India vs New Zealand 1st Test: ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট-এর তৃতীয় দিনের শেষ বলে বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার সময় আর হতাশা গোপন করে রাখতে পারলেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। ড্রেসিরুমে তাঁর প্রতিক্রিয়া স্পষ্ট ধরা পড়ল সম্প্রচারকারী সংস্থার ক্যামেরায়। তৃতীয় দিনের শেষ বলে বিরাট কোহলি আউট হওয়ায় ভারত আবার প্রথম টেস্ট-এ ব্যাকফুটে। দিনের শেষে ভারতের রান তিন উইকেটে ২৩১। নৈশপ্রহরী হিসেবে ৭০ রানে অপরাজিত রয়েছেন সরফরাজ খান।
এই টেস্ট-এর প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৫৬ রানের বিশাল লিড সত্ত্বেও ভারতীয় ব্যাটাররা দলকে লড়াইতে ফেরাতে চূড়ান্ত চেষ্টা চালান। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ওপেনার যশস্বী জয়সওয়াল ৫২ বলে ৩৫ রান করেন। তিনি ৬টি চার মারেন। অধিনায়ক রোহিত শর্মা ৬৩ বলে করেন ৫২ রান। তিনি ৮টি চার ও ১টি ছয় মারেন। বিরাট কোহলি ১০২ বলে করেন ৭০ রান। তিনিও ৮টি চার ও একটি ছয় মারেন। আর, নৈশপ্রহরী সরফরাজ খান ৭৮ বলে করেছেন ৭০ রান। তিনি ৭টি চার এবং ৩টি ছয় মেরেছেন।
তবে, সরফরাজ দ্রুত রান করলেও কোহলি যেভাবে এগোচ্ছিলেন, টিম ইন্ডিয়ার অনেকে ধরেই নিয়েছিলেন যে তিনি সেঞ্চুরি করবেন। অভিজ্ঞ বিশ্বখ্যাত ব্যাটার তাঁর ট্রেডমার্ক শট মেরে রান করছিলেন। ফুটওয়ার্কও ছিল ঠিকঠাক। পাশাপাশি, স্পিনারদের বিরুদ্ধেও গুণে গুণে সুইপ মারছিলেন। আর, এই প্রতিট রানে যেন নিউজিল্যান্ডের জয়ের আশা ক্রমশ কমছিল। কিন্তু, দিনের শেষ বলে গ্লেন ফিলিপসের একটি বল কোহলি ব্যাটে লেগে টম ব্লানডেলের হাতে জমা হয়। কোহলি ডিআরএস চেয়েছিলেন। কিন্তু, কোনও লাভ হয়নি। তাঁর এই আউট হয়ে যাওয়া দর্শকদেরও রীতিমতো হতাশ করে তোলে। গ্যালারির প্রতিক্রিয়াতে তা স্পষ্ট হয়। আর দেখা যায় যে ড্রেসিংরুমের পরিস্থিতিও তথৈবচ। অধিনায়ক রোহিত শর্মাকে দেখা যায় হতাশায় চোখ বন্ধ করে ওপরের দিকে মাথা তুলতে।
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) October 18, 2024
এর আগে তাঁর নিজের আউট হওয়ার সময়ও রোহিতকে শুক্রবার হতাশা প্রকাশ করতে দেখা গিয়েছে। তিনি ক্রিজে হতাশায় মুখ নীচু করে চোখ বন্ধ করেছেন। চিৎকার করেছেন। সেই চিৎকার আবার স্ট্যাম্পের মাইকের মাধ্যমে শোনা গিয়েছে। এই অবস্থায় ঋষভ পন্থ, যিনি গত মাসে হোম সিজন শুরুর পর থেকে ৫ নম্বরে নামছেন, তিনি চতুর্থ দিনে গোড়া থেকে ব্যাট করবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, পন্থ তাঁর ডান হাঁটুতে চোট পেয়েছেন। যদিও তৃতীয় দিনে পন্থকে আক্রমণাত্মক শট অনুশীলন করতে দেখা গিয়েছে।