Advertisment

Team India playing XI against New Zealand: বেঙ্গালুরুতে হারের জোরালো ধাক্কা, এক সঙ্গে তিন তারকাকে বাতিল করল টিম ইন্ডিয়া

IND vs NZ playing XI and Toss Update: বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং প্রদর্শনী দেখিয়েও জিততে পারেনি ভারত। হেরে যেতে হয়েছিল কিউইদের বিপক্ষে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs New Zealand, Ind vs nz, ভারত বনাম নিউজিল্যান্ড

Team India playing XI: তিন বদল ঘটিয়ে পুনেতে খেলতে নামল টিম ইন্ডিয়া (বিসিসিআই)

India vs New Zealand 2nd Test playing XI and Toss Update: বেঙ্গালুরুতে শোচনীয়ভাবে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। প্ৰথম ইনিংসে মাত্র ৪৬ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে শেষ ৭ উইকেট হারিয়েছিল ৫৩ রানে।

Advertisment

চ্যালেঞ্জিং কন্ডিশনে নতুন বলে জোড়া ব্যাটিং ব্যর্থতায় এবার প্ৰথম একাদশে তিনটে বদল করতে বাধ্য হল টিম ইন্ডিয়া। কেএল রাহুলকে অবশেষে প্ৰথম একাদশের বাইরে পাঠানো হল। কুলদীপ এবং সিরাজের ঠাঁইও হয়েছে এগারোর বাইরে। অন্তর্ভুক্তি ঘটেছে শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর এবং আকাশ দীপের।

শুভমান গিল প্ৰথম টেস্টে ঘাড়ে আড়ষ্ঠতা নিয়ে খেলতে পারেননি। সুযোগ পেয়েই দ্বিতীয় ইনিংসে দেড়শো রানের দুরন্ত ইনিংস খেলে গিয়েছিলেন সরফরাজ। গিল ফিরলে অফফর্মে থাকা কেএল রাহুল নাকি সরফরাজ কাকে বাইরে বসায় টিম ইন্ডিয়া, সেটাই ছিল দেখার। তবে ডাবল সেঞ্চুরি করেও অতীতে বাদ পড়া করুণ নায়ারের ভাগ্য হল না সরফরাজের। কেএল রাহুলকেই মিডল অর্ডার থেকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুলদীপ, সিরাজও বেঙ্গালুরুতে একদম সুবিধা করতে পারেননি। তাই ওয়াশিংটন সুন্দর এবং আকাশ দীপকে খেলানোর পথে হাঁটল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের প্রাথমিক স্কোয়াডে ওয়াশিংটন না থাকলেও প্ৰথম টেস্ট হারের পর ওয়াশিংটনকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্যই তামিল তারকাকে নেওয়া হয়েছে, যিনি কয়েকদিন আগেই রঞ্জিতে তিন নম্বরে ব্যাট করে দেড়শো হাঁকিয়েছেন।

টসে জিতে নিউজিল্যান্ড শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পুনেতে।

ভারতের প্ৰথম একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, আকাশ দীপ

New Zealand KL Rahul Indian Cricket Team Mohammed Siraj Shubman Gill New Zealand Cricket Team India Cricket Team Team-India Team India Team India
Advertisment