Advertisment

IND vs NZ, 3rd Test: দুর্গন্ধের ক্রিকেটে এবার হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়া! বিশ্বজয়ের বছরেই টেস্ট-ইতিহাসে সেরা কলঙ্কের তলানিতে রোহিতরা

India vs New Zealand, 3rd Test at Mumbai: দেশের মাটিতে এই প্ৰথমবার ঘরের মাঠে হোয়াইটওয়াশ হল টিম ইন্ডিয়া। বর্ডার গাভাসকার ট্রফির আগে বিপর্যয়ে টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs New Zealand, Ind vs nz, ভারত বনাম নিউজিল্যান্ড

IND vs NZ: মুম্বই টেস্টে হেরে হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়া (বিসিসিআই)

নিউজিল্যান্ড: ২৩৫ এবং ১৭৪

Advertisment

ভারত: ২৬৩ এবং ১২১

India vs New Zealand, 3rd Test Day 3: ২৭ বছর আগে ব্রিজটাউনে ১১৯ রান চেজ করতে নেমে ভারত ধসে গিয়েছিল মাত্র ৮১ রানে। ভারতের ৯২ বছরের টেস্ট ইতিহাসের সবথেকে কুখ্যাত হারের শীর্ষ ধরা হত ব্রিজটাউনের সেই পরাজয়।

টিম ইন্ডিয়া বহু লজ্জাজনক হারের সাক্ষী থেকেছে। ধোনির নেতৃত্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিরুদ্ধে উপর্যুপরি সিরিজ হার দেখেছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে আশির দশকে ধ্বস্ত হওয়া হার দেখেছে টিম ইন্ডিয়া। তবে রবিবার ভাইফোঁটার দিনে সমস্ত কলঙ্কের কাহিনী পিছনের সারিতে চলে গেল। নিউজিল্যান্ডের দেওয়া ১৪৬ রানের টার্গেট চেজ করতে নেমে ভারত ধসে গেল ১২১-এ।

দুর্গন্ধ হার লজ্জার মাপকাঠিতে অতীতের সমস্ত কেলেঙ্কারি ঢেকে দিল। যে বছরে ভারত রোহিত-কোহলির হাত ধরে বিশ্বকাপ জয়ের শীর্ষে উঠল, সেই বছরেই পুঁতিগন্ধময় ক্রিকেটে তলানিতে নেমে গেল।

অস্ট্রেলিয়ার মাটিতে বছর তিনেক আগে ৩৬ অলআউটের লজ্জা ধরা হত ভারতীয় ব্যাটিং বিপর্যয়ের শীর্ষ কেলেঙ্কারি। নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরুতে ৪৬ অলআউট স্বস্তি দিয়ে কোহলিদের পুরোনো লজ্জা ঢাকা দিয়েছিল কোনওরকমে।

ঘরের মাঠে ১২ বছর পর টেস্ট সিরিজ হারের কীর্তিও মেনে নেওয়া যেত যদি শেষ টেস্টে সান্ত্বনা জয় আসত। তবে লজ্জার মাইলফলক আরও বাড়িয়ে শেষমেশ যে ভারত মুম্বইয়ে ব্যাটিং-বিভীষিকায় হেরে বসে প্ৰথমবারের মত ঘরোয়া ক্রিকেটে হোয়াইটওয়াশের অনতিক্রম্য লজ্জার ব্যবধানও মুছে দেবে, তা ভাবা যায়নি।

দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ড ১৭১/৯ হয়ে গিয়েছিল। সেই রানের সঙ্গে তৃতীয় দিন মাত্র ৩ রান যোগ করেই কিউইরা অলআউট হয়ে যাওয়ার পর ওয়াংখেড়েতে ভারতের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় মাত্র ১৪৬ রানের। সেই রান তাড়া করতে নেমে ভারত ২৯/৫ হয়ে গিয়ে ৩৬ রানের অলআউট-কে একসময় চ্যালেঞ্জ জানিয়ে বসেছিল।

জাদেজা-পন্থ মিলে ষষ্ঠ উইকেটে ৪২ রান যোগ করে ভারত যখন ঠিক ম্যাচে ফিরে এসেছে সেই সময়েই ধাক্কা। পন্থ-ওয়াশিংটন সুন্দর এরপরে ৩৫ রানের পার্টনারশিপ খেলে যান। তবে পন্থ ৬৬ করে ফেরার পর ভারতের হার ছিল সময়ের অপেক্ষা।

স্যান্টনার খেলেননি। তবে ঘূর্ণি উইকেটে ভারতের মুম্বই টেস্টে নাভিশ্বাস তুলে গেলেন আজাজ প্যাটেল। ছয় উইকেট নিয়ে। শেষবারের কিউই সফরে যিনি এই ওয়াংখেড়েতেই ইনিংসে ১০ উইকেট শিকার করে জিম লেকার, অনিল কুম্বলেদের সঙ্গে নিজের নাম খোদাই করে নিয়েছিলেন। পার্টটাইম গ্লেন ফিলিপসও ৩ উইকেট শিকার করে গেলেন।

সবমিলিয়ে বর্ডার গাভাসকার ট্রফির আগে ভারতীয় দল আপাতত কেলেঙ্কারির মহাবিন্দুতে পৌঁছে গেল।

Team-India Indian Team New Zealand Cricket Team Team India Indian Cricket Team New Zealand India Cricket Team Team India
Advertisment