Advertisment

Rishabh Pant run out: কোহলির ইশারায় সাড়া দিয়েই আউট পন্থ! পুনেতে ভারতকে ডুবিয়ে দিল বড় কেলেঙ্কারি, ছারখার বিতর্ক

India vs New Zealand, 2nd Test at Pune: কোহলি, পন্থ দুজনেই রানের দেখা পেলেন না পুনেতে দ্বিতীয় টেস্টেও। ঋষভ পন্থ রান আউট হয়ে বিতর্ক বাড়ালেন মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের মাঠে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rishabh Pant mix up with Kohli

Rishabh Pant mix up with Kohli: পন্থের সেই দুর্ভাগ্যজনক রান আউট (টুইটার)

India vs New Zealand, 2nd Test Day 3: সিরিজ হারের সামনে দাঁড়িয়ে ভারত। ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নামা ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থের অবদান মাত্র ০। রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরলেন তারকা ব্যাটার।

Advertisment

রোহিত-গিল-যশস্বী প্যাভিলিয়নে ফেরার পর পুরোটাই নির্ভর করছিল কোহলি-পন্থের জুটির ওপর। গাব্বার সেই ঐতিহাসিক জয়ের পুনরাবৃত্তি ঘটাতে পারেন কিনা পন্থ, সেদিকেই ছিল নজর। তবে পুনেতে সমস্ত স্বপ্নের সলিল সমাধি করে দিল একটা রান আউট।

ভারতীয় ইনিংসের ২৩ তম ওভারের ঘটনা। ৩৫৯ রানের টার্গেট তাড়া করতে নামা ভারতের হয়ে সেই সময় ক্রিজে ছিলেন পন্থ এবং কোহলি। আজাজ প্যাটেলের গুড লেন্থের বল কোহলি শর্ট মিড উইকেটে ঠেলে।এক রান নেওয়ার ফিকিরে ছিলেন। কোহলি পন্থের দিকে তাকানোর পর পন্থ সেই ডাকে সাড়া দিয়েছিলেন।

 

তবে দ্রুত গতিতে স্যান্টনার উইকেটকিপার ব্ল্যান্ডেলকে থ্রো করার পরেই অঘটন। কোহলি অন্যপ্রান্তে অবলীলায় পৌঁছে গেলেও পন্থ ধরা পড়ে যান। ডাইভ দিয়েও বাঁচাতে পারেননি নিজেকে। রিভিউয়ে দেখা যায় ব্ল্যান্ডেল যখন উইকেট ভেঙে দিচ্ছেন, সেই সময়ে ক্রিজের বাইরে রয়েছেন পন্থ। নিউজিল্যান্ড দ্বিতীয় দিনের শেষে ১৯৮/৫ ছিল। শনিবার কিউইরা গতকালের রানের সঙ্গে আর ৫৭ রান যোগ করার ফাঁকেই বাকি ৫ উইকেট হারায়।

এরপরে ভারত শুরুতেই রোহিতের উইকেট হারায়। তবে গিল এবং যশস্বী মিলে টি২০ মেজাজে ব্যাট করে ভারতকে আশা জাগাচ্ছিলেন। লাঞ্চের আগে ১২ ওভারে ভারত ৮১/১ তুলে ফেলেছিল। ওভার পিছু সাড়ে ছয়-এর ওপর রান তুলছিল টিম ইন্ডিয়া। তবে লাঞ্চের পরেই বিপত্তি। একসময় ৯৬/১ থেকে হঠাৎ করেই ১২৭/৪ এবং শেষ পর্যন্ত ১৪২/৫ হয়ে গিয়েছিল।

Virat Kohli Rishabh Pant Indian Cricket Team Indian Team New Zealand Cricket Team India Cricket Team Team-India Team India Team India
Advertisment