India vs New Zealand 1st Test: চতুর্থ দিন মন্দ আলোর কারণে ম্যাচের পরিসমাপ্তি ঘোষণা করে দিয়েছিলেন আম্পায়ার। তারপরেই বেনজিরভাবে কোহলি-রোহিতের সঙ্গে দেখা গেল আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দিতে। মাঠ ছাড়তে অস্বীকার করলেন দুজনেই। ভারত তৃতীয় দিনের দুরন্ত ব্যাটিংয়ের রেশ ধরে রেখেই চতুর্থ দিনের সূচনা করেছিল।
সরফরাজ-পন্থের ব্যাটে ভর করে ভারত নিউজিল্যান্ডের স্কোরের সঙ্গে সমতাও ফিরিয়ে এনেছিল। তবে দেড়শো করে সরফরাজ আউট হওয়ার পর থেকেই বিপত্তি। দ্বিতীয় নতুন বল কিউই বোলারদের হাতে পড়তেই ভারতের ব্যাটিংয়ে ধস নেমে যায়।
সরফরাজের পর ৯৯ রানে ও রৌরকির বলে প্লেড অন হয়ে ফিরতে হয় পন্থকে। যেখানে ভারত নূন্যতম ২৫০ রানের টার্গেট খাড়া করার প্ল্যান করেছিল সেখানে ভারত আপাতত দিন শেষ করেছে মাত্র ১০৬ রানের লিড নিয়ে। আর্দ্র পরিবেশে ভারত শেষ ৭ উইকেট হারায় মাত্র ৫৪ রানে।
আর শেষ সেশনের শেষবেলায় ভারত চেয়েছিল কিউই ব্যাটিংয়ে চাপ দিয়ে কয়েকটা উইকেট তুলে নিতে। তবে ডেভন কনওয়ে এবং টম ল্যাথাম ব্যাট করতে নামার পর বুমরা মাত্র ৪ বল করার সুযোগ পান। এরপরে ঝিরিঝিরি বৃষ্টি এবং মন্দ আলোর কারণে আম্পায়াররা চতুর্থ দিনের পরিসমাপ্তি ঘোষণা করে দেন।
Virat and Rohit Sharma arguing with umpires bcz they stoped the match due to less light in Bengaluru .but Rohit wants to bowl atleast 2 overs for spin.
— Cricinfo Times (@CricinfoTimes) October 19, 2024
( India was unhappy 😭) #INDvNZL#INDVSNZ #ViratKohli𓃵 #RohitSharma𓃵 #rishbhpant #SarfarazKhan #BengaluruWeather pic.twitter.com/vkUATuKQJf
তবে আম্পায়ারদের এই সিদ্ধান্তে অসম্মত হন কোহলি-রোহিত দুজনেই। দুই সুপারস্টারকেই দেখা যায় এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে উত্তেজিত হয়ে দুই আম্পায়ার মাইকেল গফ এবং পল রাইফেলের সঙ্গে তর্কাতর্কি জুড়ে দিতে। সেই আলোচনায় যোগ দেন রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজরাও। শেষমেষ আম্পায়াররা নিজের সিদ্ধান্তেই অনড় থাকে। ক্ষোভ প্রকাশ করতে করতে মাঠ ছাড়তে হয় ভারতীয়দের।
যাইহোক, ভারত প্ৰথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যাওয়ার পর নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৪০২ তুলেছিল। জবাবে ভারত একসময় ৪০৮/৩ ছিল। সেখান থেকে ভারতের ইনিংস খতম হয়ে যায় ৪৬২ রানে।