেলেছিলেন পঞ্চম উইকেটে। তবে এই জুটিতে ভাঙন ধরানোর পর কিউইদের ভারতের বাকি পাঁচ উইকেট ফেলতে সমস্যা হয়নি। শেষ ছয় উইকেট হারায় মাত্র ৮৭ রানে। পুনে টেস্টের পর সরফরাজকে ফের লোয়ার অর্ডারে ব্যাট করতে পাঠানো হয়েছিল মুম্বইতেও।

মিডল অর্ডারের ব্যাটার সরফরাজকে নামানো হয় আট নম্বরে। নাইট ওয়াচম্যান হিসাবে সিরাজকে শুক্রবার নামানোর সিদ্ধান্ত এমনিতেই প্রশ্নবিদ্ধ। এর পর শনিবার ভারতের ব্যাটিং বিপর্যয়ের মুখে সরফরাজকে জাদেজারও নীচে ব্যাট করতে পাঠানো হয়।

এতেই ক্ষুব্ধ হয়ে সঞ্জয় মঞ্জরেকর প্রশ্ন তুলে বলে দিয়েছেন, "ফর্মে থাকা একজন ব্যাটার, যাঁর কেরিয়ারের প্ৰথম তিনটে টেস্টেই তিনটে ফিফটি রয়েছে, যে স্পিন বোলিংয়ে বেশ পারদর্শী। তাঁকেই বারবার ব্যাটিং অর্ডারের নিচে নামানো হচ্ছে। স্রেফ ডানহাতি-বাঁ হাতি কম্বিনেশন বজায় রাখার জন্য। সরফরাজ কিনা ৮ নম্বরে ব্যাট করতে নামছে! ভারতের দুর্বল সিদ্ধান্ত!"

অনভ্যস্ত পজিশনে ব্যাট করতে নামা সরফরাজ সফল হননি। চার বল খেলে ডাক করেছিলেন। পুনেতে দ্বিতীয় ইনিংসে সাত নম্বরে নেমে করেছিলেন মাত্র ৯ রান। এমনিতে রোহিতের চলতি টেস্ট সিরিজের অধিনায়কত্ব ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বেঙ্গালুরুতে ভেজা পরিবেশে শুরুতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত হোক বা পুনেতে রক্ষণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে গাভাসকাররা সরব হয়েছিলেন।

লোয়ার অর্ডারে সরফরাজকে বারবার নামিয়ে ব্যাটিং ব্যর্থতার মুখে ঠেলে দেওয়ার সিদ্ধান্তে এবার জড়িয়ে যাচ্ছে রোহিত তো বটেই গম্ভীরের নাম-ও।

Gautam Gambhir Rohit Sharma Indian Cricket Team Indian Team India Cricket Team Sarfaraz Khan Team-India Team India Team India Sanjay Manjrekar
Advertisment