Advertisment

Shubman Gill neck injury: ঘাড় শক্ত হয়ে ফোলা! প্ৰথম টেস্টের আগেই বজ্রাঘাত টিম ইন্ডিয়ায়, ২০০ করা তারকার পোয়াবারো

IND vs NZ 1st Test: বুধবার থেকে প্ৰথম টেস্টে খেলতে নামছে ভারত-নিউজিল্যান্ড। তবে ঘাড়ে চোট পেয়ে অনিশ্চিত শুভমান গিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India, ভারতীয় ক্রিকেট দল, টিম ইন্ডিয়া

Team India: ভারতীয় ক্রিকেট দল (বিসিসিআই)

IND vs NZ 1st Test, Sarfaraz Khan, Shubman Gill: ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করেও ব্রাত্য থাকতে হয়েছে টিম ইন্ডিয়া একাদশে। নিয়ম করে প্রত্যেক স্কোয়াডে থাকলেও প্ৰথম এগারোয় জায়গা পেতে হিমশিম দশা হয়েছে সরফরাজ খানের।

Advertisment

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে একাদশে ব্রাত্য থাকার জবাব দিয়েছেন ইরানি ট্রফিতে দুরন্ত ডাবল সেঞ্চুরি করে। এবার সেই সরফরাজেরই নিউজিল্যান্ডের বিপক্ষে প্ৰথম এগারোয় খেলার জোরালো সুযোগ তৈরি হল।

তবে মিডল অর্ডার নয়, সরফরাজকে তিন নম্বরে নামাতে দেখা যেতে পারে। বেঙ্গালুরুতে কিউইদের বিপক্ষে প্ৰথম টেস্টে খেলতে নামা নিয়ে নাকি ঘোর সংশয় রয়েছে শুভমান গিলের। ঘাড়ের পেশি কঠিন হয়ে থাকায় তিনি পুরো ফিট নন।

আর হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুভমান গিলকে সম্ভবত প্ৰথম টেস্ট থেকে বিশ্রাম দিয়েই দল সাজাবেন রোহিতরা। সেক্ষেত্রে গিলের জায়গায় তিন নম্বরে খেলতে হতে পারে সরফরাজকে। অথবা কোহলিকে চার নম্বর থেকে তিনে পাঠিয়ে সরফরাজকে চারে ব্যাট হাতে খেলানো হতে পারে।

এমনিতে সরফরাজ মিডল অর্ডারেই ব্যাট করেন। কেএল রাহুলের সঙ্গে দলে জায়গা পাওয়া নিয়ে সুস্থ প্রতিদ্বন্দিতা রয়েছে তাঁর। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার সুবাদে টেস্ট একাদশে টিম ম্যানেজমেন্টের আস্থা সবসময়ই থেকেছে কেএল রাহুলের ওপর। রোহিতও স্বীকার করে নিয়েছেন এই বিষয়।

বেঙ্গালুরু টেস্টেও ভারত কীভাবে প্ৰথম এগারো সাজায়, তা নিয়ে জল্পনা ছিল। কেএল রাহুলকে বসিয়ে সরফরাজকে খেলানোর ঝুঁকি ভারত নেবে কিনা, সেটা ছিল দেখার। তবে গিল চোট পাওয়ায় আপাতত কেএল রাহুল এবং সরফরাজ দুজনকে নিয়েই প্ৰথম একাদশ সাজানোর পথে হাঁটতে পারেন রোহিতরা।

Indian Cricket Team Shubman Gill India Cricket Team Sarfaraz Khan Team-India Team India Team India
Advertisment