Advertisment

Sanjay Manjrekar on Rohit Sharma's captaincy: সরফরাজকে নিয়ে বড় 'অন্যায়' রোহিতের! ভারত হারতেই চোখে আঙুল দিয়ে দেখালেন মঞ্জরেকর

India vs New Zealand: ভারত পরপর দুটো টেস্ট হেরে বসায় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই আরও জোরদার হল।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Sanjay Manjrekar on Rohit Sharma

Sanjay Manjrekar on Rohit Sharma: রোহিতের নেতৃত্বের সমালোচনা করলেন সরফরাজ (টুইটার)

Sanjay Manjrekar criticised Rohit Sharma captaincy: বেঙ্গালুরুতে হারের পর ভাবা হয়েছিল পুনেতে জয়ে ফিরবে টিম ইন্ডিয়া। তবে দুর্ধর্ষ কিউইরা চমকে দিয়েছে ভারতীয় দলকে। ঘরের মাঠে ১২ বছর পর সিরিজ হারের যন্ত্রণা সইতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ভারতের মাটিতে নিউজিল্যান্ডও প্ৰথমবার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল।

Advertisment

অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের পর নিউজিল্যান্ড তৃতীয় দল যাঁরা ভারত থেকে সিরিজ জিতে ফিরছে। গুরুত্বপূর্ণ বর্ডার গাভাসকার ট্রফির আগে ভারতীয় দলকে চড়া সতর্কবার্তা শুনিয়ে দিয়ে গেল কিউইদের বিপক্ষে সিরিজ হারের অভিজ্ঞতা। মাত্র সাড়ে তিনদিনে টেস্ট হেরে বসায় গোটা দেশ জুড়েই মুণ্ডুপাত চলছে টিম ইন্ডিয়ার।

এর মধ্যেই ক্যাপ্টেন রোহিত শর্মার বড়সড় ভুল প্রকাশ্যে এল। এমনিতে গোটা সিরিজ জুড়েই রোহিতের রক্ষণাত্মক ক্যাপ্টেন্সি সমালোচনা কুড়িয়েছে। মুখ খুলেছেন স্বয়ং রবি শাস্ত্রীও। তবে এবার খুল্লামখুল্লা নিজের মতামত জানালেন সঞ্জয় মঞ্জরেকর।

দ্বিতীয় ইনিংসে ভারত যখন ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল, তখন হঠাৎ করেই রবীন্দ্র জাদেজা, সরফরাজ খানের আগে ব্যাট করতে পাঠানো হয় ওয়াশিংটন সুন্দরকে। সেই ট্যাকটিক্স অবশ্য কাজে আসনি। ব্যাটিং বিপর্যয়ে ঢাল হয়ে দাঁড়াতে পারেননি তামিল অলরাউন্ডার।

সঞ্জয় মঞ্জরেকর সাফ জানাচ্ছেন, টি২০ ক্রিকেটের ট্যাকটিক্স টেস্টে চলে না। ইএসপিএন ক্রিকইনফোয় মঞ্জরেকর বলে দিয়েছেন, "ইন্ডিয়া নিজেদের সামর্থ্যে আস্থা রেখেছিল। বেঙ্গালুরুতে ৪৬ অলআউটের জায়গায় ভারত যদি ১৮০ অলআউট হত, তাহলে সিরিজের ফলাফলই অন্যরকম হতে পারত। তবে তা সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি স্রেফ লেফট-রাইট কম্বিনেশন বজায় রাখার জন্য সরফরাজের ওপরে ওয়াশিংটন সুন্দরকে ব্যাট করতে পাঠানোর মত ঘটনা আর হওয়া উচিত নয়। এটা অদ্ভুত। এমন ঘটনা থেকে রোহিতকে বিরত থাকতে হবে। এটা টি২০ ক্রিকেটের মানসিকতা। টেস্টে কোয়ালিটিকে আগে মান্যতা দিতে হবে।"

রোহিতের সমালোচনা করলেও মঞ্জরেকর কোচ গম্ভীরকে এই সিরিজ হারের দায় চাপাতে রাজি নন। বলেছেন, "কোচ কখনও মাঠে নেমে খেলেন না। দলে খুব সীমিত পরিমাণ প্রভাব থাকে কোচের। মাঠে পুরো বিষয় দেখভাল করেন ক্যাপ্টেন। তবে ওয়াশিংটন সুন্দরের নির্বাচনের তারিফ করতেই হয়। ওটা তাৎক্ষণিক দারুণ সিদ্ধান্ত ছিল।"

"তবে সরফরাজ আগে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত বা চার স্পিনারে দল সাজানো বোধহয় যুক্তিযুক্ত হত। তবে এই হারের দায় গম্ভীরের ওপর চাপানো যুক্তিযুক্ত নয়। ক্রিকেটে একজন কোচের খুব সামান্যতম প্রভাবই থাকে।"

১ নভেম্বর ভারত চলতি সিরিজের শেষ টেস্ট খেলতে নামছে। তারপরেই ১০ তারিখ টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় উড়ে যাবে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকার ট্রফি খেলার জন্য।

Rohit Sharma New Zealand Indian Cricket Team Indian Team New Zealand Cricket Team India Cricket Team Sarfaraz Khan Team-India Team India Team India
Advertisment