Advertisment

Sachin Tendulkar reaction after Team India's home whitewash: এই লজ্জা হজম হওয়া শক্ত! রোহিতদের কুৎসিত হোয়াইটওয়াশের পরেই মেজাজ হারিয়ে খুল্লামখুল্লা শচীন

India 0-3 whitewash reactions: সিরিজ হারের লজ্জা আগেই পোহাতে হয়েছে। এবার টেস্টের ইতিহাসে প্রথমবার ঘরের মাঠে হোয়াইটওয়াশ ধাক্কাও সামলাল টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Sachin Tendulkar on Team India series defeat

Sachin Tendulkar on Team India series defeat: ভারতের লজ্জাজনক হোয়াইটওয়াশের পর মুখ খুললেন শচীন

India vs New Zealand 3rd Test: রবিবারই তিন টেস্ট ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। এনিয়ে ভারতীয় দলকে আত্মানুসন্ধানের আহ্বান জানালেন কিংবদন্তি ভারতীয় ব্যাটার শচীন তেণ্ডুলকার।

Advertisment

মুম্বইয়ে তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচে ২৫ রানে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। ১৯৯৯-২০০০ সালে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে পরাজয়ের পর এই ফের হোম টেস্ট সিরিজে হারল টিম ইন্ডিয়া। এই হারের ফলে, ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের তালিকায় শীর্ষস্থান খুইয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল।

এই ব্যাপারে মাস্টার ব্লাস্টার সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করেছেন, 'হোম টেস্ট-এ ৩-০ ব্যবধানে পরাজয় হজম করা শক্ত। এখন আত্মানুসন্ধানের দরকার। এটা প্রস্তুতির অভাবে হয়েছে? দুর্বল শট নির্বাচনের কারণে হয়েছে? নাকি ম্যাচ অনুশীলনের অভাবে ঘটল?'

কিংবদন্তি ভারতীয় ব্যাটার, এই সমালোচনার পাশাপাশি অবশ্য ভালো খেলায় শুভমান গিল ও ঋষভ পন্থের প্রশংসা করেছেন। সঙ্গে তিনি নিউজিল্যান্ড দলেরও ভূয়সী প্রশংসা করেছেন। এই প্রসঙ্গে শচীন বলেছেন, 'শুভমান গিল প্রথম ইনিংসে ভালো খেলেছেন। ঋষভ পন্থ দুটো ইনিংসেই ভালো খেলেছেন। তাঁর ফুটওয়ার্ক ছিল দুর্দান্ত। পুরো সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য সম্পূর্ণ কৃতিত্ব প্রাপ্য নিউজিল্যান্ডের। ভারতে এসে ৩-০ ব্যবধানে সিরিজ জেতা একটা বিশাল ব্যাপার।'

এই হারের ফলে, ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান হারাল। নেমে গেল দ্বিতীয় স্থানে। আর, এই প্রথমবার টিম ইন্ডিয়া ঘরের মাটিতে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারল। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC) এটা ছিল ভারতের পঞ্চম হার। যার ফলে টিম ইন্ডিয়ার পয়েন্ট শতাংশ (PCT) ৬২.৮২ থেকে কমে হল ৫৮.৩৩।

বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ (PCT) হল ৬২.৫০। ভারত এবার পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকার ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় যাবে। সেখানে চার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ওঠার সম্ভাবনা থাকবে।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Team-India Team India Indian Team Sachin Tendulkar Indian Cricket Team Team India India Cricket Team
Advertisment