Washington Sundar 7 wicket haul: পুনে টেস্টের সকাল থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন ওয়াশিংটন সুন্দর। প্ৰথম টেস্টের পর তড়িঘড়ি জাতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করার পর পুনেতে তাঁকে সটান নামিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। কুলদীপের মত তুখোড় তারকাকে বসিয়ে ওয়াশিংটনকে প্ৰথম একাদশে নির্বাচনে সরব হয়েছিলেন অনেকেই।
স্কোয়াডে অক্ষর থাকলেও ওয়াশিংটনকে ওয়েটিং লিস্টে না রেখে কীভাবে নামিয়ে দেওয়া হয়, সেই নিয়েই আলোচনা শুরু হয়েছিল। তবে লাঞ্চের আগে এবং পরের স্পেলে সমস্ত সমালোচনাকে তুরি মেরে উড়িয়ে দেন সুন্দর। তাঁর ঘূর্ণির মায়াজাল সামলাতে না পেরে কিউইরা পুনেতে ব্যাট করতে নেমে মাত্র ২৫৯ রানে গুটিয়ে গেল।
নিউজিল্যান্ড একসময় যথেষ্ট ভালো পজিশনে ছিল। ১৯৮/৩ হয়ে যাওয়ার পর রচিন রবীন্দ্র এবং ড্যারেল মিচেল খেলা ধরে নিয়েছিলেন। হাফসেঞ্চুরিয়ন ডেভন কনওয়ে সহ টম ল্যথাম এবং উইল ইয়ং অশ্বিনের শিকার হলেও, কিউইরা ম্যাচে যথেষ্ট ভালভাবে প্রভাব ফেলার মত ব্যাট করছিলেন। রচিন রবীন্দ্র কালঘাম ছুটিয়ে দিচ্ছিলেন।
নিশ্চিত শতরান বাঁধা তাঁর, এমনটাই মনে করা হচ্ছিল একটা সময়। তবে লাঞ্চের আগে পরপর খেলা ঘুরিয়ে দেন ওয়াশিংটন সুন্দর। একটা স্পেলে মাত্র চার রানের ব্যবধানে রচিন রবীন্দ্র এবং টম ব্ল্যান্ডেলকে আউট করে দেন সুন্দর। লাঞ্চের পরই ফেরান ড্যারেল মিচেলকে।
এরপরে গ্লেন ফিলিপস এবং মিচেল স্যান্টনার মিলে ৩২ রানের ছোটখাটো একটা পার্টনারশিপ গড়লেও কিউইদের বিপদ পেরোয়নি। টিম সাউদি, আজাজ প্যাটেল এবং মিচেল স্যান্টনারকে ফিরিয়ে প্ৰথম শ্রেণির ক্রিকেট নিজের কেরিয়ারে সেরা বোলিং উপহার দিয়ে যান ওয়াশিংটন। ২৩.১ ওভারে মাত্র ৫৯ রানের বিনিময়ে ৭ উইকেট শিকার করে যান ওয়াশিংটন।
বাকি তিন উইকেট অশ্বিনের দখলে। দুই তামিল স্পিনারই কিউইদের ১০ উইকেট ভাগাভাগি করে নেন। ঘটনা হল ওয়াশিংটনের নির্বাচন নিয়ে ক্ষুব্ধ হয়ে গাভাসকার কমেন্ট্রি করার সময় বলে দিয়েছিলেন, "ওয়াশিংটনকে ফার্স্ট ইলেভেনে নেওয়া হয়েছে স্রেফ অল্পস্বল্প ব্যাট, বল করতে পারে বলে। ওয়াশিংটনের নির্বাচনেই স্পষ্ট ওঁরা নিজেদের ব্যাটিং নিয়ে কতটা দুর্ভাবনায় রয়েছে। অফস্পিনের জন্য নয়, ওঁকে লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের জন্য নেওয়া হয়েছে। হ্যাঁ, নিউজিল্যান্ড ব্যাটিং লাইনআপে অনেকজন বাঁ হাতি ব্যাটারের থাকা নিয়ে আলোচনা হচ্ছে।"
"তবে আমাকে যদি নির্বাচনের দায়িত্ব দেওয়া হত, আমি কুলদীপকেই নিতাম। যে বাঁ হাতিদের থেকে বল বাইরে নিয়ে যেতে পারে। তাছাড়া ও ব্যাট হাতেও দক্ষ। যদিও সুন্দরের মত বড় স্কোরার নয় ও।" সুন্দরের নির্বাচন নিয়ে কটাক্ষ করা গাভাসকার সেশমেষ ঢোক গিলতে বাধ্য হয়েছেন ভয়ঙ্কর সুন্দর ঘূর্ণির মায়াজাল দেখে।